ভার্গবী থাঙ্কাপ্পন
ভার্গবী থাঙ্কাপ্পন | |
---|---|
কেরল বিধানসভা সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৭ - ১৯৯১ | |
নির্বাচনী এলাকা | |
লোকসভা সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭১ - ১৯৭৭ | |
নির্বাচনী এলাকা | আদূর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আদূর, ভারত | ২৪ জুলাই ১৯৪২
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি |
প্রাক্তন শিক্ষার্থী | শ্রী নারায়ণ কলেজ, কোল্লাম (এমএ) |
ভার্গবী থাঙ্কাপ্পন (জন্ম ১৯৪২) হলেন ভারতের কমিউনিস্ট পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ৮ম কেরালা বিধানসভার উপ অধ্যক্ষ ছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ভার্গবী ১৯৪২ সালের ২৪শে জুলাই আদূরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ও মায়ের নাম ছিল যথাক্রমে কে. ঈশ্বরণ এবং কে. কুট্টি।[১][২] তিনি কোল্লামের শ্রী নারায়ণ কলেজ থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]ভার্গবী ১৯৬৮ সালে অল্প সময়ের জন্য রাবার বোর্ডে চাকরি করেছিলেন, তারপর ১৯৭১ সাল পর্যন্ত তিনি কেরালা রাজ্য বিদ্যুৎ বোর্ডে কাজ করেন।[১] তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-র প্রার্থী হয়ে নেদুভাথুর নির্বাচনী এলাকা থেকে প্রথমবারের মতো কেরালা বিধানসভায় প্রবেশ করেন।[২] পরবর্তীতে, তিনি ১৯৭১ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তফসিলি জাতির জন্য সংরক্ষিত আদূর আসন থেকে জয়ী হন।[১] তিনি ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দশম কেরালা বিধানসভায় কিলিমানুরের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ৮ম বিধানসভার উপ অধ্যক্ষ (ডেপুটি স্পিকার) ছিলেন। তিনি সিপিআই-এর রাজ্য ও জাতীয় কাউন্সিলের সদস্যও।[২]
বিতর্ক
[সম্পাদনা]২০০২ সালে বিচারপতি মোহন কুমার কমিশন যখন জানতে পারে যে সরকারি হস্তক্ষেপ ছাড়াই একজন মদের ঠিকাদারের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভার্গবী ঘুষ নিয়েছিলেন, তখন সিপিআই তাঁকে বহিষ্কার করে।[৩] পাঁচ বছর পর, একটি ভিজিল্যান্স স্পেশাল কোর্ট প্রমাণের অভাবে তাঁকে নির্দোষ ঘোষণা করে।[৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ভার্গবী ১৯৬৭ সালের ২৯শে জুন এ কে থাঙ্কাপ্পনকে বিয়ে করেন।[১] তাদের এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "Members Bioprofile: Thankappan, Shrimati Bhargavi"। Lok Sabha। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ গ ঘ "Bhargavi Thankappan"। Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ Devasia, T.K. (১ ডিসেম্বর ২০০২)। "CPI expels Kerala legislators for taking bribe"। Rediff.com। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ "Bhargavi Thankappan, former ADM acquitted"। The Hindu। ১৮ ডিসেম্বর ২০০৫। ৭ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ২০শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী
- কেরল বিধানসভার সদস্য ১৯৯১-১৯৯৬
- কেরল বিধানসভার সদস্য ১৯৮৭-১৯৯১
- কেরল বিধানসভার সদস্য ১৯৮২-১৯৮৭
- কেরল বিধানসভার সদস্য ১৯৭৭-১৯৭৯
- ভারতের কমিউনিস্ট পার্টির নারী রাজনীতিবিদ
- কেরল বিধানসভার সদস্য ১৯৭০-১৯৭৭
- কেরলের লোকসভা সদস্য
- লোকসভার নারী সদস্য
- পঞ্চম লোকসভার সদস্য
- জীবিত ব্যক্তি
- ১৯৪২-এ জন্ম