মন মোহন সিং রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেঃ জেনারেল

মন মোহন সিং রায়

পিভিএসএম, এভিএসএম, ভিএসএম
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৭৬-২০১৬
পদমর্যাদা লেঃ জেনারেল
সার্ভিস নম্বরIC-34003
ইউনিটবোম্বে স্যাপার্স
নেতৃত্বসমূহ পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড
১২ কোর
পুরস্কার পরম বিশিষ্ট সেবা পদক
অতি বিশিষ্ট সেবা পদক
বিশিষ্ট সেবা পদক

মন মোহন সিং রায় ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল এবং সাবেক উপ সেনা প্রধান। তিনি জেনারেল ফিলিপ ক্যাম্পোজের জায়গায় উপ সেনা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন এবং মন মোহন ২০১৬ সালে অবসরে গেলে জেনারেল বিপিন রাওয়াত উপ সেনা প্রধান (পরে সেনাপ্রধান) হন।[১][২][৩][৪][৫]

পূর্ব জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

পুনের জাতীয় প্রতিরক্ষা বিত্যায়তন থেকে মন মোহন মৌলিক সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বোম্বে স্যাপার্স (ইঞ্জিনিয়ার্স কোর)-এ ১৯৭৬ সালে কমিশন লাভ করেছিলেন। স্টাফ কোর্স এবং এনডিসি কোর্স তিনি ভারতেই করেছিলেন।

সামরিক জীবন[সম্পাদনা]

১৯৭৬ সালের ১৫ই ডিসেম্বর সেনা জীবন শুরু হয় মন মোহনের ২য় লেফটেন্যান্ট পদবীতে। সাঁজোয়া ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের অধিনায়কত্ব, মাউন্টেন ব্রিগেডের অধিনায়কত্ব, একটি কোরের অধিনায়কত্ব করা মন মোহন জীবনের অধিকাংশ সময়েই সেনা সদরে বিভিন্ন দায়িত্ব পেয়েছিলেন, তিনি কোনো ডিভিশনের নেতৃত্ব দেননি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Army vice-chief Lt Gen MMS Rai retires"। ২০১৬-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Lt Gen MMS Rai takes over as Army's new vice chief of staff"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৮-০১। ২০১৭-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৩ 
  3. India, Press Trust of (২০১৬-০৮-৩১)। "Army vice chief Lt Gen MMS Rai retires"Business Standard India। ২০১৬-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৩ 
  4. "Army gets 3 top commanders, MMS Rai is vice-chief - Times of India"The Times of India। ২০১৫-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৩ 
  5. "Press Information Bureau"। ২০১৬-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৩