মশারী (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মশারী থেকে পুনর্নির্দেশিত)
মশারী
পোস্টার
পরিচালকনুহাশ হুমায়ূন
প্রযোজক
  • বুশরা আফরীন
  • নুহাশ হুমায়ূন
রচয়িতানুহাশ হুমায়ূন
চিত্রনাট্যকারনুহাশ হুমায়ূন
শ্রেষ্ঠাংশে
সুরকার
  • দমীর খান
  • সং ইয়ে মিন
পরিবেশক
মুক্তি
স্থিতিকাল২২ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

মশারী হলো ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত নুহাশ হুমায়ূন পরিচালিত ও লিটল বিগ ফিল্মস দ্বারা প্রযোজিত একটি বাংলাদেশী লোমহর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভবিষ্যতের কাল্পনিক জগতের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রে সুনেরাহ বিনতে কামাল, নায়রা অনোরা সাইফ ও ময়েদ ভূঁইয়া প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

সারমর্ম[সম্পাদনা]

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি ভবিষ্যতবাদী বিশ্বকে চিত্রিত করেছে যেখানে দানবরা ব্যাপকভাবে ছড়িয়ে আছে এবং ঢাকা ছাড়া পৃথিবীর সব জায়গা থেকে মানবজাতি শেষ হয়ে গেছে। সেই শহরে, দুই বোন অপু ও আয়রা দানবদের থেকে নিজেদের রক্ষা করার জন্য একটি মশারির মধ্যে বাস করে। এক রাতে আয়রা মশারী থেকে বেরিয়ে আসে ও একটি দানব দ্বারা আক্রান্ত হয়। তাকে বাঁচাতে তার বোন অপু এগিয়ে আসে।[১]

অভিনয়ে[সম্পাদনা]

প্রযোজনা[সম্পাদনা]

নুহাশ হুমায়ূন চলচ্চিত্র উৎসবে পাঠানোর জন্য ২০১৯ সালে এই চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।[২] এটি নুহাশের বোন শীলা আহমেদের মেয়ে নায়রা অনোরা সাইফের প্রথম চলচ্চিত্র।[৩] ২০২২ সালের নভেম্বরে, মাঙ্কিপাও প্রোডাকশন্সের পক্ষ থেকে জর্ডান পিলরিজ আহমেদ চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে যোগদান করেন।[৪]

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি ১৩ মার্চ ২০২২-এ সাউথ বাই সাউথওয়েস্টে প্রথম মুক্তি পেয়েছিলো।[২] ১৫ অক্টোবর, ২০২২-এ মশারী ভিমিওতে সবার জন্য উন্মুক্ত করা হয়।[৫][৬] একই বছরে মার্চে ডু ফিল্ম, ইন্ডি মিম চলচ্চিত্র উৎসব,[৭] লস অ্যাঞ্জেলসের ভারতীয় চলচ্চিত্র উৎসব,[৫] এবং সিটজেস চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিলো।[৮]

অভ্যর্থনা[সম্পাদনা]

সমালোচনামূলক প্রতিক্রিয়া[সম্পাদনা]

দ্য ডেইলি স্টার-এর ফাতিন হামামার মতে, চলচ্চিত্রটি আমাদের সমাজের একটি নিখুঁত উপস্থাপনা যেখানে নারীরা পুরুষতান্ত্রিক সমাজের শিকার হচ্ছে।[৯] রিমন্যান্ট গ্লিম্পস লিখেছে, "মশারি যেমন একটি দুর্দান্ত হরর সিনেমা বলে মনে হবে, তেমনি এর অন্তর্নিহিত বার্তাটি বুঝতে পারলে বর্তমান সমাজের সঙ্গে প্রাসঙ্গিকতাও খুঁজে পাবেন। যা কনটেন্টটিকে আরও আনন্দদায়ক করে তুলবে"।[১০] এশিয়ানমুভিপালস.কম-এর প্যানোস কোটজাথানাসিস মনে করেন যে চলচ্চিত্রের পরিচালক রূপকের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের মতো বাস্তব বিষয়গুলো দেখাতে চেয়েছিলেন। চলচ্চিত্রটিতে "আই ক্যান'ট ব্র‍্যাথ" সংলাপ ব্যবহার করে এই বিষয়গুলোর জন্য নির্মাতা কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছেন।[১১] দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সিফাত বিন আইয়ুব এর নির্মানশৈলীর প্রশংসা করেছেন।[১২] দ্য বিজনেস পোস্ট-এর সিয়াম রায়হানের মতে, চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে ভয়ের অনুভূতি জাগাতে পারেনি। তিনি এর মাঝারি চিত্রনাট্য ও দুর্বল সংলাপের সমালোচনা করেছেন।[৬] এটিকে "বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান আকর্ষণীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র" বলে অভিহিত করে আইস টুডে-এর টি. অমিয় খন্দকার চলচ্চিত্রের প্রশংসা করেছেন৷[১৩]

