ভারতের হিন্দু মন্দিরের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি হলো একটি ভারতের রাজ্য কর্তৃক বৃহত্তর হিন্দু মন্দিরের তালিকা। ২০২৩ সালের হিসেব অনুযায়ী আনুমানিক ভারতে ৩৫ লক্ষের চেয়েও বেশি বৃহৎ আকৃতির হিন্দু মন্দির রয়েছে বলে অনুমান করা হয়, যার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সমস্ত বড়ো,মাঝারী,ছোট মন্দির সহ আশ্রম,গুহাপাহাড়,জঙ্গলের ভিতর,রাস্তার ধারে, গৃহদেবতার এবং গ্রামের অধিষ্টাত্রী দেবদেবীর মন্দিরের সংখ্যা ১ (প্রায়) কোটি হবে।

অন্ধ্রপ্রদেশ[সম্পাদনা]

বেঙ্কটেশ্বর মন্দির, তিরুমালা
সিমহাছালাম মন্দির
কনকা দূর্গা মন্দির

অন্ধ্রপ্রদেশের আশেপাশে ৪০০০০টি মন্দির আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল-

অরুণাচল প্রদেশ[সম্পাদনা]

আসাম[সম্পাদনা]

গুয়াহাটির কামাখ্যা মন্দির

উত্তরখণ্ড[সম্পাদনা]

ছোট চার ধাম
কেদারনাথ বদ্রীনাথ
গঙ্গোত্রী যমুনোত্রী
কেদারনাথ মন্দির
জগেশ্বর

উত্তর প্রদেশ[সম্পাদনা]

ওড়িশা[সম্পাদনা]

কোণার্ক সূর্য মন্দির
ওড়িশার মুক্তেশ্বর মন্দিরের প্যানরোমিক দৃশ্য
ওড়িশার জগন্নাথ মন্দিরের প্যানরোমিক দৃশ্য
ওড়িশার লিঙ্গরাজ মন্দিরের প্যানরোমিক দৃশ্য
ওড়িশার বৈতাল দেউলের প্যানরোমিক দৃশ্য
ওড়িশার রাজারাণী মন্দিরের প্যানরোমিক দৃশ্য
ওড়িশার পুষ্পাগিরি বিহারের প্যানরোমিক দৃশ্য
ওড়িশার অনন্ত বাসুদেব মন্দিরের প্যানরোমিক দৃশ্য
ন্রুসিংহনাথ মন্দির, ওড়িশা
তারাতারিনী মন্দির, ওড়িশা
ব্রহ্মেশ্বর মন্দির

কর্ণাটক[সম্পাদনা]

১২১ ফুট লম্বা মুরুদেশ্বরের শিব মূর্তি
দূর্গা মন্দির, সবকিছু-সহ-গর্ত
ইসকন মন্দির, বেঙ্গালুরু

কেরালা[সম্পাদনা]

অনন্তপুর হ্রদ মন্দির
শ্রী পুর্ণতরহিসা মন্দির
ভদ্দক্কুন্নাথন মন্দির

গুজরাত[সম্পাদনা]

  • সোমনাথ মন্দির
  • স্বামী নারায়ণ অক্ষরধাম
  • দ্বারকাধীশ মন্দির,দ্বারকা
  • শ্রী স্বামীনারায়ণ মন্দির, কালুপুর

গোয়া[সম্পাদনা]

চণ্ডীগড়[সম্পাদনা]

ছত্তীসগঢ়[সম্পাদনা]

ভোরামদেও মন্দির

জম্মু ও কাশ্মীর[সম্পাদনা]

অমরনাথ গুহা মন্দিরে বরফের লিঙ্গমূর্তি

ঝাড়খণ্ড[সম্পাদনা]

তামিল নাড়ু[সম্পাদনা]

কূল মন্দির
মিনাক্সী আম্মান মন্দির
কাপালেশ্বরো মন্দির
গঙ্গাইকোন্দা ছোলাপুরাম

তেলঙ্গানা[সম্পাদনা]

