ভেদাঘাট
ভেদাঘাট | |
---|---|
শহর | |
মধ্য প্রদেশ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০৭′৫৫″ উত্তর ৭৯°৪৮′০৪″ পূর্ব / ২৩.১৩২° উত্তর ৭৯.৮০১° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | মধ্য প্রদেশ |
জেলা | জবলপুর |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১,৮৪০ |
ভাষা | |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ভেদাঘাট (ইংরেজি: Bhedaghat) ভারতের মধ্য প্রদেশ রাজ্যের জবলপুর জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর।
তাৎপর্য[সম্পাদনা]
জবলপুর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এই জায়গায় নর্মদা নদী একটি গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শ্বেতপাথরের উপর আছড়ে পড়ছে সজোরে। নদীর একদম কাছাকাছি পৌঁছে উপর থেকে দেখা যায় ধুঁয়াধর জলপ্রপাত। প্রায় ৩০ মিটার উঁচু থেকে পড়ছে জল। জলীয়বাষ্পে মাখামাখি চার পাশ।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ভেদাঘাট শহরের জনসংখ্যা হল ১৮৪০ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৬৩%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭১% এবং নারীদের মধ্যে এই হার ৫৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ভেদাঘাট এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৬% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Incredible Madhya Pradesh"। ২ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৮।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৭, ২০০৭।