মনিরুজ্জামান (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিরুজ্জামান
উপাচার্য
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ ফেব্রুয়ারি ২০২৩
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

মনিরুজ্জামান একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক। বর্তমানের তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ইংরেজি বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]


অধ্যাপক ড. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে তার পিএইচডি গবেষণা করেন।

কর্মজীবন[সম্পাদনা]

মনিরুজ্জামান যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় ও ওরেগন বিশ্বিবদ্যালয়ে ই-টিচার হিসেবে শিক্ষকতা করেন।

তিনি ১৯৯০ থেকে ২০০৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত কুষ্টিায়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এসময় তিনি হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও প্রেস প্রশাসকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।[৩] ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ২০১০ থেকে ২০১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিজনেস ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৪]

মনিরুজ্জামান ২০২৩ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি জবি অধ্যাপক মনিরুজ্জামান"আমাদের সময়। ৮ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য হলেন জবি অধ্যাপক"ক্যাম্পাস টাইমস। ৮ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য হলেন জবি অধ্যাপক"দ্য ডেইলি ক্যাম্পাস। ৮ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ ফেব্রুয়ারি ২০২৩। ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "স্টামফোর্ডে উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মনিরুজ্জামান"স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