ভ্যাল কিলমার
ভ্যাল কিলমার | |
---|---|
ইংরেজি: Val Kilmer | |
![]() ২০০৫ কান চলচ্চিত্র উৎসবে কিলমার | |
জন্ম | ভ্যাল এডওয়ার্ড কিলমার ৩১ ডিসেম্বর ১৯৫৯ |
মৃত্যু | ১ এপ্রিল ২০২৫ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৫)
শিক্ষা | জুইলিয়ার্ড স্কুল (বিএফএ) |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮১–২০২২ |
দাম্পত্য সঙ্গী | জোঅ্যান হোয়েলি (বি. ১৯৮৮; বিচ্ছেদ. ১৯৯৬) |
সন্তান | ২, জ্যাক কিলমার-সহ |
ওয়েবসাইট | valkilmer |
ভ্যাল এডওয়ার্ড কিলমার (ইংরেজি: Val Edward Kilmer; ৩১ ডিসেম্বর ১৯৫৯ – ১ এপ্রিল ২০২৫)[১] একজন মার্কিন অভিনেতা ছিলেন। মঞ্চে অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করা কিলমার হাস্যরসাত্মক চলচ্চিত্র টপ সিক্রেট! (১৯৮৪) ও রিয়্যাল জিনিয়াস (১৯৮৫), সামরিক মারপিটধর্মী চলচ্চিত্র টপ গান (১৯৮৬) এবং কল্পনাধর্মী চলচ্চিত্র উইলো (১৯৮৮)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। কিলমার অলিভার স্টোনের দ্য ডোরস (১৯৯১) চলচ্চিত্রে জিম মরিসন চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। তিনি পশ্চিমা ধারার টুম্বস্টোন (১৯৯৩), অপরাধ নাট্যধর্মী ট্রু রোম্যান্স (১৯৯৩) ও হিট (১৯৯৫) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি জোয়েল শুমেকারের ব্যাটম্যান ফরেভার (১৯৯৫)- ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন এবং দ্য গৌস্ট অ্যান্ড দ্য ডার্কনেস (১৯৯৬), দ্য সেইন্ট (১৯৯৭), দ্য প্রিন্স অব ইজিপ্ট (১৯৯৮), আলেকজান্ডার (২০০৪), কিস কিস ব্যাং ব্যাং (২০০৫), ও দ্য স্নোম্যান (২০১৭) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ২০২২ সালে তিনি টপ গান: ম্যাভরিক চলচ্চিত্রে তার পূর্বে অভিনীত আইসম্যান চরিত্রে অভিনয় করেন।
তিনি ১৯৯০-এর দশকের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনয়শিল্পীদের একজন ছিলেন, তার অভিনীত চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী বক্স অফিসে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।[২] ১৯৯২ সালে সমালোচক রজার ইবার্ট লিখেন, "যদি তার প্রজন্মের সবচেয়ে অগীতকীর্তিত প্রধান তারকা পুরস্কার থাকত, তবে কিলমার সেটা পেতেন।[৩]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]ভ্যাল এডওয়ার্ড কিলমার ১৯৫৯ সালের ৩১শে ডিসেম্বর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জলেসে জন্মগ্রহণ করেন।[১] তার পিতা ইউজিন ডরিস কিলমার (১৯২১-১৯৯৩)[৪] এবং মাতা গ্ল্যাডিস সোয়ানেট (কুমারী নাম: একস্টাট; ১৯২৮-২০১৯)।[৫] কিলমার তার পিতামাতার তিন পুত্রের মধ্যে দ্বিতীয়। তার পিতার পূর্বপুরুষগণ আইরিশ, জার্মান ও চেরোকি বংশোদ্ভূত,[৬] এবং তার মাতা সুয়েডীয় বংশোদ্ভূত।[৭] ১৯৬৮ সালে তার যখন ৮ বছর বয়স, তখন তার পিতামাতার বিবাহবিচ্ছেদ ঘটে। ১৯৭০ সালে তার মাতা উইলিয়াম বার্নার্ড লিচকে বিয়ে করেন। কিলমার ক্রিশ্চিয়ান সায়েন্স ধর্মবিশ্বাসী। তার বড় ভাই ইয়ান রবার্ট গ্রিনফিল্ড (জন্ম ১৯৭৯)। তার ছোট ভাই ওয়েসলির (১৯৬১-১৯৭৭) মৃগীরোগ ছিল, তিনি ১৯৭৭ সালে ১৬ বছর বয়সে জাকুজিতে ডুবে মারা যান।[৮][৯]
কিলমার চ্যাটসওয়ার্থ হাই স্কুলে পড়াশোনা করেন, যেখানে সে সময়ে কেভিন স্পেসিও পড়াশোনা করতেন।[১] হাই স্কুলে তার প্রেমিকা ছিলেন মেয়ার উইনিংহাম।[১০] তিনি সেই সময়ে জুইলিয়ার্ড স্কুলের নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি, সেখানে তিনি গ্রুপ ১০-এর সদস্য ছিলেন।[১১]
কর্মজীবন
