মঙ্গল মহাদেব
অবয়ব
স্থানাঙ্ক | ৩°৫১′০৭″ উত্তর ৪৮°৫২′২০″ পূর্ব / ৩.৮৫২০৪৬৫° উত্তর ৪৮.৮৭২২৮৫১° পূর্ব |
---|---|
অবস্থান | সাভান্নি , মরিশাস |
উচ্চতা | ১০৮ ফুট (৩৩ মি) |
সম্পূর্ণতা তারিখ | ২০০৭ |
নিবেদিত | শিব |
মঙ্গল মহাদেব ৩৩ মি (১০৮ ফুট) মরিশাসের সাভান্নি জেলার গঙ্গা তালাও এর (গ্র্যান্ড ব্যাসিন) প্রবেশদ্বারে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে হিন্দু দেবতা শিবের লম্বা ভাস্কর্য। [১] এটা মরিশাসের সবচেয়ে লম্বা মূর্তি। শিবের একটি প্রতিরূপ মূর্তি আছে ভারতে গুজরাটের ভাদোদারায় সুরসাগর হ্রদে ।
উদ্বোধন
[সম্পাদনা]২০০৭ সালে মঙ্গল মহাদেব স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় এবং "স্থাপন" ২০০৮ সালের মহা শিবরাত্রিতে হয়। এটি মরিশাসে সবচেয়ে পবিত্র হিন্দু স্থান বলে মনে করা হয়। [২] শিব মন্দিরের চারপাশে দুর্গা , হনুমান , লক্ষ্মী ও গণেশ এবং গ্র্যান্ড বাসিনের তীরে মঙ্গল মহাদেব মূর্তি সহ অন্যান্য দেবদেবীদের নিবেদিত মন্দির রয়েছে। শিবরাত্রি চলাকালীন, মরিশাসের অনেক তীর্থযাত্রীরা তাদের বাড়ি থেকে হ্রদ পর্যন্ত পায়ে হেঁটে আসে এবং ভাস্কর্যের পায়ে প্রার্থনা করে।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Berlitz: Mauritius Pocket Guide। Berlitz Pocket Guides। APA। ২০১৬। পৃষ্ঠা 78। আইএসবিএন 978-1-78004-930-4। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ বার্ড এর চোখ ভিউ পুনরুদ্ধার 5 মে 2007
উইকিমিডিয়া কমন্সে মঙ্গল মহাদেব সংক্রান্ত মিডিয়া রয়েছে।