ভিটালিক বুটেরিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিটালিক বুটেরিন
Виталий Бутерин
২০১৫ সালে
জন্ম১৯৯৪ (বয়স ২৯–৩০)
কোলোমনা, রাশিয়া
জাতীয়তারুশ
মন্টিনিগ্রিন[১]
শিক্ষাওয়াটারলু বিশ্ববিদ্যালয়
(ঝড়ে পড়েছেন)
পরিচিতির কারণইথেরিয়াম, বিটকয়েন ম্যাগাজিন
পুরস্কারথিয়েল ফেলোশিপ
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রডিজিটাল চুক্তি, ডিজিটাল মুদ্রা, গেম থিওরি
ওয়েবসাইটvitalik.ca

ভিটালি দিমিত্রিয়েভিচ ভিটালিক বুটেরিন (রুশ: Виталий Дмитриевич Бутерин; জন্ম ১৯৯৪) হলেন একজন রুশ বংশোদ্ভূত কানাডীয় প্রোগ্রামার এবং লেখক, যিনি ইথেরিয়ামের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে সর্বাধিক পরিচিত। [২][৩][৪][৫]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

বুটেরিন ১৯৯৪ সালে রাশিয়ার কোলোমনায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কম্পিউটার বিজ্ঞানী। তিনি ছয় বছর বয়স পর্যন্ত এখানে তার পরিবারের সাথে বসবাস করেন।পরে তার বাবা-মা উন্নত কর্মসংস্থানের সন্ধানে কানাডায় চলে যান এবং সেখানে বসবাস করা শুরু করেন। বাবার বদৌলতে বুটেরিন শিশুকালেই কম্পিউটার সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে এবং কম্পিউটার তার প্রধান নেশা হয়ে দাঁড়ায়। বুটেরিন কানাডার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে থাকাকালীন প্রতিভাধর শিশুদের কাতারে গণ্য হন এবং গণিত, প্রোগ্রামিং ও অর্থনীতিতে অভিজ্ঞদের দৃষ্টি আকৃষ্ট করেন। এরপর বুটেরিন টরন্টোর একটি বেসরকারি হাই স্কুলে পড়াশোনা করেন। বুটেরিন ১৭ বছর বয়সে তার বাবার কাছ থেকে বিটকয়েন সম্পর্কে বিস্তারিত জেনেছিলেন। তখন থেকে বিটকয়েনে প্রতি তাঁর আগ্রহ বৃদ্ধি পেতে থাকে।


উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শেষ করার পর বুটেরিন ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। ২০১২ সালে বুটেরিন ইতালিতে ইনফরমেটিক্সে আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ২০১৩ সালে তিনি অন্যান্য দেশের ডেভেলপারদের সাথে দেখা করেছিলেন যারা কোডের জন্য তার উৎসাহ শেয়ার করেছিলেন। তিনি সেই বছরের শেষের দিকে টরন্টোতে ফিরে আসেন এবং ইথেরিয়ামের প্রস্তাব দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেন। এসব কাজে ব্যস্ততার ফলে ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ে যান। ২০১৮ সালের ৩০ নভেম্বর বুটেরিন ডাইস অ্যাকাডেমিকাস উপলক্ষে বাসেল বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও অর্থনীতি অনুষদ থেকে সম্মানসূচক ডক্টরেট পান।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

২০১১ সালে বুটেরিন বিটকয়েন উপার্জন করার লক্ষ্যে বিটকয়েন ফোরামের একজন ব্যক্তির সাথে দেখা করে বিটকয়েন উইকলি নামে একটি প্রকাশনার জন্য লিখতে শুরু করেন। তখন সেই প্রকাশনার মালিক একটি নিবন্ধ লেখার জন্য পাঁচটি বিটকয়েন (সেই সময়ে প্রায় $3.50) অফার করতেন। পর্যাপ্ত আয়ের কারণে ওয়েবসাইটটি বন্ধ না হওয়া পর্যন্ত বুটেরিন সাইটের জন্য লিখতে থাকেন। ২০১১ সালে মিহাই আলিসি বিটকয়েন ম্যাগাজিন নামে একটি নতুন মুদ্রণ প্রকাশনা শুরু করার বিষয়ে বুটেরিনের সাথে যোগাযোগ করেন। এটি এমন একটি প্রস্তাব ছিল যাকে বুটেরিন সহ-প্রতিষ্ঠাতা হিসাবে গ্রহণ করবেন এবং একজন নেতৃস্থানীয় লেখক হিসাবে অবদান রাখবেন। বুটেরিন বিনা সংকোচে এতে সাড়া দেন।

