মহম্মদ এদল খানজী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহম্মদ এদল খানজী (মৃত্যু: ২রা ডিসেম্বর, ১৮৩১) বালাসিনোর রাজ্যের পঞ্চম নবাব ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

মহম্মদ এদল খানজী বালাসিনোর রাজ্যের প্রথম নবাব সর্দার মহম্মদ খানজীর কন্যার জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তার পিতার নাম ছিল নওয়াজ খানজী। ১৮২২ খ্রিষ্টাব্দে বালাসিনোর রাজ্যের চতুর্থ নবাব ও তার কনিষ্ঠ ভ্রাতা মহম্মদ আবিদ খানজীকে সিংহাসনচ্যূত করে তিনি রাজ্যের নবাব হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তিনি যমুনা বিবি নামক এক মহিলাকে বিবাহ করেন। তাদের মহম্মদ জোরাওয়ার খানজী ও মহম্মদ বদর খানজী নামক দুইজন পুত্রের জন্ম হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Christopher Buyers। "Balasinor, The Babi Dynasty"www.royalark.net। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 
পূর্বসূরী
মহম্মদ আবিদ খানজী
মহম্মদ এদল খানজী
বালাসিনোর রাজ্যের পঞ্চম নবাব
উত্তরসূরী
মহম্মদ জোরাওয়ার খানজী