বিষয়বস্তুতে চলুন

মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাকুষ্টিয়া
অবস্থান
অবস্থানমঙ্গলবাড়ীয়া
পৌরসভাকুষ্টিয়া
দেশ বাংলাদেশ
মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ বাংলাদেশ-এ অবস্থিত
মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ
বাংলাদেশে মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদের অবস্থান
স্থানাঙ্ক২৩°৫৫′০১″ উত্তর ৮৯°০৬′৫৩″ পূর্ব / ২৩.৯১৬৯৭৫° উত্তর ৮৯.১১৪৮১৮° পূর্ব / 23.916975; 89.114818
স্থাপত্য
প্রতিষ্ঠাতা
  • কোকিলদ্দি ও
  • মহিম চৌকিদার
প্রতিষ্ঠার তারিখ১৮৫২; ১৭২ বছর আগে (1852)

মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ কুষ্টিয়া শহরের গড়াই নদীর তীরবর্তী মঙ্গলবাড়ীয়া বাঁধ সংলগ্নে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। একটি পুরাতন শিলালিপি অনুযায়ী ১৮৫২ সালে নির্মাণ করা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

মসজিদে পাওয়া একটি পুরাতন শিলালিপি অনুযায়ী মসজিদটির নির্মাণ সাল ১৮৫২।ক[›] প্রথমে কোকিলদ্দি ও মহিম চৌকিদার নামের দুইজন ব্যক্তি গড়াই নদীর তীরে খড় দিয়ে মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটি নদী ভাঙ্গনের কবলে পড়ে নদীতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে কাটি মন্ডল ও ফেরত আলী মন্ডল নামের দুইজন ব্যক্তি মসজিদের বর্তমান স্থানে নিয়ে আসেন। তারা মেঝেতে ইট, মাটির গাঁথুনি ও টিনের চালার ব্যবস্থা করেছিলেন। মসজিদের জমি দাতা ছিলেন ফেরত আলী মন্ডল। তিনি ১৯৪৩ সালের ২৪ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের মাধ্যমে জমিটি মসজিদ স্থায়ীকরণ ও পাকা করার জন্য দান করে দেন। বর্তমানে মসজিদের মোট জমির পরিমাণ ০.৩৩ একর (১,৩০০ বর্গমিটার)।[]

পাদটীকা

[সম্পাদনা]
  • ^ ক: কুষ্টিয়া পৌরসভা থেকে প্রকাশিত একটি স্মারকগ্রন্থে মসজিদের স্থাপিত সাল ১৮৫১ উল্লেখ করা হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ঢাকা: কন্ঠধ্বনি প্রকাশনী। পৃষ্ঠা ১১২, ১১৩। আইএসবিএন 978-984-94435-0-6 
  2. আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভাআইএসবিএন 978-984-34608-1-3। ২০২৪-০৯-১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৩