বিষয়বস্তুতে চলুন

মলটভ ককটেইল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রজ্বলিত মোলোটভ ককটেল নিক্ষেপের জন্য প্রস্তুত।
১৯৩৯-১৯৪০ শীতকালীন যুদ্ধে একটি মোলোটোভ ককটেল সহ একটি ফিনিশ সৈনিক
মলটভ ককটেইল

মলটভ ককটেইল (ইংরেজিঃ Molotov cocktail) যা পেট্রল বোমা, আগ্নেয় বোমা, গরীবের গ্রেনেড বা শুধু মলটভ নামেও পরিচিত। এ জাতীয় বোমা বিভিন্ন ধরনের কাচের বোতল ও তরল দাহ্য পদার্থ ব্যবহার করে তৈরি করা হয়। সহজ প্রস্তুত প্রণালী ও তাৎক্ষনিক ভাবে তৈরি করা যায় বিধায় বিক্ষোভকারী এবং অপেশাদার গেরিলা যোদ্ধাদের মাঝে এই জাতীয় বোমার ব্যবহার বেশি দেখা যায়। মূলত লক্ষ্যবস্তুকে ধ্বংস করে ফেলার চাইতে দ্রুত তাতে আগুন ধরিয়ে দেয়ার উদ্যেশ্যেই মলটভ ককটেইল ব্যবহার করা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

মলটভ ককটেইল নামটির প্রচলন ঘটে ফিন্সদের দ্বারা সংগঠিত শীতকালীন যুদ্ধের সময়।[] সোভিয়েত পররাষ্ট্র মন্ত্রী ভিয়াচেস্লাভ মলটভকে ব্যাঙ্গ করে এই বোমার নামকরণ করা হয়। ১৯৩৯ সালের আগস্ট মাসে, মলটভ ফিনল্যান্ডকে তৎকালীন নাৎসি জার্মানিসোভিয়েত ইউনিয়নের মধ্যে মলটভ-রিবেনট্রপ চুক্তির মাধ্যমে ভাগ করে নেয়ার উদ্যোগ গ্রহণ করেন। চুক্তিতে ১৯৩৯ সালের নভেম্বরে মাসে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ফিনল্যান্ড আক্রমণ করার অভিপ্রায় ব্যাক্ত করা হয়।

নামটির উৎপত্তি ঘটেছে শীতকালীন যুদ্ধের সময় মোলোতোভের প্রচারিত প্রচার থেকে, যেখানে তিনি সোভিয়েত রাষ্ট্রীয় রেডিওতে তার ঘোষণাতে বলেন যে ফিনল্যান্ডের উপর বোমা বর্ষণ মিশনগুলি আসলে তাদের ক্ষুধার্ত প্রতিবেশীদের জন্য বায়ুবাহিত মানবিক খাদ্য সরবরাহ ছিল।[] ফলস্বরূপ, ফিনরা ব্যঙ্গাত্মকভাবে সোভিয়েত ক্লাস্টার বোমাগুলিকে "মোলোতোভ রুটির ঝুড়ি" বলে অভিহিত করেছিল মোলোটোভের প্রচার সম্প্রচারের উত্তর ছিল।[] যখন হাতে ধরা বোতলের ফায়ারবোমটি সোভিয়েত ট্যাংকগুলিকে আক্রমণ এবং ধ্বংস করার জন্য বিকশিত হয়েছিল, তখন ফিনরা এটিকে "মোলোটোভ ককটেল" বলে অভিহিত করেছিল, "তার খাবারের পার্সেলগুলির সাথে যাওয়ার জন্য একটি পানীয়"।[]

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]

মলটভ ককটেইল তৈরিতে ভঙ্গুর কাচের বোতল ব্যবহার করা হয়। বোতল পূর্ণ করা হয় গ্যাসোলিন, পেট্রোল কিংবা নাপামের মত তরল জ্বালানীর সাথে খানিকটা মোটর তেলের মিশ্রণ ঘটিয়ে প্রস্তুতকৃত একধরনের ত্বরিত দাহ্য তরল পদার্থ দিয়ে। বোতলের ছিপির স্থানে একটি অগ্নিদাহ্য পলিতা ব্যবহার করা হয়। ব্যবহারের পূর্বে পলিতাটিকে এলকোহল অথবা প্যারাফিন জাতীয় তরল দিয়ে ভিজিয়ে নেয়া হয়। ব্যবহারের সময় পলিতায় অগ্নি সংযোগ করে বোতলটিকে লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করা হয়। লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বোতলটি ভেঙ্গে যাওয়ার সাথে সাথে বোতলে থাকা দাহ্য তরলের ছিটকে পড়া ফোঁটায় ও উৎক্ষিপ্ত বাষ্পে অগ্নি স্ফুলিঙ্গের সৃষ্টি হয় ও স্ফুলিঙ্গ থেকে চারদিকে ছড়িয়ে পড়া অবশিষ্ট তরল জ্বালানীতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Molotov cocktail"। ৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৩ 
  2. Casselman, Bill (২০১৭)। Word stash। [Dunnville, Ontario]। আইএসবিএন 1-4907-8494-2ওসিএলসি 1007046570 
  3. Langdon-Davies, John (June 1940). "The Lessons of Finland". Picture Post.
  4. Lloyd, John (২০১০)। The book of general ignorance 2 : don't you know anything?। John Mitchinson। London: Faber। পৃষ্ঠা ৭৬। আইএসবিএন 978-0-571-26965-5ওসিএলসি 645701444