বিষয়বস্তুতে চলুন

মঙ্গলদৈ বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মঙ্গলদৈ
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৬৭ নং চিহ্নিত কেন্দ্রটি মঙ্গলদৈ
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৬৭ নং চিহ্নিত কেন্দ্রটি মঙ্গলদৈ
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগকেন্দ্রীয় আসাম
জেলাদরঙ্গ
কেন্দ্র নং.৬৭
লোকসভা কেন্দ্র৮. মঙ্গলদৈ
নির্বাচনী বছর২,৩৬,৯৮৫ (২০২১)

মঙ্গলদৈ বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি তপসিলি উপজাতি সদস্যের জন্য সংরক্ষিত।[][] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (নয় বার)।

ভোটার পরিসংখ্যান

[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,৩৬,৯৮৫ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,২০,০৫১ জন এবং নারী ভোটার ১,১৬,৯৩২ জন। এছাড়াও দুইজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। মঙ্গলদৈ বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৭৪।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ২,০০,৩০১ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০৩,২৭২ জন এবং নারী ভোটার ৯৭,০২৯ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৮৬,৭৮৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৫,৮৮৯ জন এবং নারী ভোটার ৯০,৯০০ জন।[]

বিধানসভার সদস্য

[সম্পাদনা]
নির্বাচন[] বিধায়ক দল সময়কাল
২০২১ বসন্ত দাস আইএনসি ২০২১-বর্তমান
২০১৬ গুরুজ্যোতি দাস বিজেপি ২০১৬-২০২১
২০১১ বসন্ত দাস আইএনসি ২০১১-১৬
২০০৬ হিরেন কুমার দাস অগপ ২০০৬-১১
২০০১ বসন্ত দাস আইএনসি ২০০১-০৬
১৯৯৬ হিরেন কুমার দাস অগপ ১৯৯৬-০১
১৯৯১ নকুলচন্দ্র দাস আইএনসি ১৯৯১-৯৬
১৯৮৫ নীলমণি দাস স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৮৩ কার্তিক সরকার আইএনসি ১৯৮৩-৮৫
১৯৭৮ অনিল দাস জেপি ১৯৭৮-৮৩
১৯৭২ সৈয়দা আনোয়ারা তৈমূর আইএনসি ১৯৭২-৭৮
১৯৬৭ মো. মাতলিবুদ্দিন স্বতন্ত্র ১৯৬৭-৭২
১৯৬২ দণ্ডীরাম দত্ত আইএনসি ১৯৫৭-৬৭
১৯৫৭
১৯৫১ পুরন্দর শর্মা ১৯৫১-৫৭

নির্বাচনী ফলাফল

[সম্পাদনা]

২০২১ ফলাফল

[সম্পাদনা]
আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : মঙ্গলদৈ[]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস বসন্ত দাস ১,১১,৩৮৬ ৫৪.৬৮% +২৫.৭৮
বিজেপি শচীন সাহু ৮৭,০৩২ ৪২.৭২% +১.৪১
এএসএমজেটিওয়াইপি গোকুল বড়ুয়া ২,৭৪৬ ১.৩৫% অপ্রযোজ্য
ভিপিআই গোকুল বড়ুয়া ৯৮০ ০.৪৮% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৫৬৭ ০.৭৭%
জয়ের ব্যবধান ২৪,৩৫৪ ১১.৯৬% -০.৪৫
ভোটার উপস্থিতি ২,০৩,৮১১ ৮৫.৭৩% -৩.১১
বিজেপি থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল

[সম্পাদনা]
আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : মঙ্গলদৈ
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি গুরুজ্যোতি দাস ৭৩,৪২৩ ৪১.৩১ +৩১.৯৮
কংগ্রেস বসন্ত দাস ৫১,৩৭৮ ২৮.৯০ -১৬.৪৬
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা হিরেন কুমার দাস ৪৮,৪১৭ ২৭.২৪ -১.৬৭
স্বতন্ত্র জিতেন্দ্র সরকার ৯৫৩ ০.৫৩ অপ্রযোজ্য
এলজেপি ভূপেন চন্দ্র দাস ৮৭৪ ০.৪৯ অপ্রযোজ্য
স্বতন্ত্র অর্জুন চন্দ্র দাস ৮৪১ ০.৪৭ অপ্রযোজ্য
স্বতন্ত্র জগদীশ চন্দ্র সরকার ৪৬৬ ০.২৬ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৩৮৪ ০.৭৭ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ২২,০৪৫ ১২.৪১ -৪.০৪
ভোটার উপস্থিতি ১,৭৭,৭৩৬ ৮৮.৮৪ +১০.৫৬
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং

২০১১ ফলাফল

[সম্পাদনা]
আসাম বিধানসভা নির্বাচন, ২০১১ : মঙ্গলদৈ
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস বসন্ত দাস ৬৫,৪৪০ ৪৫.৩৬
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা মহেন্দ্র দাস ৪১,৭১৭ ২৮.৯১
অগপ হিরেন কুমার দাস ২১,২১৫ ১৪.৭০
বিজেপি নৃপেন্দ্র মোহন দাস ১৩,৪৬০ ৯.৩৩
স্বতন্ত্র সুরমা দাস ২,৪৪৭ ১.৭০
সংখ্যাগরিষ্ঠতা ২৩,৭২৩ ১৬.৪৫
ভোটার উপস্থিতি ১,৪৪,২৭৯ ৭৮.২৮
অগপ থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Mangaldoi constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/mangaldoi-election-result-s03a067/
  4. "List of Wiining MLA's from Mangaldoi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।