মধুমতি রেল সেতু
অবয়ব
মধুমতি রেল সেতু | |
---|---|
স্থানাঙ্ক | ২৩°১২′২৬″ উত্তর ৮৯°৪১′৪৮″ পূর্ব / ২৩.২০৭১৩৫° উত্তর ৮৯.৬৯৬৭৮° পূর্ব |
বহন করে | ট্রেন |
অতিক্রম করে | মধুমতি নদী |
স্থান | ভাটিয়াপাড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ |
রক্ষণাবেক্ষক | বাংলাদেশ রেলওয়ে |
বৈশিষ্ট্য | |
মোট দৈর্ঘ্য | ১.২২১ কিলোমিটার (১,২২১ মিটার) |
রেল বৈশিষ্ট্য | |
রেলপথের সংখ্যা | ১ |
ইতিহাস | |
নির্মাণ শুরু | ২০১৯ |
নির্মাণ শেষ | ২০২৪ |
অবস্থান | |
![]() |
মধুমতি রেল সেতু গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মধুমতি নদীর উপরে নির্মিত একটি রেল সেতু। এটি বাংলাদেশের ৪র্থ বৃহত্তম রেল সেতু।[১]
বর্তমানে এই সেতু দিয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল করছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আবদুস ছালাম খান (২০২৩-১২-২৩)। "লোহাগড়ায় ঢাকা-যশোর রেলপথের মধুমতি রেলসেতু নির্মাণকাজ সমাপ্ত স্টেশন ভবন নির্মাণ ও রেললাইন বসানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২৫।
- ↑ বিপুল, নিজামুল হক। "ভাঙ্গা থেকে মাওয়া ট্রেন আগামী বছরেই"। দেশবিদেশে.কম। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০।