বিষয়বস্তুতে চলুন

মহান আদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহান আদেশ বা মহান আজ্ঞা[টীকা ১] হলো এমন এক আখ্যা যেটি নূতন নিয়ম ম্যাথু ২২:৩৫-৪০, মার্ক ১২:২৮-৩৪লূক ১০:২৭ক-এ তাঁর উত্তরে উদ্ধৃত দুটি আদেশের প্রথমটি বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে।

অধিকাংশ খ্রিস্টান সম্প্রদায় দুটি আদেশকে একত্রে খ্রিস্টান ধর্মের মূল গঠন হিসাবে বিবেচনা করে।[][ভালো উৎস প্রয়োজন]

নূতন নিয়ম

[সম্পাদনা]

মথির সুসমাচার

[সম্পাদনা]

মথির সুসমাচারে উল্লেখ করা হয়েছে:

'তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবে।' এটি সর্বশ্রেষ্ঠ ও প্রথম আদেশ।

মার্কের সুসমাচার

[সম্পাদনা]

মার্কের সুসমাচারে, শেমা ইস্রায়েলের প্রথম শ্লোক (যা মহান আদেশের প্রথম অংশ উল্লেখ করে) অন্তর্ভুক্ত করা হয়েছে:

ব্যবস্থার শিক্ষকদের মধ্যে একজন কাছে এসে তাদের একে অপরের সাথে তর্ক করতে শুনলেন, এবং তিনি তাদের ভাল উত্তর দিয়েছেন দেখে তাকে জিজ্ঞাসা করলেন, কোন আদেশটি সবার আগে? যিশু উত্তর দিলেন, "প্রথমটি হলো, 'হে ইস্রায়েল, শোন: প্রভু আমাদের ঈশ্বর, প্রভু এক; তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবে।'

লূকের সুসমাচার

[সম্পাদনা]

লূকের সুসমাচারে উল্লেখ করা হয়েছে:

ঠিক তখনই একজন আইনজীবী যিশুকে পরীক্ষা করার জন্য দাঁড়ালেন। "গুরু," তিনি বললেন, "অনন্ত জীবনের উত্তরাধিকারী হতে আমাকে কি করতে হবে?" তিনি তাকে বললেন, "আইনে কী লেখা আছে? সেখানে কী পড়েন?" তিনি উত্তর দিলেন, "তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি এবং তোমার সমস্ত মন দিয়ে এবং তোমার প্রতিবেশীকে তোমার মতো ভালবাসবে।" তখন তিনি তাকে বললেন, তুমি সঠিক উত্তর দিয়েছ, এটা করো, তাহলে তুমি বাঁচবে৷

পুরাতন নিয়ম

[সম্পাদনা]

দ্বিতীয় বিবরণ

[সম্পাদনা]

দ্বিতীয় বিবরণে উল্লেখ করা হয়েছে:

হে ইস্রায়েল, শোন, প্রভুই আমাদের ঈশ্বর, একমাত্র প্রভু৷তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবে।

  1. Although most English versions of the Bible use the word "great", (from the Greek feminine μεγάλη big, great) a few versions change the word to "greatest". See multi-version comparison of Matthew 22:36.

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]