বিষয়বস্তুতে চলুন

মধ্যপাড়া ইউনিয়ন, কালিয়াকৈর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধ্যপাড়া ইউনিয়ন
ইউনিয়ন
৯ নং মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাকালিয়াকৈর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
গ্রামের সংখ্যা৪০টি
সরকার
 • চেয়ারম্যানবীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম
জনসংখ্যা
 • মোট৩৮,৮৩৬জন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মধ্যপাড়া ইউনিয়ন বাংলাদেশের,ঢাকা বিভাগের,গাজীপুর জেলার,কালিয়াকৈর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি জেলা পরিষদ থেকে ৩০ কিলোমিটার ও উপজেলা পরিষদ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। মধ্যপাড়া ইউনিয়ন কালিয়াকৈর উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কালিয়াকৈর থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ১৯৪নং নির্বাচনী এলাকা গাজীপুর-১ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত। এই ইউনিয়নে মোট ৯টি ওয়ার্ড এবং ৪০টি গ্রাম রয়েছ।এই ইউনিয়ন এর অর্থনীতি শুরুতে কৃষি নির্ভর ছিলো। এখন উন্নয়ন এর পালাবদলে খুব দ্রুত শিল্পাঞ্চলে পরিনত হচ্ছে। এখন এই ইউনিয়ন এর মানুষ কৃষির পাশাপাশি বিভিন্ন ব্যবসা,চাকরি,এবং বৈদেশিক উপার্জনও শুরু করেছে। গরে উঠেছে বেশকিছু গার্মেন্টস কারখানা।[]

আয়তন

[সম্পাদনা]

জনসংখ্যা

[সম্পাদনা]

এই ইউনিয়ন এ প্রায় ৩৮,৮৩৬ জন মানুষ বসবাস করে।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

মধ্যপাড়া ইউনিয়ন বাংলাদেশের,ঢাকা বিভাগের,গাজীপুর জেলার,কালিয়াকৈর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি জেলা পরিষদ থেকে ৩০ কিলোমিটার ও উপজেলা পরিষদ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এই ইউনিয়নের উত্তর-পশ্চিম দিক থেকে শুরু করে পূর্ব অংশ হয়ে দক্ষিণ দিক পর্যন্ত তুরাগ নদী বয়ে গেছে।

এছাড়া উত্তরে বোয়ালি ইউনিয়ন, দক্ষিণ ও পশ্চিমে মৌচাক ইউনিয়ন, পূর্বে ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা রয়েছে।

বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ

[সম্পাদনা]

৯ নং মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ১৯৭৩ খ্রি: হতে অদ্যাবধি পর্যন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গনের নামের তালিকা নিচে দেওয়া হলো :

ক্রমিক নং চেয়ারম্যানগনের নাম সময়কাল
জনাব আলহাজ্ব ডা: নূরুল হক ১৯৭৩
জনাব আ: রহমান সরকার ১৯৭৭
জনাব আ: রহমান সরকার ১৯৮৩
জনাব সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ১৯৮৮
জনাব মো: নাছিম কবির ১৯৯৩
জনাব সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ১৯৯৮
জনাব এস এম সিরাজুল হক (স্বপন) ২০০৩ হতে ২০১১
জনাব মো: নাছিম কবির ০১-০৮-২০১১ হতে ২৯-১০-২০২১
জনাব সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ০২-০৮-২০২২ হতে বর্তমান

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

মধ্যপাড়া ইউনিয়ন কালিয়াকৈর উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কালিয়াকৈর থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ১৯৪নং নির্বাচনী এলাকা গাজীপুর-১ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত। এই ইউনিয়নে মোট ৯টি ওয়ার্ড এবং ৪০টি গ্রাম রয়েছ।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড ১.অলিয়ারচালা ২.গোবিন্দপুর ৩.টানেরচালা   ৪.চতলসোলাহাটি
২নং ওয়ার্ড ৫.সোলাহাটি ৬.হাটুরিয়াচালা
৩নং ওয়ার্ড ৭.আমদাইর ৮.কামারচালা ৯.ঝেনজিচালা   ১০.নৈচালা(বাগানবাড়ি) ১১.বড়চালা ১২.মধ্যপাড়া ১৩.রায়েরচালা ১৪.লস্করচালা ১৫.সেনচালা
৪নং ওয়ার্ড ১৬.কাঠালতলী ১৭.গলাচিপা ১৮.বেড়িচালা ১৯.বাহারিয়াচালা ২০.শৈলাখালী ২১.সাজাবর
৫নং ওয়ার্ড ২২.কুশলনাথ ২৩.কুয়ারচালা ২৪.ঠেংগারবান্দ ২৫.বাশতলী
৬নং ওয়ার্ড ২৬.জামালপুর ২৭.দূর্গাপুর ২৮.দুয়ানীচালা ২৯.পলাশতলী ৩০.পূর্ববড়চালা ৩১.ফকিরচালা
৭নং ওয়ার্ড ৩২.জালুয়াভিটি ৩৩.পুর্বচানপুর ৩৪.সাকাশ্বর
৮নং ওয়ার্ড ৩৫.আকুলীচালা ৩৬.ঠাকুরপাড়া ৩৭.নাগচালা ৩৮.মুরাদপুর ৩৯.হাওরিয়াচালা
৯নং ওয়ার্ড ৪০.বেগমপুর

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

মধ্যপাড়া ইউনিয়ন এর অধিকাংশ মানুষই শিক্ষিত।এই ইউনিয়নে ১টি সরকারি কলেজ,উচ্চবিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসা সহ আছে বেশকিছু সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান,এদের মধ্যে উল্লেখযোগ্য হলো :-

