বিষয়বস্তুতে চলুন

নারীদের টুয়েন্টি২০ ক্রিকেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মহিলাদের টুয়েন্টি২০ ক্রিকেট থেকে পুনর্নির্দেশিত)

মহিলাদের টুয়েন্টি২০ ক্রিকেট মহিলাদের ক্রিকেটে টুয়েন্টি২০ খেলায় নব সংযোজনী বিষয়। ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের টুয়েন্টি২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জুন, ২০০৯ সালে আইসিসি প্রথমবারের মতো ইংল্যান্ডে আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার প্রচলন ঘটায়।[] স্বাগতিক ইংল্যান্ড দল ঐ প্রতিযোগিতার শিরোপা লাভ করেছিল।[]

খেলার ধরন

[সম্পাদনা]

মহিলাদের টুয়েন্টি২০ খেলার ধরন পুরুষদের ক্রীড়ায় ব্যবহৃত নিয়মাবলী অনুসরণ করা হয়:

  • পপিং ক্রিজ অতিক্রম করে বল ডেলিভারি দিলে বোলার নো বলে অভিযুক্ত হবেন। এরফলে অতিরিক্ত ১ রানসহ পরবর্তী ডেলিভারিটি ‘ফ্রি-হিটের’ মর্যাদা পাবে। এতে ব্যাটসম্যান শুধুমাত্র রান আউটে ডিসমিস হবেন।
  • একজন বোলার ইনিংসে সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন।
  • আম্পায়ারগণ ইচ্ছে করলে সময় নষ্টের কারণে প্রতিপক্ষকে ৫-রান জরিমানাস্বরূপ প্রদান করতে পারেন।
  • যদি ফিল্ডিংরত দল ৭৫ মিনিটের মধ্যে ২০ ওভার বোলিং করতে ব্যর্থ হয়, তাহলে প্রতি ওভারের জন্য অতিরিক্ত ৬ রান পাবে। এছাড়াও, ব্যাটিংরত দল সময় নষ্ট করলে আম্পায়ার অতিরিক্ত সময় যুক্ত করবেন।
  • খেলায় নিম্নবর্ণিত ফিল্ডিং সীমাবদ্ধতা প্রয়োগ করা হয়:
    • লেগ সাইডে ৫জনের বেশি ফিল্ডার অবস্থান করতে পারবেন না।
    • খেলা শুরুর প্রথম ৬ ওভারে ২৩ মিটারের বেস্টনীর বাইরে সর্বোচ্চ ২জন ফিল্ডার থাকবেন।
    • প্রথম ৬ ওভার শেষে সর্বাধিক ৫জন ফিল্ডার ফিল্ডিং সার্কেলের বাইরে অবস্থান করতে পারবেন।
  • কোন কারণে স্কোরের কারণে খেলা টাই হলে বোল-আউটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে। প্রত্যেক দলের ৫জন বোলার ২টি করে বল ডেলিভারি দেবেন। ১০ বল শেষে উইকেট সমান থাকলে বোলিং অব্যাহত থাকবে ও সাডেন ডেথের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটবে।

আইসিসি র‍্যাঙ্কিং

[সম্পাদনা]
আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং
অবস্থানদলখেলাপয়েন্টরেটিং
 অস্ট্রেলিয়া১৯৫,৩১৬২৮০
 নিউজিল্যান্ড২৫৬,৯২৮২৭৭
 ইংল্যান্ড১৯৫,২৩৯২৭৬
 ওয়েস্ট ইন্ডিজ১৯৪,৯২৮২৫৯
 ভারত২৭৬,৭৩৩২৪৯
 দক্ষিণ আফ্রিকা২১৫,১০৭২৪৩
 পাকিস্তান২৪৫,৪৫১২২৭
 শ্রীলঙ্কা২৩৪,৭৭০২০৭
 বাংলাদেশ২৭৫,২০৯১৯৩
১০  আয়ারল্যান্ড১৩২,৪৪৭১৮৮
১১  স্কটল্যান্ড১,১৯৯১৫০
১২  থাইল্যান্ড২৮৪,০৭৬১৪৬
১৩  জিম্বাবুয়ে১৪২,০২৯১৪৫
১৪  সংযুক্ত আরব আমিরাত১৬২,০৮১১৩০
১৫  উগান্ডা২০২,৫৩২১২৭
১৬  কেনিয়া৯৬৫১২১
১৭  পাপুয়া নিউগিনি১০১,১৯৮১২০
১৮    নেপাল৯৩৩১১৭
১৯  সামোয়া৩১৮১০৬
২০  তানজানিয়া১৮১,৬০৬৮৯
২১  হংকং১৫১,২১৯৮১
২২  ইন্দোনেশিয়া৫৬২৮০
২৩  নেদারল্যান্ডস৬৮২৭৬
২৪  কাতার৩৬৮৭৪
২৫  চীন১২৮৭০৭৩
২৬  নামিবিয়া২০১,২৬১৬৩
২৭  জাপান২৮৪৫৭
২৮  বতসোয়ানা১০৪৮৮৪৯
২৯  আর্জেন্টিনা১৪৬৭৪৪৮
৩০  সিয়েরা লিওন৪০০৪৪
৩১  মালয়েশিয়া২০৮৬২৪৩
৩২  জার্মানি২৫৭৪৩
৩৩  ওমান১৪৫৩৬
৩৪  ব্রাজিল১৮৫৯৭৩৩
৩৫  ভানুয়াতু৮৭২৯
৩৬  ফ্রান্স১২৫২৫
৩৭  মোজাম্বিক১০২১৪২১
৩৮  ডেনমার্ক৯৮২০
৩৯  জাম্বিয়া৩৪১১
৪০  মালাউই৬৮১০
৪১  বেলজিয়াম৪৩
৪২  চিলি১৩৮৬
৪৩  পেরু১১
৪৪  লেসোথো
৪৫  ইসোয়াতিনি
৪৬  সিঙ্গাপুর
সূত্র: আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং, ১২ অক্টোবর, ২০১৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫

আরও দেখুন

[সম্পাদনা]