বিষয়বস্তুতে চলুন

মণ্ডপে কৃষ্ণ ও রাধা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মণ্ডপে কৃষ্ণ ও রাধা
শিল্পীঅজানা শিল্পী
বছরপ্রায় ১৭৬০
ধরনকাগজে গাঢ় জলরঙ
আয়তন২৮ সেমি × ২০ সেমি (১১ ইঞ্চি × ৭.৯ ইঞ্চি)
অবস্থানজাতীয় সংগ্রহালয়, নয়াদিল্লি[]

মণ্ডপে কৃষ্ণ ও রাধা হলো ১৮ শতকের একটি রাজপুত চিত্রকর্ম, যেখানে হিন্দু দেবতা কৃষ্ণরাধাকে যৌন অন্তরঙ্গতায় লিপ্ত অবস্থায় চিত্রিত করা হয়েছে।[]

বর্ণনা

[সম্পাদনা]

এই চিত্রকর্মটি পাহাড়ি চিত্রশিল্পের একটি উদাহরণ, যা গার্ডনার’স আর্ট থ্রু দ্য এজেস–এ ব্যবহৃত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে:[]

 

"মণ্ডপে কৃষ্ণ ও রাধা" চিত্রকর্মে, প্রেমিক–প্রেমিকা একটি রত্নখচিত মণ্ডপে, পাকা আম ও ফুলে সজ্জিত গুল্মের এক শ্রীময় বাগানে বিছানায় বসে আছেন। কৃষ্ণ সরাসরি রাধার দিকে তাকিয়ে আছেন, আর রাধা লাজুকভাবে তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিয়েছেন। এটি রাত, মিলনের মুহূর্ত, এবং অন্ধকার মৌসুমি আকাশ হঠাৎই বজ্রপাতের ঝলকে আলোকিত হয়, যা মুহূর্তটির উদ্দীপনাময় আবেগের ইঙ্গিত বহন করে। রাজপুত ও পাহাড়ি ক্ষুদ্রচিত্রে বজ্রপাত আধ্যাত্মিক পরিতৃপ্তি ও উত্তেজনার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

শিল্প গবেষক স্টুয়ার্ট কেরি ওয়েলচ এটিকে "মুঘল প্রকৃতিবাদের সঙ্গে স্থানীয় ঐতিহ্য ও বৈষ্ণব কবিতার কোমল গীতিকাব্যের এক উৎকৃষ্ট সমন্বয়" হিসেবে বর্ণনা করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Stuart Cary Welch (১৯৮৫)। India; Art and Culture, 1300-1900Metropolitan Museum of Art। পৃষ্ঠা 403। আইএসবিএন 9780030061141 
  2. Madelynn Dickerson (২০১৩)। The Handy Art History Answer Book। Visible Ink Press। পৃষ্ঠা 156। আইএসবিএন 9781578594627 
  3. Fred S. Kleiner (২০১৫)। Gardner's Art Through the Ages: A Global HistoryCengage Learning। পৃষ্ঠা 1040। আইএসবিএন 9781305544840