ভুটানের জাতীয় সমাবেশ নির্বাচন, ২০১৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভুটানের জাতীয় সমাবেশ নির্বাচন, ২০১৮

← ২০১৩ ১৫ সেপ্টেম্বর ২০১৮ (প্রথম দফা)
১৮ অক্টোবর ২০১৮ (দ্বিতীয় দফা)
২০২৩ →

৪৭
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২৪টি আসন
ভোটের হার৭১.৪৬%
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা/নেত্রী লোটে শেরিং পেমা গিয়ামশো
দল ড্রুক নিয়ামরুপ শোগপা ড্রুক ফুয়েনসিউম শোগপা
নেতা হয়েছেন ১৪ মে ২০১৮ ৩ ডিসেম্বর ২০১৩
নেতার আসন দক্ষিণ থিম্পু ছোখোর টাং
গত নির্বাচন ১৭.০৪%% ৪৫.১২%
পূর্ববর্তী আসন ১৫
আসন লাভ ৩০ ১৭
আসন পরিবর্তন বৃদ্ধি৩০ বৃদ্ধি


নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

শেরিং তোবগে
পিপলস ডেমোক্রেটিক পার্টি (ভুটান)

নির্বাচনের পরে প্রধানমন্ত্রী

লোটে শেরিং
ড্রুক নিয়ামরুপ শোগপা (ডিএনটি)

২০১৮ সালে ভুটান জাতীয় সমাবেশের তৃতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নিয়মানুযায়ী ১৫ সেপ্টেম্বর প্রথম দফা এবং ১৮ অক্টোবর দ্বিতীয় দফা, মোট দুই ধাপে নির্বাচন সম্পন্ন হয়। প্রথম দফায় চারটি দল অংশগ্রহণ করে। সেখান থেকে ড্রুক নিয়ামরুপ শোগপা (ডিএনটি) এবং ড্রুক ফুয়েনসিউম শোগপা (ডিপিটি) দ্বিতীয় দফায় যেতে সক্ষম হয়। দ্বিতীয় দফার নির্বাচনে ডিএনটি জয়লাভ করে সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী হন লোটে শেরিং

নির্বাচন ব্যবস্থা[সম্পাদনা]

ভুটানে সাধারণত দুই দফায় ভোট হয়ে থাকে। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেয়। যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থান পায়, তারা পার্লামেন্টের ৪৭টি আসনে প্রার্থী দেয় এবং তখন দ্বিতীয় দফা ভোট হয়।[১] যেখানে সদস্যরা ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট ভোটদান ব্যবহার করে নির্বাচিত হয়।

পটভূমি[সম্পাদনা]

২০০৭ সাল থেকে ভুটানে সংসদীয় গণতন্ত্রের পথচলা শুরু হয়। ভুটানের নির্বাচনে ভারত ও চীন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ পালন করে। ২০০৮ ও ২০১৩ সালে দুটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে ভারতের একচ্ছত্র প্রভাব রয়েছে। ১৯৬১ সাল থেকে ভারত সরকারের "প্রজেক্ট দানতাক" প্রকল্প ভুটানে রাস্তাঘাট নির্মাণ করে আসছে। ২০১৮ সালের নির্বাচনের আগে ভারতের এই প্রকল্প নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ভুটানের তরুণরা। তারা মনে করছিল, এভাবে তাদের দেশকে যত্রতত্র ভারতীয় পতাকায় মুড়ে দেওয়া হচ্ছে। পরে দানতাক একে একে প্রতিটি প্রতীক থেকে ভারতীয় পতাকার রং মুছতে শুরু করে।[১]

১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ভুটানের প্রথম দফা নির্বাচন। এতে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩৩ হাজার। তার মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯১ হাজার ৫৮ জন অর্থাৎ ৬৬.৩ শতাংশ। ভুটানের প্রথম দফা নির্বাচনে ভারতপন্থী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) পরাজিত হয়ে দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হয়।[২][৩]