[সম্পাদনা]কিলমার হাস্যরসাত্মক গোয়েন্দা চলচ্চিত্র টপ সিক্রেট! (১৯৮৪)-এ প্রধান অভিনেতা হিসেবে কাজের সুযোগ পান। তিনি এতে একজন মার্কিন রক অ্যান্ড রোল তারকা চরিত্রে অভিনয় করেন। তিনি নিজে চলচ্চিত্রের সবগুলো গানে কণ্ঠ দেন এবং চলচ্চিত্রের চরিত্রের নাম "নিক রিভার্স" নামে অ্যালবাম প্রকাশ করেন।[১২] সাময়িক বিরতির পর তিনি রিয়্যাল জিনিয়াস (১৯৮৫) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি ডেভিড লিঞ্চের ব্লু ভেলভেট (১৯৮৬) চলচ্চিত্র ফিরিয়ে দেন এবং এরপর টম ক্রুজের সাথে সামরিক মারপিটধর্মী চলচ্চিত্র টপ গান (১৯৮৬)-এ টম "আইসম্যান" কাজান্স্কি চরিত্রে অভিনয়ের সুযোগ পান।[১৩] টপ গান চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৩৪৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে, যার ফলে কিলমার প্রধান তারকা হয়ে ওঠেন।[১৪] এরপর তিনি কল্পনাধর্মী চলচ্চিত্র উইলো (১৯৮৮)-এ ম্যাডমার্টিগ্যান চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রের সেটে তার ভবিষ্যৎ স্ত্রী জোঅ্যান হোয়েলির সাথে পরিচয় হয়।[১৫]
অলিভার স্টোন বেশ কয়েকবার সময় পিছানোর পর দ্য ডোর্স সঙ্গীতদলের গল্প অবলম্বনে একই নামের (১৯৯১) চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেন।[১৬] কিলমার অডিশনের পূর্বে জিম মরিসনের গাওয়া সকল গানের গীত মুখস্থ করেন এবং দ্য ডোরসের কয়েকটি গান পরিবেশন করার ভিডিও ধারণ করে পরিচালক স্টোনকে পাঠান।[১৭] স্টোন এই ভিডিও টেপ দেখে মুগ্ধ হননি, কিন্তু দ্য ডোরস-এর মূল প্রযোজক পল এ. রথচাইল্ড বলেন "আমি এতে নড়েচড়ে বসি" এবং স্টুডিওতে কিলমারের গান রেকর্ড করতে পরামর্শন দেন। কিলমারকে মরিসনের চরিত্রে বাছাই করার পর তিনি এই চরিত্রের প্রস্তুতি হিসেবে দ্য ডোরসের শ্রদ্ধাঞ্জলি কনসার্ট দেখতে যান এবং মরিসনের কবিতা পাঠ করেন।[১৮]
কিলমার এরপর রহস্য রোমাঞ্চকর থান্ডারহার্ট (১৯৯২) ও মারপিটধর্মী হাস্যরসাত্মক দ্য রিয়্যাল ম্যাকয় (১৯৯৩) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি টপ গান-এর পরিচালক টনি স্কটের পরিচালনায় অপরাধ নাট্যধর্মী ট্রু রোম্যান্স (১৯৯৩) চলচ্চিত্রে এলভিস প্রেসলি চরিত্রে অভিনয় করেন। একই বছর তিনি পশ্চিমা ধারার টুম্বস্টোন (১৯৯৩) চলচ্চিত্রে ডক হলিডে চরিত্রে অভিনয় করেন।[১৯] এই চলচ্চিত্রে ডক হলিডেকে ফ্রেদেরিক শোপাঁর নকচার্ন ইন ই মাইনর, ওপ. ৭২, নং ১ পরিবেশন করতে দেখা যায়, তবে কিলমার পিয়ানো বাজাননি এবং প্রস্তুতি হিসেবে একটি সুর অনুশীলন করেছিলেন।[২০] ১৯৯৫ সালে তিনি আল পাচিনো ও রবার্ট ডি নিরোর সাথে হিট চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। চলচ্চিত্রটিকে এখন ১৯৯০-এর দশকের অন্যতম সেরা অপরাধ/নাট্যধর্মী চলচ্চিত্র হিসেবে গণ্য হয়ে থাকে।[২১]
১৯৯৩ সালের ডিসেম্বর মাসে পরিচালক জোয়েল শুমেকার টুম্বস্টোন দেখেন এবং ডক হলিডে চরিত্রে কিলমারের অভিনয় দেখে মুগ্ধ হন। শুমেকার মনে করেন কিলমার ব্যাটম্যান চরিত্রের জন্য উপযুক্ত, যদিও তখনও চরিত্রটি মাইকেল কিটনের ছিল।[২২] ১৯৯৪ সালের জুলাই মাসে কিটন ১৯৯২ সালের ব্যাটম্যান রিটার্নস-এর পর তিনি তৃতীয় ব্যাটম্যান চলচ্চিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নেন।[২৩] শুমেকারের ফ্ল্যাটলাইনার্স চলচ্চিত্রে অভিনয় করা উইলিয়াম বল্ডউইন এই চরিত্রের শীর্ষ প্রার্থী ছিলেন, তবে কিটন তার সিদ্ধান্ত জানানোর পরপরই ব্যাটম্যান ফরেভার (১৯৯৫)-এ ব্যাটম্যান চরিত্রের জন্য কিলমারকে বাছাই করা হয়।[২৩] কিলমার এই চলচ্চিত্রের পরিচালক কে তা না জেনেই এবং পাণ্ডুলিপি না পড়েই চরিত্রটি গ্রহণ করেন।[২২]
