মহাকাশে পূর্বনির্ধারিত সাক্ষাৎ
মহাকাশে পূর্বনির্ধারিত সাক্ষাৎ (ইংরেজি: space rendezvous) বলতে কতগুলি কক্ষীয় চালনাকৌশলের সমষ্টিকে বোঝায় যার দ্বারা দুইটি মহাকাশযান একই কক্ষপথে পৌঁছায় এবং একে অপরের নিকটে খুবই কম দূরত্বে আগমন করে। সাধারণত এদের মধ্যে একটি মহাকাশ স্টেশন তথা মহাকাশ বিরতিকেন্দ্র হয়ে থাকে। পূর্বনির্ধারিত সাক্ষাৎ সফল হতে হলে মহাকাশযান দুইটির কক্ষীয় বেগ ও অবস্থান ভেক্টরগুলিকে নিখুঁতভাবে মিলে যেতে হয়, যার সুবাদে তারা কক্ষীয় অবস্থানরক্ষণের (orbital station-keeping) মাধ্যমে একে অপরের থেকে স্থির দূরত্বে অবস্থান করতে পারে। পূর্বনির্ধারিত সাক্ষাতের পরে মহাকাশযান দুইটিকে সংযুক্ত করে বা একটিতে আরেকটিকে ভেড়ানো হতেও পারে বা না-ও হতে পারে।
পূর্বনির্ধারিত সাক্ষাতের কৌশল ব্যবহার করে কোনও মহাকাশযানকে কোনও দুর্বল মহাকর্ষীয় ক্ষেত্রবিশিষ্ট নভোবস্তু যেমন মঙ্গলগ্রহের কোনও চাঁদে মহাকাশযান "অবতরণ" করানো যেতে পারে। এক্ষেত্রে উপগ্রহ ও মহাকাশযানটির কক্ষীয় গতিবেগ মেলাতে হবে এবং এরপর মহাকাশযান সংযুক্তির অনুরূপ একটি কৌশল ব্যবহার করে "অবরোহণ' করানো যেতে পারে।
আরও দেখুন
[সম্পাদনা]- অ্যান্ড্রোজিনাস পেরিফেরাল অ্যাটাচ সিস্টেম
- সহ-কক্ষপথ বিশ্লেষণের জন্য ক্লোহেসি-উইল্টশার সমীকরণসমূহ
- সাধারণ নোঙর-ফেলা কৌশল
- বহির্জাগতিক বস্তুর উপর ইচ্ছাকৃত বিধ্বস্তকরণ
- পার্শ্ব-অতিক্রমী উড্ডয়ন
- চান্দ্র কক্ষপথে পূর্বনির্ধারিত সাক্ষাৎ
- মঙ্গল গ্রহের কক্ষপথে পূর্বনির্ধারিত সাক্ষাৎ
- পৃথিবীর অক্ষের চতুর্দিকে কক্ষপথগুলির গ্রন্থিগত অয়নচলন
- পথ-সীমাবদ্ধ পূর্বনির্ধারিত সাক্ষাৎ - কোনও আবর্তনশীল বস্তুর বর্তমান অবস্থান থেকে অভীষ্ট অবস্থানে গমনের এমন প্রক্রিয়া, যাতে পথিমধ্যে কোনও আবর্তনশীল প্রতিবন্ধকতার সাথে সংস্পর্শ না হয়।
- সয়ুজ কোনতাক্ত
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- Analysis of a New Nonlinear Solution of Relative Orbital Motion by T. Alan Lovell
- The Visitors (rendezvous) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত এপ্রিল ৩, ২০২০ তারিখে
- "Lunar Orbit Rendezvous and the Apollo Program"। NASA। ৬ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৪।
- Handbook Automated Rendezvous and Docking of Spacecraft by Wigbert Fehse
- Docking system agreement key to global space policy – October 20, 2010