ফলাফল[সম্পাদনা]

নির্বাচনের ফলাফল[সম্পাদনা]

দলপ্রথম রাউন্ডদ্বিতীয় রাউন্ডআসন+/–
ভোট%ভোট%
ড্রুক নিয়ামরুপ শোগপা (ডিএনটি)৯২,৭২২৩১.৮৫১,৭২,২৬৮৫৪.৯৫৩০+৩০
ড্রুক ফুয়েনসিউম শোগপা (ডিপিটি)৯০,০২০৩০.৯২১,৪১,২০৫৪৫.০৫১৭+২
পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)৭৯,৮৮৩২৭.৪৪–৩২
ভুটান কুয়েন-নিয়াম পার্টি (বিকেপি)২৮,৪৭৩৯.৭৮নতুন
মোট২,৯১,০৯৮১০০৩,১৩,৪৭৩১০০৪৭
নিবন্ধিত ভোটার/ভোটদান৪,৩৮,৬৬৩৪,৩৮,৬৬৩
উৎস: প্রথম দফা, দ্বিতীয় দফা

নির্বাচনী এলাকা অনুসারে[সম্পাদনা]

নির্বাচনী এলাকা ভোটার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব
পার্টি ভোট % প্রার্থী ভোট %
অথাং-থেদতশো ৯,৯১৮ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,১৩১ কিনলে ওয়াংচুক ৪,০০১
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৮১৩ নিম গেলটশেন ৩,১৩৪
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৩৩৬
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৭৭৮
বারদো-ট্রং ১০,৭৮৯ ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৩৫৮ গ্যাম্বো শেরিং ৩,৬৩৩
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৫৮১ সোনম লেকি ৩,৫০৭
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,২৫৪
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৭৯৬
বার্টশাম-শংফু ১১,৩০২ ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৭৪১ পাসাং দর্জি ৪,০৯৯
ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৪০৪ তেনজিন লেকফেল ৩,৫৬১
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৯৪১
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৩৮২
বিজি-কার-তশোগ-উয়েসু ৪,১৭৩ ড্রুক নিয়ামরুপ শোগপা ৯৬৪ উগেন তেনজিন ১,৮৭৯
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৩৭০ সোনম তোবগে ৮৮৮
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,১৮৫
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৪৪১
বঙ্গো-চাপছা ১৪,৩২০ ড্রুক নিয়ামরুপ শোগপা ৩,১৩৯ সেওয়াং লামো ৬,৬৩২
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,২৭৩ পেম্পা ৩,৪৭৯
পিপলস ডেমোক্রেটিক পার্টি ৪,৪১৩
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৮২২
বুমডেলিং-জামখার ৯,২১২ ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৪৭১ ডুপথব ৩,৫৪১
ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৭০১ সাঙ্গে দর্জি ২,৭১০
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৫৬৭
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৪০২
ছোখোর-টাং ৬,০৫১ ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৫৪০ পেমা গ্যমতশো ৩,২৫১
ড্রুক নিয়ামরুপ শোগপা ৯২১ দাওয়া ১,৫৩৬
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,০৪৮
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ২৩৭
ছুমিগ-উরা ৩,৭৮৫ ড্রুক ফুয়েনসিউম শোগপা ৯৬৮ কর্ম ওয়াংচুক ১,৪৩৩
ড্রুক নিয়ামরুপ শোগপা ৬৯৯ ফুন্টশো নামগে ১,৪১৫
পিপলস ডেমোক্রেটিক পার্টি ৮৯৪
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ২৩৫
দেওয়াথাং-গোমদার ১৪,৫৮৭ ড্রুক ফুয়েনসিউম শোগপা ৪,০২০ উগেন দর্জি ৫,৩৬৭
ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৪৩২ থিনলে নামগে ৫,১৪৪
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৮৮০
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ১,৫০৬
ডোকার-শর্পা ৮,৬৮৪ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৫২৮ নামগে শেরিং ৪,১৫৫
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,০০৯ চেঞ্চো দর্জি ২, ১১
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৩৮৯
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৬০৬
ডফুচেন-টাডিং ১৩,২৩১ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৪৫৩ লোকনাথ শর্মা ৫,০৬৯
ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৬৭৯ ঠাকুর সিং পাউডিয়েল ৪,৫৩২
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৬৪৮
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৯৫৮
ড্রাগটেং-লাংথিল ৫,৮৭৯ ড্রুক নিয়ামরুপ শোগপা ১,২৯৯ জায়েম দর্জি ১,৯৭৯
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৮৯৭ উগেন নামগয়াল ১,৯০৬
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৩০৫
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৪৫২
ড্রেমেডসে-এনগাটসং ১৩,২৭৮ ড্রুক ফুয়েনসিউম শোগপা ৪,৬৯৪ উগেন ওয়াংদি ৫,৬০২
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৮৪৪ জিগমে দর্জি ৩,৬৯০
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৬৪৪
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৮৫৩
দ্রুজিয়াং-তেজা ১২,৫০৫ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৯২৯ জুরমি ওয়াংচুক ৬,০৮৭
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,১৫২ মিগমা দর্জি ২,৯৩৯
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৬৪২
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ১, ১১
গাংজুর-মিনজে ৮,৩৯৫ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,১৩৪ কিঙ্গা পেঞ্জোর ৩,০২৬
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৫০৪ শেরিং দর্জি ২,৬৩৮
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৩০২
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৫০৭
গেলগফু ১৭,২৪২ ড্রুক নিয়ামরুপ শোগপা ৩,৪৮৮ কর্ম ডোনেন ওয়াংদি ৬,৬৯১
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৩,৩৬৮ পেমা তাশি ৫,৪৩৩
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৪৩৬
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ১,৪৬৬
জোমোটশাংখা-মার্টশালা ১১, ২৩৯ ড্রুক ফুয়েনসিউম শোগপা ৩,৩৬১ নরবু ওয়াংজোম ৪,৩৭২
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৫৬৫ উগেন দর্জি ৩,৫৪৭
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৯৬১
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৬০৪
কবিসা-তালোগ ১০,০১৫ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,২৮৪ সেনচো ওয়াংদি ৪,২৯৪
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,১৯৩ কিনলে ওয়াংচুক ২,৪৫৯
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৭৩৮
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৬৩৯
কাংলুং-সামখার-উদজোরং ১১, ১২৫ ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৭৪১ সম্দ্রুপ আর ওয়াংচুক ৩,৮৬৬
ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৩৫০ তেনজিন নামগেল ৩,৮৩৮
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৯৪১
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৪৫০
কেংখার-ওয়েরিংলা ১০,৮৫৬ ড্রুক ফুয়েনসিউম শোগপা ৩,৪৮৭ রিনজিন জামশো ৪,৩৮৫
ড্রুক নিয়ামরুপ শোগপা ২,২৯২ কুনজাং দ্রুকপা ৩,২৪৬
পিপলস ডেমোক্রেটিক পার্টি ৯৫৬
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৪৮৫
খামদং-রামজার ৯,১৭৬ ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৭৪২ কুয়েঙ্গা লোদায় ৩,৬০২
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৭৭০ কারমা গেলটশেন ২,৮২১
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,২৪২
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৪১৮
খার-ইউরুং ৯,৫৮৯ ড্রুক ফুয়েনসিউম শোগপা ৪,০৬৬ শেরিং ছোটেন ৪,৭৩৮
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৪৮৯ উগিয়েন সেওয়াং ২,০৪৫
পিপলস ডেমোক্রেটিক পার্টি ৪১১
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৩৯৩
খাতোয়েদ-লয়া ১,০২৩ ড্রুক নিয়ামরুপ শোগপা ৪০৭ তেনজিন ৫৮৮
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৮৫ চাঙ্গা দাওয়া ২৬৮