  • ভদ্রাচলম মন্দির,
  • জ্ঞান সরস্বতী মন্দির,
  • শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির, ইয়াদাদ্রি
  • রামাপ্পা মন্দির,
  • ভেমুলাওয়াদা রাজা রাজেশ্বর মন্দির,
  • হাজার স্তম্ভ মন্দির
  • আলমপুর জগুলাম্বা মন্দির

ত্রিপুরা[সম্পাদনা]

দিল্লি[সম্পাদনা]

অক্ষরধাম
লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দির

পশ্চিমবঙ্গ[সম্পাদনা]

শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির,ইসকন,শিলিগুড়ি

পাঞ্জাব[সম্পাদনা]

দূর্গীয়ানা মন্দির

বিহার[সম্পাদনা]

মুণ্ডেশ্বরী মন্দির
বিষ্ণুপদ মন্দির
পরশমণিনাথ মন্দির
দ্বারকাধীশ জগৎ মন্দির
কালুপুর স্বামীনারায়ণ মন্দির
সোমনাথ মন্দির

মধ্যপ্রদেশ[সম্পাদনা]

মহাকালেশ্বর মন্দির
কান্দরিয়া মহাদেব মন্দির, খাজুরাহো
শ্বাশুড়ি-বউ মন্দির, গওয়ালিয়র

মহারাষ্ট্র[সম্পাদনা]

সিদ্ধিবিনয়ক মন্দির
ত্রিম্বকেশ্বর মন্দির
তিরুমতি মূর্তি, এলিফ্যান্টা গুহাসমূহ
কৈলাশ মন্দির, ইলোরা গুহাসমূহ

মণিপুর[সম্পাদনা]

মেঘালয়[সম্পাদনা]

রাজস্থান[সম্পাদনা]

বিড়লা মন্দির
বিড়লার প্রাসাদের রাতের দৃশ্য

সিকিম[সম্পাদনা]

হরিয়ানা[সম্পাদনা]

মনসা দেবী মন্দির ভবনের ভিতরে পাটিয়ালা মন্দির

হিমাচল প্রদেশ[সম্পাদনা]

হিড়িম্বা দেবী মন্দির

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জীর্ণ মন্দিরের জার্নাল- ৩৫ ॥ চিন্ময় দাশ"The Kharagpur Post (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১৪। ২০২১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ 
  2. "১০৮ শিবমন্দির নিয়ে উদ্বেগ কালনায়" 
  3. বন্দ্যোপাধ্যায়, রাজদীপ। "জনশ্রুতি আর ইতিহাসের ধাঁধায় ওন্দা"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০২ 
  4. বন্দ্যোপাধ্যায়, রাজদীপ। "জনশ্রুতি আর ইতিহাসের ধাঁধায় ওন্দা"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০২ 
  5. "কালীপুজোর রাতে কুয়ো থেকে মুক্তি পায় প্রেতের দল! জানুন আসানসোলের এই মন্দিরের কাহিনি"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯ 
  6. "ডাকাতদের ছাগবলির রক্তেই আজও সন্তুষ্ট হন মা, জানুন সেনবাড়ির কালীপুজোর ইতিহাস"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯ 
  7. janadarpan (২০১৯-১১-২৪)। "ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে প্রাচীন সুরথেশ্বর"Janadarpan.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. ডেস্ক, উত্তরবঙ্গ সংবাদ। "ধ্বংসের মুখ থেকে জেগে উঠল প্রমথেশ্বর জিউর মন্দির | Uttarbanga Sambad | Latest Bengali News | বাংলা সংবাদ, বাংলা খবর | Live Breaking News North Bengal | COVID-19 Latest Report From Northbengal West Bengal India" (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৬ 

9 টিকুরীর শ্যামা মায়ের মন্দির ।


বহিঃসংযোগ[সম্পাদনা]