বিষয়বস্তুতে চলুন

মহাকাশে পূর্বনির্ধারিত সাক্ষাৎ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহাকাশচারী ক্রিস্টোফার ক্যাসিডি স্পেস শাটল এন্ডেভর এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য দূরত্বমাপক যন্ত্র ব্যবহার করছেন।
চান্দ্র মডিউল ইগল অবতরণ করার পরে ফেরত আসার সময় আরোহী ধাপে নিয়ন্ত্রক মডিউল কলাম্বিয়ার সাথে মহাকাশে পূর্বনির্ধারিত সাক্ষাৎ সম্পাদন করছে।

মহাকাশে পূর্বনির্ধারিত সাক্ষাৎ (ইংরেজি: space rendezvous) বলতে কতগুলি কক্ষীয় চালনাকৌশলের সমষ্টিকে বোঝায় যার দ্বারা দুইটি মহাকাশযান একই কক্ষপথে পৌঁছায় এবং একে অপরের নিকটে খুবই কম দূরত্বে আগমন করে। সাধারণত এদের মধ্যে একটি মহাকাশ স্টেশন তথা মহাকাশ বিরতিকেন্দ্র হয়ে থাকে। পূর্বনির্ধারিত সাক্ষাৎ সফল হতে হলে মহাকাশযান দুইটির কক্ষীয় বেগ ও অবস্থান ভেক্টরগুলিকে নিখুঁতভাবে মিলে যেতে হয়, যার সুবাদে তারা কক্ষীয় অবস্থানরক্ষণের (orbital station-keeping) মাধ্যমে একে অপরের থেকে স্থির দূরত্বে অবস্থান করতে পারে। পূর্বনির্ধারিত সাক্ষাতের পরে মহাকাশযান দুইটিকে সংযুক্ত করে বা একটিতে আরেকটিকে ভেড়ানো হতেও পারে বা না-ও হতে পারে।

পূর্বনির্ধারিত সাক্ষাতের কৌশল ব্যবহার করে কোনও মহাকাশযানকে কোনও দুর্বল মহাকর্ষীয় ক্ষেত্রবিশিষ্ট নভোবস্তু যেমন মঙ্গলগ্রহের কোনও চাঁদে মহাকাশযান "অবতরণ" করানো যেতে পারে। এক্ষেত্রে উপগ্রহ ও মহাকাশযানটির কক্ষীয় গতিবেগ মেলাতে হবে এবং এরপর মহাকাশযান সংযুক্তির অনুরূপ একটি কৌশল ব্যবহার করে "অবরোহণ' করানো যেতে পারে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Orbits টেমপ্লেট:Spacecraft Docking Systems