বিষয়বস্তুতে চলুন

ভারতের উচ্চ আদালত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ভারতের হাইকোর্টগুলির তালিকা থেকে পুনর্নির্দেশিত)

ভারতের এককেন্দ্রিক বিচারব্যবস্থা জাতীয় স্তরে ভারতের সুপ্রিম কোর্ট ও রাজ্যস্তরে ২৫টি উচ্চ আদালত নিয়ে সমন্বয় গঠিত। উচ্চ আদালতগুলির এক্তিয়ারে পড়ে একটি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা কয়েকটি রাজ্য নিয়ে গঠিত একটি রাজ্যমণ্ডল। উচ্চ আদালতের নিচের স্তরে রয়েছে কয়েকটি নিম্ন আদালত; যথা: দেওয়ানি আদালত, পারিবারিক বা গোত্রতান্ত্রিক আদালত, ফৌজদারি আদালত, এবং একাধিক জেলা আদালতভারতীয় সংবিধানের ষষ্ঠ ভাগের অনুচ্ছেদ ২১৪ অনুযায়ী উচ্চ আদালতগুলি প্রতিষ্ঠিত। এছাড়াও, ২৩১ অনুচ্ছেদে আরও উল্লেখ করা হয়েছে যে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ উচ্চ আদালত থাকতে পারে।

ভারতের উচ্চ আদালত ভারতের রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থিত। ভারতের উচ্চ আদালতের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন।