প্রশংসা[সম্পাদনা]

পুরস্কার ও মনোনয়নের তালিকা
সংগঠন বছর শ্রেণী প্রাপক ও মনোনীত ফলাফল সূত্র
সাউথ বাই সাউথওয়েস্ট ২০২২ মিডনাইট শর্ট নুহাশ হুমায়ূন বিজয়ী [২]
হলি শর্টস চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ লোমহর্ষক চলচ্চিত্র বিজয়ী [৭]
আটলান্টা চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ ন্যারেটিভ শর্ট বিজয়ী [১৪]
মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ শর্ট ফিকশন বিজয়ী [৮]
বুচেন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসব জুরিস চয়েস পুরস্কার বিজয়ী [১৫]
উডস্টক চলচ্চিত্র উৎসব ন্যারেটিভ ফিল্ম বিজয়ী [১৬]
শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া শ্রেষ্ঠ শর্ট ও টোকিওর গভর্নর পুরস্কার বিজয়ী [১২]
মার্ক ব্রাউনস্টেইন পুরস্কার শ্রেষ্ঠ ন্যারেটিভ শর্ট বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Story"মশারী (ইংরেজি ভাষায়)। ৫ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত নুহাশের 'মশারি'"বাংলানিউজ২৪.কম। ১৬ মার্চ ২০২২। ১৬ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "'মশারি' বানালেন নুহাশ, ভেতরে আছেন সুনেরাহ"সমকাল। ৫ ফেব্রুয়ারি ২০২২। ২০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. ইয়োসমান, কেজে (২৮ নভেম্বর ২০২২)। "Jordan Peele, Riz Ahmed to Executive Produce Nuhash Humayun's Live-Action Short 'Moshari' (EXCLUSIVE)"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। ২৮ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. শশী, সাবিহা জামান (১৭ অক্টোবর ২০২২)। "ঝুঁকি নিয়ে মশারী বানিয়েছিলেন নুহাশ"বণিকবার্তা। ১৬ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. আহমেদ, সিয়াম (২২ অক্টোবর ২০২২)। "'Moshari' film review: Visually striking but boring"বিজনেসপোস্টবিডি.কম। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  7. "'মশারি' দিয়ে এবার যুক্তরাষ্ট্র থেকে এল সুখবর"প্রথম আলো। ২১ আগস্ট ২০২২। ২২ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  8. "Nuhash Humayun's 'Moshari' shines again in Oscar-qualifying film festivals"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০২২। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  9. হামামা, ফাতিন (১৬ অক্টোবর ২০২২)। "'Moshari': A chilling narrative on the reality of women"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  10. আকবর, প্রতীক (১৬ অক্টোবর ২০২২)। "নুহাশের 'মশারি' থ্রিলের সঙ্গে ভাবনাও দেবে"নিউজবাংলা২৪.কম। ১৬ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  11. কোটজাথানাসিস, প্যানোস (২৪ জুলাই ২০২২)। "Fantasia Short Film Review: Moshari (2022) by Nuhash Humayun"এশিয়ানমুভিপালস.কম (ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  12. বিন আইয়ুব, সিফাত (২৫ অক্টোবর ২০২২)। "Moshari: A layered horror short subtly questioning certain norms of society"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  13. খন্দকার, টি. অমিয় (২৩ নভেম্বর ২০২২)। "Moshari Film Review: The Beginning of a New Era"আইস টুডে (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  14. "Nuhash's 'Moshari' wins Atlanta Film Fest Jury Award"বিজনেসপোস্টবিডি.কম (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০২২। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩ 
  15. "'Moshari' wins Jury's Choice award at Bucheon International Film Festival"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০২২। ২১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  16. মরফুট, অ্যাডি (২ অক্টোবর ২০২২)। "'Last Flight Home,' 'As Far as They Can Run' Take Top Nonfiction Honors at Woodstock Film Festival 2022"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]