১৯৯৫ সালের জুন মাসে মুক্তিপ্রাপ্ত ব্যাটম্যান ফরেভার চলচ্চিত্রটি সমালোচকদের নিকট থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করলেও[২৪] বক্স অফিসে সফল হয়।[২৫] কিলমারের অভিনয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়: কয়েকজন সমালোচক, যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস-এর জ্যানেট ম্যাসলিন কিলমারকে এই চরিত্রের জন্য কিটনের দুর্বল উত্তরসূরী বলে মনে করেন;[২৬] অন্যদিকে, রজার ইবার্ট কিলমারকে কিটনের "গ্রহণযোগ্য বিকল্প" বলে উল্লেখ করেন।[২৭] সিনেস্কেপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাটম্যানের সহ-রচয়িতা বব কেন বলেন সেই সময় পর্যন্ত ব্যাটম্যান চরিত্রে যে কয়জন অভিনয় করেছিলেন, তিনি মনে করেন কিলমার সেরা অভিনয় করেছেন।
তিনি দ্য গৌস্ট অ্যান্ড দ্য ডার্কনেস (১৯৯৬), দ্য সেইন্ট (১৯৯৭), দ্য প্রিন্স অব ইজিপ্ট (১৯৯৮), আলেকজান্ডার (২০০৪), কিস কিস ব্যাং ব্যাং (২০০৫), ও দ্য স্নোম্যান (২০১৭) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ২০২২ সালে তিনি টপ গান: ম্যাভরিক চলচ্চিত্রে তার পূর্বে অভিনীত আইসম্যান চরিত্রে অভিনয় করেন।[২৮]
মৃত্যু ও শ্রদ্ধাঞ্জলি
[সম্পাদনা]কিলমার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০২৫ সালের ১লা এপ্রিল ৬৫ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন।[২৯][৩০][৩১] রবার্ট ডি নিরো, মার্টিন কোভ, রন হাওয়ার্ড, নিকোলাস কেজ, শের, মাইকেল ডগলাস, জিম ক্যারি, বেন স্টিলার, জশ ব্রোলিন, জেনিফার কনেলি, মিশেল মোনাগ্যান, জেমস উড, ম্যাথু মডাইন, ও ডেভিড থিউলিস-সহ বিনোদন শিল্পের বিভিন্ন ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি জানান।[৩২][৩৩][৩৪][৩৫][৩৬]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৯১ | শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন | শ্রেষ্ঠ অভিনেতা | দ্য ডোরস | মনোনীত | [৩৭] |
এমটিভি মুভি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | মনোনীত | |||
১৯৯৩ | টুম্বস্টোন | মনোনীত | |||
সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ | মনোনীত | ||||
১৯৯৫ | ব্যাটম্যান ফরেভার / হিট | মনোনীত | |||
স্যাটার্ন পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | হিট | মনোনীত | ||
২০০৫ | কিস কিস ব্যাং ব্যাং | মনোনীত | |||
স্যাটেলাইট পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা, হাস্যরসাত্মক বা সঙ্গীতধর্মী | বিজয়ী | [৩৮] | ||
২০১১ | এমটিভি মুভি পুরস্কার | শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | ম্যাকগ্রুবার | মনোনীত | |
২০১২ | গ্র্যামি পুরস্কার | শ্রেষ্ঠ স্পোকেন ওয়ার্ড অ্যালবাম | দ্য মার্ক অব জরো | মনোনীত | [৩৯] |
২০২১ | ক্রিটিকস চয়েস ডকুমেন্টারি পুরস্কার | মোস্ট কমপেলিং ডকুমেন্টারি | ভ্যাল | বিজয়ী | [৪০] |
শ্রেষ্ঠ ধারাভাষ্যকার | বিজয়ী | [৪১] | |||
২০২২ | স্যাটেলাইট পুরস্কার | জনহিতৈষী পুরস্কার | বিজয়ী | [৪২] |
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- কিলমার, ভ্যাল (২০২০)। I'm Your Huckleberry: A Memoir। সিমন অ্যান্ড শুস্টার। আইএসবিএন 978-1-9821-4489-0।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Val Kilmer Biography: Film Actor (1959–)"। বায়োগ্রাফি.কম (এফওয়াইআই / এঅ্যান্ডই নেটওয়ার্কস)। মে ৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৫।
- ↑ "Val Kilmer - Box Office"। দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৫।
- ↑ ইবার্ট, রজার (৩ এপ্রিল ১৯৯২)। "Thunderheart"। শিকাগো সান-টাইমস। অক্টোবর ১২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৫।
