মকবুল হোসেন (ঢাকা-৯ আসনের সাংসদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মকবুল হোসেন (ঢাকার রাজনীতিবিদ) থেকে পুনর্নির্দেশিত)
মকবুল হোসেন
ঢাকা-৯ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
জুন ১৯৯৬ – ২০০১
পূর্বসূরীখন্দকার মাহবুব উদ্দিন আহমাদ
উত্তরসূরীখন্দকার মাহবুব উদ্দিন আহমাদ
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৫০
বিক্রমপুর
মৃত্যু২৪ মে ২০২০(2020-05-24) (বয়স ৬৯–৭০)
সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীগোলাম ফাতেমা তাহেরা খানম
সন্তানআহসানুল ইসলাম টিটু, মাসুদুর রহমান, মুজিবুল ইসলাম, সায়মা সুলতানা তুলতুল
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
জগন্নাথ কলেজ
জীবিকাশিল্পপতি, আইনজীবী ও রাজনীতিবিদ

মকবুল হোসেন (আনু. ১৯৫০-২৪ মে ২০২০) শিল্পপতি, আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ঢাকা-৯ আসন থেকে জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

মকবুল হোসেন আনু. ১৯৫০ সালে বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ কলেজ থেকে লেখাপড়া এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এমএ এরপর এলএলবি ডিগ্রি অর্জন করেন।[৩]

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য। ১৯৬৬ সালে তিনি ছাত্রলীগের জগন্নাথ কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ ইন্সটিটিউট শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তিনি (তৎকালীন ঢাকা-৯ আসন) সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর নির্বাচনে অংশগ্রহণ করেননি।[৩][৪]

২০০৮ সালে, একটি বিশেষ জজ আদালত অবৈধ সম্পদ বানানো এবং সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে মকবুল হোসেনকে ১৩ বছরের কারাদন্ডে দণ্ডিত করে।[৫] তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তিনি শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ছাড়াও এ্যমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্সের মালিক।

পুরস্কার[সম্পাদনা]

  • শের ই বাংলা জাতীয় স্বর্ণপদক পুরস্কার
  • বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণপদক পুরস্কার
  • শহীদ সোরওয়ার্দী জাতীয় স্বর্ণপদক পুরস্কার
  • বিচারপতি আবু সাদাঁত স্বর্ণপদক পুরস্কার
  • শহীদ বদিউজ্জামান স্বর্ণপদক পুরস্কার
  • আমরা সূর্যমুখী স্বর্ণপদক পুরস্কার
  • বাংলাদেশ উন্নয়ন সংসদ স্বর্ণপদক পুরস্কার[৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মকবুল হোসেন গোলাম ফাতেমা তাহেরা খানমকে বিয়ে করেন। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। তার আরেক ছেলে মুজিবুল ইসলাম পান্না, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমান চেয়ারম্যান। তার একমাত্র মেয়ে সায়মা সুলতানা তুলতুল সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশের পরিচালক হিসেবে কর্মরত।

মৃত্যু[সম্পাদনা]

মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ মে ২০২০ সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধী মৃত্যুবরণ করেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "মকবুল হোসেন (ঢাকা)"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৯ 
  3. "আ'লীগের মনোনয়ন চান মকবুল হোসেন"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৯ 
  4. "আওয়ামী লীগে নানকের চ্যালেঞ্জ মকবুল"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৯ 
  5. "Former AL MP Mokbul jailed for 13 years"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮ 
  6. "Alhaj Mockbul Hossain"শমরিতা হাসপাতাল (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৩-২৬। ২০১৯-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮ 
  7. জ্যেষ্ঠ প্রতিবেদক (২৪ মে ২০২০)। "ঢাকার সাবেক এমপি মকবুলের করোনাভাইরাসে মৃত্যু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০