ভিসায়ন ধনেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভিসায়ন ধনেশ
জোড়াতে নেদারল্যান্ডস
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Bucerotidae
গণ: Penelopides
প্রজাতি: P. panini
দ্বিপদী নাম
Penelopides panini
Boddaert, 1783

ভিসায়ন ধনেশ (Penelopides panini) হল একরকমের ধনেশ প্রজাতির পাখি। এদের প্রধান বাসস্থান হল অতিবৃষ্টি অরণ্য। এরা প্রধানত ফিলিপাইন দ্বীপপুঞ্জের অধিবাসী। প্রধান প্রধান দ্বীপগুলোর মধ্যে পড়ে পানায়, নেগ্রোস, গুইমারাস এবং আগে ছিল টিয়াকো ইত্যাদি। ফিলিপাইনের অন্যান্য প্রজাতির ধনেশগুলোও এদের উপজাতি ছিল আগে কিন্তু বর্তমানে তারা আলাদা হয়ে গেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BirdLife International (২০১৩)। "Penelopides panini"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 

আরো পড়ুন[সম্পাদনা]