মহম্মদ আবুল কাসেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম এ কাসেম
জন্ম
মোঃ আবুল কাসেম

১৯৪০ সাল
পেশাব্যবসায়
পরিচিতির কারণশিল্পপতি, ব্যবসায়ী
পুরস্কারসি,আই,পি (রপ্তানী) ও সি,আই,পি (শিল্প)

এম এ কাসেম (জন্ম: ১৯৪০) বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। শীর্ষস্থানীয় এ শিল্পোদ্যোক্তা জে কে গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি।[১]

জন্ম[সম্পাদনা]

এম এ কাসেম ১৯৪০ সালে ফেনী জেলায় ছাগলনাইয়া থানার দক্ষিণ বল্লভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাগলনাইয়া থানার বিশেষ করে শুভপুর ইউনিয়নে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।[২]

কর্মজীবন[সম্পাদনা]

জে কে গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান। জনাব কাশেম এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি। নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও বতর্মান এন্ডোমেন্ট কমিটির চেয়ারম্যান।[১][২]

সম্পৃক্ততা[সম্পাদনা]

  • জে কে গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ, চেয়ারম্যান
  • নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের, প্রতিষ্ঠাতা সদস্য ও বতর্মান চেয়ারম্যান
  • সাউথইস্ট ব্যাংক, প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান (মার্চ, ১৯৯৫ - জুন, ১৯৯৮)
  • দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই), সাবেক সভাপতি (১৯৮৫-৮৭)
  • অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ, সাবেক সভাপতি
  • বাংলাদেশ জুট স্পিনার্স এ্যাসোসিয়েশনের, সাবেক সভাপতি (১৯৮২ পর পর দু’বার)
  • রপ্তানী উন্নয়ন ব্যুরো, পরিচালনা বোর্ডের সদস্য
  • ঢাকা চেম্বার এণ্ড কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রিজ, সাবেক নির্বাহী সদস্য[১][২]

পুরস্কার ও স্বীকৃতি[সম্পাদনা]

দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতির আয় বৃদ্ধিসহ সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার কারণে সরকার তাকে ১৯৮৪ সাল থেকে অদ্যাবধি সি,আই,পি (রপ্তানী) ও সি,আই,পি (শিল্প) এর মর্যাদা প্রদান করে আসছেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এম এ কাসেম চেয়ারম্যান বেনজীর কোষাধ্যক্ষ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, ডেসটিনি, প্রকাশিত তারিখ ২৪শে জুন, ২০১২।
  2. Feniweb ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ অক্টোবর ২০১৩ তারিখে, সংগ্রহ: www.jessore.info

বহি:সংযোগ[সম্পাদনা]