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২৭৮
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৫০
কিলখোরথাং-মেন্দ্রেলগাং ১২,১৫১ ড্রুক নিয়ামরুপ শোগপা ৩,০৭৩ বিমল থাপা ৬,৬৮১
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৪১৯ ইয়াংখু শেরিং শেরপা ২,৯৬৫
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৪৩৫
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৭৬০
লামগং-ওয়াংচ্যাং ১০,০০০ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,১১৩ উগেন শেরিং ৩,৫৬৬
ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৩৮৭ ফব শেরিং ৩,৪৯৬
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,০৮১
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৫৩৯
লাময় জিংখা-তাশাইডিং ১২,০৬৫ ড্রুক নিয়ামরুপ শোগপা ৩,১৩৫ হেমন্ত গুরুং ৬,২৫৭
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৮৭৪ প্রেম কুমার খাটিওয়ারা ২,৫৮৮
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৫২০
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৬৩৪
লিংমুখা-তোয়েদওয়াং ৬,৯৩৪ ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৯৮৫ তান্ডি দর্জি ৩,১৫৪
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৩৩৭ সোনম ওয়াঙ্গেল ওয়াং ২,০৮২
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১, ১৯৬
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৬০৫
মানবি-সেনখার ৮,১৮৬ ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৯৫১ চোকি গেলটশেন ২,৯৪১
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৬২০ শেরিং ফুন্টশো ২,৫৭৯
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,২১৬
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৪৪০
মংগার ১০,৪৫৫ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,০৫৬ শেরুব গেলটশেন ৩,৭৬৩
ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৬০১ কর্ম লহমো ৩,৬৮৬
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,০৪৫
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৫৮৪
নানং-শুমার ৯,৪৫৭ ড্রুক ফুয়েনসিউম শোগপা ৩,৫১৬ লুংটেন নামগেল ৪,৩১১
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৫১৩ পেমা ওয়াংদা ২,১৩২
পিপলস ডেমোক্রেটিক পার্টি ৮৪৫
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৪৮২
এনগাংলাম ৭,০৯৫ ড্রুক ফুয়েনসিউম শোগপা ৩,৫১৬ চৈদা জামশো ৩,৫৭৬
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৫১৩ কর্ম দর্জি ১,৯৭৬
পিপলস ডেমোক্রেটিক পার্টি ৫১৬
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ২২৩
উত্তর থিম্পু-থ্রোমডে-কাওয়াং-লিংঝি-নারো-সো ৬,৬০৪ ড্রুক নিয়ামরুপ শোগপা ১,২১১ দেচেন ওয়াংমো ২,২৭৬
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,১৩৪ লিলি ওয়াংচুক ২, ১০২
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৩৩৩
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৫৪০
নুবি-তাংসিবজি ৪,৩৭১ ড্রুক নিয়ামরুপ শোগপা ১,১৫০ ইয়েশে পেঞ্জোর ১,৬৭৭
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,০১৪ নিদুপ জাংপো ১,৫৩৭
পিপলস ডেমোক্রেটিক পার্টি ৬৫৯
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৩২৬
নিশোগ-সেফু ১০, ১৬৬ ড্রুক নিয়ামরুপ শোগপা ৩,০৩৩ ওয়াংচুক নামগেল ৪,৩৮৮
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,২০৮ চিম্মি জমতো ৩,০৬১
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৫৩০
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৯৩৫
প্যাংব্যাং ৭,৭৭৮ ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৫৫৯ দরজি ওয়াংদি ২,৯৮৪
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,১৫১ শেরিং ২,৫২৫
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,২৪১
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৩৩৩