ইথেরিয়াম[সম্পাদনা]

বুটেরিন ইথেরিয়ামের একজন সহ-প্রতিষ্ঠাতা এবং উদ্ভাবক।

ওপেন সোর্স সফটওয়্যার[সম্পাদনা]

বুটেরিন অন্যান্য ওপেন-সোর্স সফ্টওয়্যার প্রকল্পগুলিতে বিকাশকারী হিসাবে অবদান রেখেছে।  তিনি কোডি উইলসন, বিটকয়েন পাইথন লাইব্রেরি,  এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটপ্লেস সাইট ইগোরা দ্বারা ডার্কওয়ালেটে অবদান রেখেছেন।

পুরস্কার ও স্বীকৃতি[সম্পাদনা]

১. থিয়েল ফেলোশিপ, ২০১৪।

২. আইটি সফটওয়্যার বিভাগে বিশ্ব প্রযুক্তি পুরস্কার, ২০১৪।

৩. ফরচুন অনূর্ধ্ব ৪০, ২০১৬।

৪. ফোর্বস অনূর্ধ্ব ৩০, ২০১৮।

৫. ফরচুন দ্য লেজার আন্ডার 40, ২০১৮।

৬. ইউনিভার্সিটি অফ বাসেল অনারারি ডক্টরেট, ২০১৮।

মানবসেবা[সম্পাদনা]

১. ২০১৭ সালে মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউটে $763,970 অনুদান।[৬]

২. ২০১৮ সালে SENS রিসার্চ ফাউন্ডেশনে 2.4 মিলিয়ন ডলার অনুদান।[৭]

৩. ২০২০ সালে SENS রিসার্চ ফাউন্ডেশনে $50,000 অনুদান।[৮]

৪. ২০২১ সালে ভারতের ক্রিপ্টো কোভিড ত্রাণ তহবিলে $1.14 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কয়েন দান ।[৯]

৫. ২০২১ সালে মেথুসেলাহ ফাউন্ডেশনকে 430 ট্রিলিয়ন ডোগেলন মার্স ($ELON) মূল্যের $336 মিলিয়ন দান , যা মানুষের আয়ু বাড়ানোর উপর কাজ করে।[১০][১১]

সমালোচনা[সম্পাদনা]

২০২২ সালে বাংলাদেশের একটি স্যাটেলাইট টিভি নিউজ চ্যানেল সময়টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার জন্য ভিটালিক বুটেরিনকে অভিযুক্ত করা হয়। [৫]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "MFSS: Buterinu dodijeljeno državljanstvo Crne Gore"Vijesti। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২ 
  2. "MFSS: Buterinu dodijeljeno državljanstvo Crne Gore"vijesti.me (সার্বীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  3. "The Man Behind Ethereum Is Worried About Crypto's Future"Time (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  4. Finley, Klint। "Out in the Open: Teenage Hacker Transforms Web Into One Giant Bitcoin Network"Wired (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 1059-1028। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  5. News, Somoy। "ক্রিপ্টো গডফাদার কে এই ভিটালিক বুটেরিন? | বিজ্ঞান ও প্রযুক্তি"Somoy News। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  6. Bourgon, Malo (২০১৮-০১-১১)। "Fundraising success!"Machine Intelligence Research Institute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  7. Foundation, SENS Research (২০১৮-০২-০২)। "SENS Research Foundation Receives $2.4 Million Ethereum Donation From Vitalik Buterin"GlobeNewswire News Room (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  8. Exchange, FTX-Cryptocurrency Derivatives (২০২০-১২-১৮)। "Effective Altruism: Giving in Crypto"Medium (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  9. "Bloomberg - Are you a robot?"www.bloomberg.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  10. "Vitalik Buterin Donates More than $2 Million to the Methuselah Foundation"Fight Aging! (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১৭। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  11. "Ethereum creator Vitalik Buterin donates $5 million in ETH to aid Ukraine"Finbold (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-০৭। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