ভেন্টা (নদী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভেন্টা
কুলদিগাতে ভেন্টা নদী।
দেশলাতভিয়া (67%), লিথুনিয়া (33%)
অববাহিকার বৈশিষ্ট্য
মূল উৎসউজভেন্টিস, লিথুয়ানিয়া
মোহনাBaltic Sea at Ventspils, Latvia.
অববাহিকার আকার১১,৮০০ কিমি (৪,৬০০ মা)
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য৩৪৬ কিমি (২১৫ মা) (১৭৮ কিমি অথবা ১১১ মা in Latvia)
নিষ্কাশন
  • গড় হার:
    ৪৪ মি/সে (১,৬০০ ঘনফুট/সে)

ভেন্টা (লাটভিয়ান উচ্চারণটেমপ্লেট:IPA-lv , লিথুয়ানিয়ান[venˈta] (শুনুনi) </img> , জার্মান: Windau , পোলীয়: Windawa , Livonian Vǟnta joug ) উত্তর-পশ্চিম লিথুয়ানিয়া এবং পশ্চিম লাটভিয়ার একটি নদী । এর উৎপত্তিস্থল লিথুয়ানিয়ান শিয়াউলিয়াই কাউন্টির Kuršėnai- এর কাছে। এটি লাটভিয়ার ভেন্টসপিলে বাল্টিক সাগরে গিয়ে পড়েছে।[১]

ভেন্টা নদীর অববাহিকায় লিথুয়ানিয়ার ভূখণ্ডে যে শহরগুলি রয়েছে তা হল Užventis, Kuršėnai, Venta, Viekšniai এবং Mažeikiai . লাটভিয়ায় কুলদিগা, পিলটেন এবং ভেন্টসপিল শহরগুলি ভেন্টা নদীর উপর অবস্থিত।

ইউরোপের সবচেয়ে প্রশস্ত জলপ্রপাত ভেন্টা র‌্যাপিড জলপ্রপাত এই নদীর উপরই অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Venta River"Mapcarta (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