ভাষাবিজ্ঞান উপক্রমণিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাষাবিজ্ঞান উপক্রমণিকা
লেখকঅর্পণা কোঁয়র
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনভাষাবিষয়ক গ্রন্থ
মিডিয়া ধরনমুদ্রণ

ভাষাবিজ্ঞান উপক্রমণিকা অসমীয়া ভাষাবিষয়ক গ্রন্থ৷ লেখক অর্পণা কোঁয়র৷ প্রথম প্রকাশ হয় ২০০২ সালে৷ প্রকাশক বনলতা৷[১] গ্রন্থটিতে ভাষার তাৎপর্য, ভাষা অধ্যয়নের প্রয়োজনীয়তা, ভাষাচর্চা এবং অধ্যয়নের ইতিহাস, ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান, ব্যাকরণ, ভাষাবিজ্ঞানের পরিধি, ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, বর্ণবিজ্ঞান, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, ভাষার পরিবর্তন ইত্যাদি বিষয়সমূহের বিষয়ে বর্ণনা করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অর্পণা কোঁয়র (২০১২)। ভাষাবিজ্ঞান উপক্রমণিকা। বনলতা।