মথুরানাথ তর্কবাগীশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মথুরানাথ তর্কবাগীশ
জন্ম
পেশাপণ্ডিত
পরিচিতির কারণনৈয়ায়িক
পিতা-মাতাশ্রীরাম তর্কালঙ্কার (পিতা)

মথুরানাথ তর্কবাগীশ (আনু. ১৬শ শতকের মধ্যভাগ) হলেন একজন বাঙালি ন্যায়শাস্ত্র বিশারদ পণ্ডিত।[১] তিনি নব্যন্যায়ের প্রবর্তক গঙ্গেশোপাধ্যায়ের তত্ত্বচিন্তামণি গ্রন্থের মাথুরী-ভাষ্য রচনা করেন।[২]

জন্ম ও পারিবারিক পরিচিতি[সম্পাদনা]

মথুরানাথ আনু. ১৬শ শতকের মধ্যভাগে তৎকালীন নবদ্বীপে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা শ্রীরাম তর্কালঙ্কারও প্রখ্যাত নৈয়ায়িক ছিলেন যিনি অনুমানদীধিতির ওপর টীকা রচনা করেন এবং ‘জগদ্গুরু’ আখ্যা পান।।[২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি রামভদ্র সার্বভৌমের ছাত্র ছিলেন; প্রখ্যাত নৈয়ায়িক জগদীশ তর্কালঙ্কারও সেখানে তার সতীর্থ ছিলেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি নব্যন্যায় শাস্ত্রের একজন প্রখ্যাত বিশাদর হিসাবে বহুল পরিচিত ছিলেন; প্রখ্যাত নৈয়ায়িক হরিহর তর্কালঙ্কার তার ছাত্রদের মধ্যে অন্যতম।[৩]

রচনাবলী[সম্পাদনা]

গঙ্গেশোপাধ্যায়ের তত্ত্বচিন্তামণির ওপর তার রচিত মাথুরী টীকা অতি প্রসিদ্ধ এবং ন্যায়শাস্ত্রের অবশ্য পাঠ্য হিসেবে বিবেচিত হয়।[৩] তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • অনুমানদীধিতিমাথুরী,
  • গুণদীধিতিমাথুরী,
  • দ্রব্যকিরণাবলীটীকা,
  • গুণকিরণাবলীটীকা,
  • দ্রব্যপ্রকাশটীকা,
  • গুণপ্রকাশবিবৃতি,
  • সিদ্ধান্তরহস্য (মৌলিক গ্রন্থ)।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পুস্তকাকারে অপ্রকাশিত রচনা : জ্ঞান সম্বন্ধে দার্শনিক মত"। ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ, তথ্য ও প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  2. মৃণালকান্তি গঙ্গোপাধ্যায় এবং নির্মাল্যনারায়ণ চক্রবর্তী (জানুয়ারি ২০০৩)। "ন্যায়দর্শন চর্চা"। সিরাজুল ইসলামবাংলাপিডিয়াঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  3. সত্যনারায়ণ চক্রবর্তী (জানুয়ারি ২০০৩)। "মথুরানাথ তর্কবাগীশ"। সিরাজুল ইসলামবাংলাপিডিয়াঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]