ময়নামতি (বাংলা চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়নামতি চলচ্চিত্রের পোস্টার

ময়নামতি ১৬ মে, ১৯৬৯ সালে (০২ জ্যৈষ্ঠ, ১৩৭৬ বঙ্গাব্দে) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পূর্বকালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এটির চিত্রনাট্যেপরিচালনা করেছেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক, প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক কাজী জহির[১]। কাহিনী ও সংলাপ লিখেছেন বাংলাদেশি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক

প্রযোজনা করেছেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রযোজক চিত্রা সিনহা। সম্পাদনা করেছেন চলচ্চিত্র সম্পাদক এবং পরিচালক বশীর হোসেন। "ময়নামতি"[২] সিনেমাতে প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন- বাংলাদেশি অভিনেতা নায়করাজ রাজ্জাক ও অভিনেত্রী সারাহ বেগম কবরী । অতিথি শিল্পী ছিলেন- বাংলাদেশি অভিনেতা আনোয়ার হোসেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন- সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, জাভেদ রহিম, চিও চৌধুরী, সাইফুদ্দিন, খান জয়নুল, আব্দুল জলিল, সবিতা, রহিমা খালা, জরিনা, ওয়াহিদা, রওশন আরা সহ আরও অনেক।[৩]

"ময়নামতি" সিনেমার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রাপ্ত সনদপত্র

সংগীত[সম্পাদনা]

সংগীত পরিচালনা করেন- বশীর আহমেদ । গীতিকার ছিলেন- সৈয়দ শামসুল হক এবং গাজী মজহারুল আনোয়ার। কণ্ঠশিল্পী- সাবিনা ইয়াসমিন, মঞ্জুশ্রী রায় এবং আনোয়ার উদ্দিন খান[৪]

গানের তালিকা[সম্পাদনা]

  • হরিণ হরিণ নয়ন কেন ছলো ছলো[৫]
  • ফুলের মালা পড়িয়ে দিলে [৬]
  • ডেকোনা আমারে তুমি কাছে ডেকোনা[৭]
  • ওগো বলো মনে কি যে দোলা[৮]
  • অনেক সাধের ময়না আমার[৯]

আরও তথ্য[সম্পাদনা]

চলচ্চিত্রের সময়কাল- ১৪৪ মিনিট (২ ঘণ্টা ২৪ মিনিট)। এটি একটি সাদা কালো (৩৫ এম এম ভার্শন) রোমান্টিক, নাট্য বাংলা সিনেমা । চলচ্চিত্রের ভাষা- বাংলাউর্দু । প্রযোজনা কোম্পানি- চিত্রা ফিল্মস। চলচ্চিত্রের বিতরণকারী- চিত্রা ফিল্মস (১৯৬৯, থিয়েটার) ও চ্যানেল আই[১০] (২০১৮, বাংলাদেশ টেলিভিশন)।[১১] অন্যান্য সংস্থা- রূপায়ণ পাবলিসিটি।

ছায়া অবলম্বনে নির্মাণ[সম্পাদনা]

ময়নামতি চলচ্চিত্রের ছায়া অবলম্বনে পরিচালক জাকির হোসেন রাজু ২০১৪ সালে নির্মাণ করেন চলচ্চিত্র অনেক সাধের ময়না। বাপ্পি - মাহি জুটির এই চলচ্চিত্রটি ৭ নভেম্বর ২০১৪ মুক্তি পায়।[১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. akr4m। "চলচ্চিত্রকার কাজী জহিরের প্রয়াণ দিবস আজ"dbcnews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫ 
  2. "Moina Moti"। Kabori Sarwar, Abdur Razzak, Sirajul Islam, Inam Ahmed। ১৯৬৯-০৫-১৬। 
  3. "ময়নামতি (Moinamoti) - বাংলা মুভি ডেটাবেজ | Bangla Movie Database"বাংলা মুভি ডেটাবেজ। ২০২১-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫ 
  4. "Moina Moti (1969) - IMDb" 
  5. "হরিণ হরিণ নয়ন কেন ছলো ছলো | Horin Horin Noyon Keno | Moynamoti | Rajjak | Kabori | Channel i TV" 
  6. "Fuler Mala Poriye Dile | ফুলের মালা পড়িয়ে দিলে | Moynamoti | Rajjak | Kabori | Channel i TV" 
  7. "DEKONA AMAY TUMI KACHEY DEKONA Moynamoti Movie" 
  8. "Ogo Bolo Mone Ki Je Dola Eshe Lage, Sabina Yasmin, Film - Moyna Moti (ময়না মতি) 1969" 
  9. "26. Onek Sadher Moyna - Bashir Ahmed" 
  10. আলো, আনন্দ (২০১৮-০৮-১৮)। "৫০ বছর পর চ্যানেল আইতে ময়নামতি"আনন্দ আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "Moina Moti (1969) - IMDb" 
  12. অনেক সাধের ময়না'র বিশেষ প্রদর্শনীতে রাজ্জাক-কবরী, প্রথম আলো, ১০ নভেম্বর ২০১৪