মধুসুদন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মধুসূদন (হিন্দুধর্ম) থেকে পুনর্নির্দেশিত)
মধু ও কৈতভকে বধ করা বিষ্ণুর ভাস্কর্য

মধুসুদন (সংস্কৃত: मधुसूदन) হল ভগবান বিষ্ণুর একটি নাম এবং বিষ্ণু সহস্রনামের ৭৩ তম নাম।[১]

বিষ্ণু সহস্রনামের আদি শঙ্করের ভাষ্য অনুসারে, মধুসুদন মানে অসুর মধুর বিনাশকারী।

সাহিত্য[সম্পাদনা]

মধুর মৃত্যু এবং উপাধিটির উৎপত্তি পদ্মপুরাণে বর্ণিত হয়েছে:[২]

তারপর মধু, অন্ধকারে আচ্ছন্ন, দ্রুত অদৃশ্য হয়ে গেল। তার ভ্রম দ্বারা তিনি বিষ্ণুর (দেহ) উপর একশটি পর্বত ফেলেছিলেন। তারপর যুদ্ধে, অন্ধকারে পেয়ে, তিনি পাহাড় কেটে ফেললেন, এবং ক্রুদ্ধ হয়ে তাঁর সুদর্শন দিয়ে তাঁর মাথা কেটে ফেললেন। তখন ব্রহ্মা ও শিবের মতো দেবতারা তাকে বিশ্বজগতে ‘মধুসূদন’ নামে পরিচিত করে তোলেন।

— পদ্মপুরাণ, প্রথম খণ্ড, অধ্যায় ৭২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Vishnu Sahasranamam ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-০১-১০ তারিখে
  2. www.wisdomlib.org (২০১৯-০৮-২৩)। "The Slaying of Madhu [Chapter 72]"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২১ 

উৎস[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]