- ↑ "Eugene D. Kilmer; Industrialist, Developer"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ৩০ এপ্রিল ১৯৯৩। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Obituary for Gladys Leach at Wickenburg Funeral Home & Crematory"। ফেব্রুয়ারি ২, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ লিথ, উইলিয়াম (মার্চ ২৬, ২০০৪)। "A solitary man"। দ্য ডেইলি টেলিগ্রাফ। লন্ডন। জানুয়ারি ১০, ২০২২ তারিখে মূল
থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Val Kilmer's Last Tango in Pecos"। জানুয়ারি ১০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ কেনেডি, ড্যানা (২১ এপ্রিল ২০০২)। "A Long-Lingering Grief That Serves a New Role"। দ্য নিউ ইয়র্ক টাইমস। পৃষ্ঠা ৫৪। মার্চ ৭, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ ব্রডেসার-অ্যাকনার, ট্যাফি (৬ মে ২০২০)। "What Happened to Val Kilmer? He's Just Starting to Figure It Out."। দ্য নিউ ইয়র্ক টাইমস। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "From 'Top Gun' to '10 Commandments,' Val Kilmer's New Book Details Highs and Lows"। ৩০ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ মার্ফি, জেফ্রি (ডিসেম্বর ২০০৫)। "Batman Returns to His Cave"। The Juilliard Journal। জুইলিয়ার্ড। সেপ্টেম্বর ২, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Legendary Actors And Actresses Revisited – Val Kilmer – Movies Talk"। মুভিজ টক। ১১ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Kilmer's Regret over Early Decisions"। কনটাক্ট মিউজিক। ২ নভেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Top Gun"। দ্য নাম্বারস। ডিসেম্বর ৪, ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Val Kilmer: A brilliant, underrated and unpredictable film star"। বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ রিওর্ডান, জেমস (সেপ্টেম্বর ১৯৯৬)। Stone: A Biography of Oliver Stone। নিউ ইয়র্ক: অরাম প্রেস। পৃষ্ঠা ৩১০–৩১৪। আইএসবিএন 1-85410-444-6।
- ↑ হল, কার্লা (৩ মার্চ ১৯৯১)। "Val Kilmer, Lighting the Fire"। ওয়াশিংটন পোস্ট। পৃষ্ঠা G1।
- ↑ "Val Kilmer"। Alexander-the-great.co.uk। এপ্রিল ২৬, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ কসম্যাটস, জর্জ পি. (২৫ ডিসেম্বর ১৯৯৩), Tombstone (Biography, Drama, History), Kurt Russell, Val Kilmer, Sam Elliott, Hollywood Pictures, Cinergi Pictures Entertainment, Alphaville Films, সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫
- ↑ হিড্যাশ, ক্যারা (৩১ ডিসেম্বর ২০২৩)। "Does Val Kilmer Really Play The Piano In Tombstone? Doc Holliday Scene Explained"। স্ক্রিনর্যান্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Heat (1995)"। রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ ক খ নাথান, ইয়ান (আগস্ট ১৯৯৫)। "Hold me, thrill me, kiss me, Kilmer"। এম্পায়ার। পৃষ্ঠা ১০৮–১১৭।
- ↑ ক খ গর্ডিনিয়ার, জেফ (১৫ জুলাই ১৯৯৪)। "Next at Batman"। এন্টারটেইনমেন্ট উইকলি। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Batman Forever (1995)"। রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Batman Forever"। দ্য নাম্বারস। মে ৮, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ ম্যাসলিন, জ্যানেট (১৬ জুন ১৯৯৫)। "FILM REVIEW: BATMAN FOREVER; New Challenges for the Caped Crusader"। দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক সিটি। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ ইবার্ট, রজার (১৬ জুন ১৯৯৫)। "Batman Forever"। শিকাগো সান-টাইমস। শিকাগো, ইলিয়ন। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫ – rogerebert.com-এর মাধ্যমে।
