বিষয়বস্তুতে চলুন

মলয় পর্বত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মলয় পর্বতমালা হলো বর্তমান কেরালায় পর্বতের একটি শ্রেণী যা হিন্দু ধর্মগ্রন্থ যেমন মৎস্য পুরাণ, কূর্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, [] এবং মহাকাব্য রামায়ণমহাভারতে উল্লেখ করা হয়েছে।[] []

বিষ্ণু পুরাণ এটিকে ভারতবর্ষের সাতটি প্রধান পর্বতের শৃঙ্খলের মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছে। পর্বতগুলি হচ্ছে মহেন্দ্র, মলয়, সহ্য, শুক্তিমত, ঋক্ষ, বিন্ধ্য এবং পরিপাত্র । [] মৎস্য পুরাণ অনুসারে, মহাপ্লাবনের সময় মলয় পর্বতের চূড়ায় প্রলয়ের পরে রাজা মনুর দৈত্যাকার নৌকাটি আটকে গিয়েছিল। []

এই পর্বতগুলি আধুনিক কেরালার পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম অংশ ( ম্যাঙ্গালোর অঞ্চল থেকে শুরু করে) তৈরি করেছে বলে মনে করা হয়। এর উত্তরের অংশটিকে বলা হয় সহ্য পর্বতমালা । এই মলয় পর্বতমালার চূড়াগুলিকে সহ্য পর্বতের তুলনায় উচ্চতর বলা হয়। সঙ্গম সাহিত্যে এই পর্বতমালাকে বলা হয় পোথিগাই।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Vishnu Purana: Book II: Chapter III"। পৃষ্ঠা 174। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৬ 
  2. D.C. Sircar (১ জানুয়ারি ১৯৯০)। Studies in the Geography of Ancient and Medieval India। Motilal Banarsidass। পৃষ্ঠা 243–। আইএসবিএন 978-81-208-0690-0 
  3. Diana L Eck (২০১২)। India: A Sacred Geography। Crown Publishing Group। পৃষ্ঠা 125–। আইএসবিএন 978-0-385-53191-7 
  4. "The Matsya Purana" (পিডিএফ)। ২৬ মার্চ ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৪