ভ্যানিটি ফেয়ার (ম্যাগাজিন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভ্যানিটি ফেয়ার
নভেম্বর ১৯২৪ এর প্রচ্ছদ
সম্পাদকগ্রেয়ডন কার্টার
বিভাগসংস্কৃতি
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
মোট কপিসংখ্যা
(জুন ২০১৩)
১,২০৫,২২৯[১]
প্রথম প্রকাশ১৯৮৩
কোম্পানিCondé Nast
দেশযুক্তরাষ্ট
ভাষাইংরেজি
ওয়েবসাইটwww.vanityfair.com
আইএসএসএন0733-8899

ভ্যানিটি ফেয়ার কোনডে নাস্ট দ্বারা প্রকাশিত জনপ্রিয় সংস্কৃতি, ফ্যাশন, এবং বিষয় নির্ভর ম্যাগাজিন। ভ্যানিটি ফেয়ারে বর্তমান সংস্করণ ১৯৮৩ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। ম্যাগাজিনটির বর্তমান সম্পাদক গ্রেডর কার্টার। ভ্যানিটি ফেয়ারের বর্তমানে চারটি আন্তর্জাতিক সংস্করণ ব্রিটেন, স্পেন, ফ্রান্স, এবং ইতালি থেকে প্রকাশিত হয়। ভ্যানিটি ফেয়ারের প্রথম ব্রিটিশ সংস্করণ ১৯৯১ সালে এবং ইতালীয় সংস্করণ ২০০৩ সালে প্রকাশিত হয়। ভ্যানিটি ফেয়ারের জার্মান সংস্করণ ৫০ মিলিয়ন ইউরো দিয়ে চালু করা হয় ২০০৭ সালে, যা যুক্তরাষ্ট্রের বাইরে কোনডে নাস্টের সবচেয়ে বড় বিনিয়োগ ছিল। ম্যাগাজিনের চাহিদা না থাকায় তা ২০০৯ সালে বন্ধ করে দেয়া হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Consumer Magazines"Alliance for Audited Media। ২৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১৪