- ↑ "Val Kilmer set to make return in Top Gun: Maverick"। বিবিসি নিউজ। লন্ডন: বিবিসি। ৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ কেনেডি, মার্ক; ডাল্টন, অ্যান্ড্রু (২ এপ্রিল ২০২৫)। "Val Kilmer, 'Top Gun' and Batman star with an intense approach, dies at 65"। অ্যাসোসিয়েটেড প্রেস। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ ওয়েবার, ব্রুস (১ এপ্রিল ২০২৫)। "Val Kilmer, Film Star Who Played Batman and Jim Morrison, Dies at 65"
। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ ডান, জ্যাক; ট্যাংসি, জ্যাজ (২ এপ্রিল ২০২৫)। "Michael Mann, Francis Ford Coppola, Josh Brolin and More Remember Val Kilmer: 'A Brilliant Actor and a Good Man'"। ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ "Josh Brolin, Francis Ford Coppola and Michael Mann pay tribute to Val Kilmer after his death"। Associated Press। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ "Hollywood remembers 'wonderful' actor Val Kilmer"। BBC। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ "Val Kilmer's Top Gun Family Remembers the Actor After His Death: 'RIP to Our Forever Iceman'"। People.com।
- ↑ "Val Kilmer's 'Batman' co-star Jim Carrey remembers 'generational talent'"। USA Today। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ রবিনসন, কিমি। "Val Kilmer's co-stars Jim Carrey, Robert De Niro remember actor as a 'generational talent'"। ইউএসএ টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ "'Louise,' 'Fink' top local film nominations"। শিকাগো সান-টাইমস। ২৫ জানুয়ারি ১৯৯২। সেপ্টেম্বর ২১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "2005-B 10th Annual SATELLITE™ Awards – December 2005"। ইন্টারন্যাশনাল প্রেস একাডেমি। জুলাই ১৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০২১।
- ↑ "Val Kilmer"। রেকর্ডিং একাডেমি। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "Critics Choice Documentary Awards: 'Summer of Soul' and 'Ascension' Lead With 6 Nominations Each"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ "'Summer of Soul' Sweeps Critics Choice Documentary Awards"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
- ↑ জনসন, কুয়েন্ড্রিথ। "Val Kilmer and His Artistic Tapestry of a Lifetime Honored with the IPA's Humanitarian Award"। ইন্টারন্যাশনাল প্রেস একাডেমি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ভ্যাল কিলমার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ভ্যাল কিলমার (ইংরেজি)
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে ভ্যাল কিলমার (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ভ্যাল কিলমার (ইংরেজি)
- ১৯৫৯-এ জন্ম
- ২০২৫-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন স্মৃতিকথাকার
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- সুয়েডীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- মার্কিন শেকসপিয়ারীয় অভিনেতা
- লস অ্যাঞ্জেলেসের অভিনেতা
- ক্যালিফোর্নিয়ায় নিউমোনিয়ায় মৃত্যু