মহারাজা বীরবিক্রম কলেজ
নীতিবাক্য | সংস্কৃত: Vidayamrtamasnute (Knowledge is the key to immortality) |
---|---|
ধরন | সাধারণ |
স্থাপিত | ১৯৪৭ |
প্রতিষ্ঠাতা | মহারাণী কাঞ্চন প্রভা দেবী |
অধিভুক্তি | মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | ড. বিশ্বজিৎ গুপ্ত |
শিক্ষার্থী | ৬৫০০+ |
অবস্থান | Dhaleswar, Agartala 799004, India |
শিক্ষাঙ্গন | Urban, ২৬৪ একর |
ভাষা | ইংরেজি, বাংলা, হিন্দি |
পোশাকের রঙ | Yellow and Brown |
ওয়েবসাইট | mbbcollege |
মহারাজা বীরবিক্রম কলেজ ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের সবচেয়ে পুরাতন ডিগ্রী কলেজ। ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে কলেজটির নামকরণ করা হয়েছে। এই কলেজটি আগরতলা শহর হতে ৩ কিমি দূরে অবস্থিত। এটি এম. বি. বি. কলেজ নামে অধিক পরিচিত।
নামকরণ
[সম্পাদনা]কলেজটির নামকরণ করা হয়েছিল ত্রিপুরার পূর্ব মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের নামে।
ইতিহাস
[সম্পাদনা]মহারাজা বীর বিক্রম কলেজ ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। ত্রিপুরা রাজ্যে পূর্ব পাকিস্তান থেকে অধিবাসীদের আগমনের ফলে জনসংখ্যার বৃদ্ধি ঘটে। সেইসময় কলেজ সৃষ্টির প্রয়োজন হয়ে পড়ে। মহারানী কাঞ্চন প্রভা দেবীর আনুকূল্যে এবং ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রমের তত্বাবধানে কলেজ টি স্থাপিত হয়। তদানীন্তন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে পঠন পাঠন হতে থাকে।[১]
১৯৬০ এর দশকের শেষের দিকে এবং ১৯৭০ এর দশকের গোড়ার দিকে এমবিবি কলেজকে স্নাতকোত্তর কলেজে উন্নীত করার পরিকল্পনা ছিল, সুতরাং ইতিহাস, অর্থনীতি ও গণিতে স্নাতকোত্তর ক্লাস শুরু হয়েছিল। ইউজিসি যখন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কেন্দ্র হিসাবে ত্রিপুরা অনুমোদিত করে তখন এই পরিকল্পনাটি ব্যর্থ হয়। ১৯৮৬ সালে এই স্নাতকোত্তর কেন্দ্রটি ত্রিপুরার নিজস্ব বিশ্ববিদ্যালয়ে বিবর্তিত হয়েছিল।
ক্যাম্পাস
[সম্পাদনা]কলেজ ক্যাম্পাসটি 264 একর জায়গার চেয়ে বেশি ছড়িয়ে রয়েছে। বই এবং জার্নালগুলির সংগ্রহ সহ গ্রন্থাগার রয়েছে, যা কেন্দ্রীয় গ্রন্থাগার হিসাবে পরিচিত।[২] এর সাথে IGNOU এবং LAW কলেজের মতো প্রতিষ্ঠানগুলি এমবিবি কলেজের ক্যাম্পাস এলাকায় অবস্থিত।
বিভাগ
[সম্পাদনা]কলা
[সম্পাদনা]ক্রমিক সংখ্যা | বিষয় / বিভাগ |
---|---|
১ | সংস্কৃত |
২ | শিক্ষা বিজ্ঞান |
৩ | ইংরেজি |
৪ | ইতিহাস |
৫ | ককবরক |
৬ | সমাজবিজ্ঞান |
বাণিজ্য
[সম্পাদনা]ক্রমিক সংখ্যা | বিষয় / বিভাগ |
---|---|
১ | বাণিজ্য |
২ | অর্থনীতি |
বিজ্ঞান
[সম্পাদনা]ক্রমিক সংখ্যা. | বিষয় / বিভাগ |
---|---|
১ | উদ্ভিদ্তত্ব |
২ | রসায়ন |
৩ | ভূগোল |
৪ | গণিত |
৫ | দেহতত্ব |
৬ | মানব দেহতত্ব |
৭ | মনোবিজ্ঞান |
৮ | পদার্থবিদ্যা |
৯ | প্রাণিবিদ্য |
১০ | পরিসংখ্যান |
১১ | কম্পিউটার অ্যাপ্লিকেশন |
১২ | কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Maharaja Bir Bikram College"। www.mbbcollege। ২০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭।
- ↑ "Archived copy"। ২০১৩-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-৩০।