মহিলাদের কনডম
মহিলাদের কনডম | |
---|---|
তথ্য | |
জন্মনিরোধক ধরন | ব্যারিয়ার |
প্রথম ব্যবহার | ১৯৮০ |
ব্যর্থতার হার (প্রথম বছর) | |
যথাযথ ব্যবহার | ৫% |
প্রচলিত ব্যবহার | ২১% |
ব্যবহার | |
দ্বিমুখিতা/প্রতিবর্তনীয়তা | তাৎক্ষণিক |
ব্যবহারকারীর স্মর্তব্য | ব্যবহারের পূর্বে ব্যবহারকারীর নির্দেশিকাটি ভালভাবে পড়ে নিন। |
সুবিধা ও অসুবিধা | |
যৌনরোগ প্রতিরোধী | হ্যাঁ |
লাভ | বাড়তি কোন ঔষধ সেবন বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। |
মহিলাদের কনডম (ইংরেজি: Female Condom) প্রধানত যৌনসঙ্গমকালে নারীসংগী দ্বারা ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু। এটি মূলত গর্ভাধারন ও গনোরিয়া, সিফিলিজ ও এইচআইভি-এর মতো যৌনরোগের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। ল্যাস্সি হেসেল এটি আবিষ্কার করেন।[১] যৌনসঙ্গমকালে এটি নারীসংগীর যৌনাংগে পরিধান করা হয় এবং এসময় এটি পুরুষের বীর্যকে স্ত্রী যোনিতে প্রবেশে বাধা দেয় ফলে পুরুষের বীর্যের শুক্রাণুসমূহ নারীর ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। এছাড়া এটি পায়ুসঙ্গমকালে গ্রাহক সঙ্গী দ্বারা পরিধান হতে পারে।[২] মহিলাদের এই কনডম পাতলা, ঢিলা, নমনীয় আবরন এবং এর দুই প্রান্তে দুটি রিং বিদ্যমান।
সুবিধাসমূহ
[সম্পাদনা]মহিলাদের কনডম ব্যবহারের মাধ্যমে নারীরা তাদের যৌনস্বাস্থ্যকে নিজ নিজ পছন্দের ও ইচ্ছানুযায়ী নিয়ন্ত্রণে রাখতে পারেন। এই কনডম ব্যবহারের মাধ্যমে নারী সংগীটি নিজেকে গর্ভধারন থেকে রক্ষা করতে পারে, যখন পুরুষ সংগীটি পুরুষের কনডম ব্যবহারে অনিচ্ছুক থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে নারী সংগীর এই ধরনের কনডমের ব্যবহার পুরুষ সংগীকে সাধারন কনডমের তুলনায় অধিক পুলকিত করতে সক্ষম হয়।[৩] এটি আলার্জি নিরোধী এবং যাদের রাবার ল্যাটেক্স ব্যবহারে সংক্রমনের সম্ভাবনা রয়েছে তাদের জন্য উপযোগী। এই কনডম সংগমের বহু সময় পূর্বেই পরিধান করা যায়। পুরুষদের কনডমের ন্যায় এটি পুরুষাংগের উত্থানের জন্য অপেক্ষা করতে হয় না বা বীর্যস্থলনের সাথে সাথে বের করে নেয়ার প্রয়োজন পড়ে না।এটি আঁটসাঁট নয় এবং শরীরের তাপমাত্রার সাথে সাথে এর উপাদানের তাপমাত্রা পরিবর্তিত হয়।[৪] এছাড়া এটি সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন যৌনরোগ থেকে সুরক্ষা দেয় বলে অনেক গবেষণায় দেখা গেছে।
বিশ্বব্যাপী ব্যবহার
[সম্পাদনা]উন্নত দেশসমূহে এই কনডমের বিক্রি আশানুরুপ না হলেও উন্নয়্নশীল দেশসমূহে জন্মনিয়ন্ত্রণ প্রকল্প এবং এইডস প্রতিরোধ প্রকল্পের আওতায় এটির ব্যবহার ক্রমবর্ধমান।[৫] এই কনডম পরিধানের ক্ষেথে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এবং পুরুষের কনডমের তুলনায় এর ২-৩ গুণ বেশি মূল্যকে এর বিক্রি হ্রাসের কারণ হিসেবে মনে করা হয়।অনেক ব্যবহারকারী উল্লেখ করেছেন যে এই কনডম পরে সংগমকালে বাজে শব্দের সৃষ্টি হয় এবং এসময় কনডমের একটি রিং যোনীর বাইরে বের হওয়া অবস্থায় থাকে। এসব পরিস্থিতির কারণে অনেকে এই কনডম ব্যবহার ত্যাগ করেছেন বলে অনেক ব্যবহারকারী অভিযোগ করেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://wiki.answers.com/Q/Who_invented_the_condom_made_for_woman[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৩।
- ↑ "Understanding The Finer Nuances Of The Female Condom"। Women's Health Line। ২০০৯। ২০১১-০৬-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-১২।
- ↑ "The Product"। FC & FC2 Female Condom। Female Health Company। ২০০৫। ২০০৫-০৯-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-০৩।
- ↑ Global Consultation on the Female Condom। Baltimore, MD: PATH। September 26 to 29, 2005। ২০০৬-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2006-08-03। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ Boston Women's Health Book Collective (১৯৯৮)। Our Bodies, Ourselves : A New Edition for a New Era। New York, NY: Touchstone। আইএসবিএন 0-7432-5611-5।