নাম ধরন অবস্থান
লস্করচালা কলেজ কলেজ লস্করচালা গ্রাম
সাকাশ্বর হরকুমারী উচ্চ বিদ্যালয় উচ্চবিদ্যালয় সাকাশ্বর গ্রাম
আকুলিচালা উচ্চ বিদ্যালয়

উচ্চ বিদ্যালয়

আকুলিচালা গ্রাম


মুরাদপুর প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

মুরাদপুর গ্রাম

যোগাযোগ ব্যাবস্থা

[সম্পাদনা]

এই ইউনিয়ন এর প্রধান দুটি সড়ক হলো - মৌচাক-ফুলবাড়িয়া রাস্তা, আর একটি কালিয়াকৈর-কাপাসিয়া রাস্তা।

এই দুটি রাস্তাই মধ্যপাড়া ইউনিয়ন এর মাঝ বরাবর উপর দিয়ে চলে গেছে। এ ছারা প্রতিটি ওয়ার্ড এবং গ্রামে আছে পাকা আধাপাকা সড়ক, যা প্রতিটি গ্রামকে ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত করেছে।

ইউনিয়ন এর প্রধান দুই রাস্তায় প্রায় সব ধরনের যানবাহনই চলাচল করে, আর গ্রামের ভিতরে ছোট রাস্তায় ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল করতে দেখা যায়।

অর্থনীতি

[সম্পাদনা]

এই ইউনিয়ন এর অর্থনীতি শুরুতে কৃষি নির্ভর ছিলো। এখন উন্নয়ন এর পালাবদলে খুব দ্রুত শিল্পাঞ্চলে পরিনত হচ্ছে। এখন এই ইউনিয়ন এর মানুষ কৃষির পাশাপাশি বিভিন্ন ব্যবসা,চাকরি,এবং বৈদেশিক উপার্জনও শুরু করেছে। গরে উঠেছে বেশকিছু গার্মেন্টস কারখানা। নিচে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হলো :-

নাম ধরন অবস্থান
এসেন্সিয়াল ক্লোথিং লিমিটেড ইউনিট ১ গার্মেন্টস হাওরিয়াচালা গ্রাম
এসেন্সিয়াল ক্লোথিং লিমিটেড ইউনিট ২ গার্মেন্টস নাগচালা গ্রাম
ক্যাপস ফ্যাশন লিমিটেড গার্মেন্টস হাওরিয়াচালা গ্রাম
জেড এস ফ্যাশন লিমিটেড গার্মেন্টস হাওরিয়াচালা গ্রাম
নরুল ইসলাম স্পিনিং মিলস লিমিটেড স্পিনিং মিলস মুরাদপুর গ্রাম
করতোয়া গ্রীন স্পিনিং মিলস লিমিটেড স্পিনিং মিলস
এগ্রো টেক ফুডস (বিডি) প্রাইভেট লিমিটেড হাওরিয়াচালা গ্রাম

খাল-বিল ও নদী

[সম্পাদনা]

এই ইউনিয়নে একটি নদী এবং কয়েকটি বিল রয়েছে। মাঝেমধ্যে এই নদীতে নৌকাবাইচ এর আয়োজন করা হয়।

ধরন নাম
নদী
বিল
  • মকশ বিল

হাট-বাজার

[সম্পাদনা]

মধ্যপাড়া ইউনিয়ন এ বেশকিছু সাপ্তাহিক হাট এবং বাজার রয়েছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো :-

ধরন নাম অবস্থান
সাপ্তাহিক হাট
  • জামালপুর হাট
  • সাকাশ্বর হাট
  • লস্করচালা হাট
মধ্যপাড়া ইউনিয়ন
বাজার
  • ফটিক মার্কেট বাজার 
  • সাকাশ্বর বাজার
  • ঠাকুরপাড়া বাজার
  • লস্করচালা বাজার
  • জামালপুর বাজার
  • রায়েরচালা বাজার
  • বারেক মার্কেট বাজার
মধ্যপাড়া ইউনিয়ন

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

মধ্যপাড়া ইউনিয়ন একটি ছবির মতো এলাকা। এই ইউনিয়নে নদী, বন এবং প্রাকৃতিক সৌন্দর্য ছারাও রয়েছে বেশকিছু দর্শনীয় স্থান,রিসোর্ট,এবং বিনোদন মূলক জায়গা। নিচে উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান এবং রিসোর্টের নাম দেওয়া হলো:-

নাম ধরন অবস্থান
মকশ বিল বিল
তুরাগ নদী নদী
গলাচিপার বন প্রাকৃতিক বন গলাচিপা গ্রাম
বসুন্ধরা মৌচাক প্রকল্প বসুন্ধরা গ্রুপের আবাসিক প্রকল্প নাগচালা গ্রাম
দি রয়েনা রিসোর্ট লিমিটেড রিসোর্ট হাওরিয়াচালা গ্রাম
নামির হলিডে রিসোর্ট রিসোর্ট আকুলিচালা গ্রাম
গুলবাগিচা রিসোর্ট রিসোর্ট
আউয়ালস্ শাহীনবাগ রিসোর্ট রিসোর্ট

উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব

[সম্পাদনা]

মধ্যপাড়া ইউনিয়ন এ অনেক কৃতি সন্তানের বসবাস, তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যাক্তিত্বের নাম উল্লেখ করা হলো :

নাম পরিচিতির কারণ ঠিকানা
শামসুল হক (১ মার্চ ১৯২৭ - ১৬ জুন ১৯৯৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন। তিনি এপ্রিল ১৯৭২ সাল থেকে মার্চ ১৯৭৩ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় মন্ত্রিসভার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ঠেংগারবান্দ গ্রাম, মধ্যপাড়া ইউনিয়ন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মধ্যপাড়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০