ফুয়েন্টশলিং ১০,৭৩৭ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৬৮৫ জয় বীর রায় ৫,৫৮৬
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৯৮৩ তাশি ২,৩৮০
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৩৬৪
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৮০১
ফুয়েন্টশলিং-স্যাম্টসে ১০,৮০৬ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,০৪৫ গণেশ ঘিমিরায় ৫,৩৩২
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৯৬৩ কমল ড্যান চামলিং ২,৫৫৭
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৪৬৩
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ১,০৫৪
রাধি-সাগটেং ৯,৮৭৪ ড্রুক নিয়ামরুপ শোগপা ২, ১১ দরজি শেরিং ৩,৫৫০
ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,৩৯২ তাশি দর্জি ৩, ৩১৭
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৩২০
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৭২৯
সাংবায়েখা ৩,৬৪৫ ড্রুক নিয়ামরুপ শোগপা ৩১২ দর্জি ওয়াংমো ১,৫৩৬
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৩১৫ শেওয়াং রিনজিন ৮৫৭
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৬৯০
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ১০৩
সের্গিথাং-সিরাংটোয়েড ১১,৫৪৫ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৭০৬ গর্জা মন রাই ৬,০৭৭
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৪১৬ কেওয়াল রাম অধিকারী ২,৯৪৫
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৪০৯
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৬১৩
শম্পাংখা ১২,৯৪১ ড্রুক নিয়ামরুপ শোগপা ৩,২৭১ টেক বাহাদুর রায় ৭,০১৮
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৩৪২ দেও কুমার রিমাল ২,৮৬২
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৫১৯
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৯৮৩
দক্ষিণ থিয়ম্পু-থ্রোমডে-চ্যাং-দারকারক্লা-জেনিয়েন-মায়েদওয়াং ৭,৮০২ ড্রুক নিয়ামরুপ শোগপা ১,২১১ লোটে শেরিং ৩,৬৬২
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,১৩৪ কিনলে শেরিং ১,৯৭৮
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৩৩৩
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৫৪০
তাশিছোহেলিং ১২,৯৬৬ ড্রুক নিয়ামরুপ শোগপা ৩, ১৭৭ দিল মায়া রাই ৬,০৩২
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,১৫৫ দুর্গা প্রসাদ ছেত্রী ৩,৪৪৯
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,৬১০
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ১,১৪৫
থ্রিমশিং ৭,০১৯ ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৪৩১ উগেন দর্জি ২,৬৪৬
ড্রুক ফুয়েনসিউম শোগপা ১,৭১২ চেঙ্গা শেরিং ২,৪৫৯
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,৫২৩
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ২৭৭
ইউগিয়েন্টসে-ইয়োসেল্টসে ১০,৩৫৭ ড্রুক নিয়ামরুপ শোগপা ২,৩৭৫ দীনেশ কুমার প্রধান ৫,৩৫৩
ড্রুক ফুয়েনসিউম শোগপা ৮৯৬ লীলা প্রধান ২,০৫৪
পিপলস ডেমোক্রেটিক পার্টি ২,২০৮
ভুটান কুয়েন-নিয়াম পার্টি ৭৩৯
ওয়ামরং ৮,২৯৪ ড্রুক ফুয়েনসিউম শোগপা ২,০৮৩ কর্ম থিনলি ২,৯৮০
ড্রুক নিয়ামরুপ শোগপা ১,৬২৫ জিগমে ওয়াংদি ২,৬২২
পিপলস ডেমোক্রেটিক পার্টি ১,১৩০
ভুটান কুয়েন-নিয়াম পার্টি
উৎস: প্রথম দফা, দ্বিতীয় দফা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ নভেম্বর ২০২১ তারিখে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পারভেজ, আলতাফ (৬ সেপ্টেম্বর ২০১৮)। "নির্বাচন ভুটানে, উদ্বেগ নয়াদিল্লি ও বেইজিংয়ে"দৈনিক প্রথম আলো 
  2. মাহমুদ, হোসেন (২৩ সেপ্টেম্বর ২০১৮)। "ভুটানের নির্বাচন ও আঞ্চলিক প্রেক্ষাপট"দৈনিক ইনকিলাব 
  3. খলিলী, মাসুম (২৪ সেপ্টেম্বর ২০১৮)। "ভুটানের নির্বাচন ও ভারত-চীন-বাংলাদেশ"নয়া দিগন্ত