তালিকা

[সম্পাদনা]
উচ্চ আদালত স্থাপিত আইনবল অধিক্ষেত্র স্থান বেঞ্চ বিচারপতি
অন্ধ্রপ্রদেশ উচ্চ আদালত জুলাই ২০১৯ অন্ধ্রপ্রদেশ পূনর্গঠন আইন, ২০১৪ অন্ধ্রপ্রদেশ, অমরাবতী   ৩৯
উত্তরাখণ্ড উচ্চ আদালত ২০০০ উত্তরপ্রদেশ পুনর্গঠন অধিনিয়ম, ২০০০ উত্তরাখণ্ড নৈনিতাল  
এলাহাবাদ উচ্চ আদালত[] ১১ জুন ১৮৬৬ উচ্চ আদালত অধিনিয়ম, ১৮৬৫ উত্তরপ্রদেশ এলাহাবাদ লখনউ ৯৫
ওড়িশা উচ্চ আদালত ৩ এপ্রিল ১৯৪৮ ঊড়িষ্যা উচ্চ ন্যায়ালয় আইন, ১৯৪৮ ওড়িশা কটক   ২৭
কেরালা উচ্চ আদালত[] ১৯৫৬ রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ কেরালা, লাক্ষাদ্বীপ কোচি   ৪০
কর্ণাটক উচ্চ আদালত[] ১৮৮৪ মহিসুর উচ্চ ন্যায়ালয় আইন, ১৮৮৪ কর্ণাটক বেঙ্গালুরু হুবলি, গুলবর্গা ৪০
কলকাতা উচ্চ আদালত ২ জুলাই ১৮৬২ ভারতে উচ্চ আদালত অধিনিয়ম, ১৮৬১ পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা পোর্ট ব্লেয়ার ৬৩
গুজরাত উচ্চ আদালত ১ মে ১৯৬০ রাজ্য পুনর্গঠন আইন, ১৯৬০ গুজরাত আহমেদাবাদ   ৪২
গৌহাটি উচ্চ আদালত[] ১ মার্চ ১৯৪৮ ভারত সরকার অধিনিয়ম, ১৯৩৫ অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মিজোরাম গুয়াহাটি কোহিমা, আইজলইটানগর ২৭
ছত্তিসগড় উচ্চ আদালত ১১ জানুয়ারি ২০০০ মধ্যাপ্রদেশ পুনর্গঠন আইন, ২০০০ ছত্তিসগড় বিলাসপুর  
জম্মু ও কাশ্মীরি উচ্চ আদালত ২৮ জুন ১৯৪৩ পত্র অধিকার দান জম্মু ও কাশ্মীর শ্রীনগর & জম্মু   ১৪
ঝাড়খণ্ড উচ্চ আদালত ২০০০ বিহার রাজ্য পুনর্গঠন আইন, ২০০০ ঝাড়খণ্ড রাঁচি   ১২
ত্রিপুরা উচ্চাদাত ২৩ মার্চ, ২০১৩ উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন অধিনিয়ম, ২০১২ ত্রিপুরা ইটানগর  
দিল্লি উচ্চ আদালত ৩১ অগাস্ট ১৯৩৩ দিল্লী উচ্চ আদালত অধিনিয়ম, ১৯৩৩ দিল্লি রাষ্ট্রীয় রাজধানী অঞ্চল নয়াদিল্লি   ৩৬
পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালত[] ৮ নভেম্বর, ১৯৪৭ পাঞ্জাব উচ্চ আদালত অধিনিয়ম, ১৯৪৭ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় চণ্ডীগড়   ৫৩
পাটনা উচ্চ আদালত ২ সেপ্টেম্বর ১৯১৬ ভারত সরকার অধিনিয়ম, ১৯১৫ বিহার পাটনা   ৪৩
মাদ্রাজ উচ্চ আদালত ১৫ জুলাই ১৮৬২ ভারতে উচ্চ ন্যায়ালয় আইন ১৮৬১ তামিলনাড়ু, পন্ডিচেরি চেন্নাই মাদুরাই ৪৭
বোম্বে উচ্চ আদালত ১৪ জুলাই ১৮৬২ ভারতে উচ্চ আদালত অধিনিয়ম, ১৮৬১ মহারাষ্ট্র, গোয়া, দাদরা ও নগর হাবেলি, দমন ও দিউ. মুম্বাই নাগপুর, পানাজি, ঔরঙ্গাবাদ ৬০
মেঘালয় উচ্চ আদালত ২৩ মার্চ, ২০১৩ উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন অধিনিয়ম, ২০১২ মেঘালয় শিলং  
মণিপুর উচ্চ আদালত ২৩ মার্চ, ২০১৩ উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন অধিনিয়ম, ২০১২ মণিপুর ইম্ফল  
মধ্যপ্রদেশ উচ্চ আদালত[] ২ জানুয়ারি ১৯৩৬ ভারত সরকার আইন, ১৯৩৫ মধ্যপ্রদেশ জব্বলপুর গোয়ালিয়র, ইন্দোর ৪২
রাজস্থান উচ্চ আদালত ২৭ জুন ১৯৪৯ রাজস্থান উচ্চ আদালত অধিনিয়ম, ১৯৪৯ রাজস্থান যোধপুর জয়পুর ৪০
সিক্কিম উচ্চ আদালত ১৯৭৫ ভারতের ৩৮তম সংবিধান সংশোধন সিক্কিম গ্যাংটক  
হিমাচল প্রদেশ উচ্চ আদালত ১৯৭১ হিমাচল প্রদেশ গঠন আইন, ১৯৭০ হিমাচল প্রদেশ সিমলা  
তেলেঙ্গানা ১ জানুয়ারি ২০১৯ অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪ তেলেঙ্গানা হায়দ্রাবাদ

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ি উচ্চ আদালত

[সম্পাদনা]
ভারতের প্রথম চারটি উচ্চ আদালতের মধ্যে একটি চেন্নাই-এ মাদ্রাজ হাইকোর্ট
ভারতের প্রথম চারটি উচ্চ আদালতের একটি এবং একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মুম্বাই-এ বোম্বে হাইকোর্ট
ভারতের প্রথম চারটি উচ্চ আদালতের মধ্যে একটি কলকাতা-এ কলকাতা হাইকোর্ট
প্রয়াগরাজের এলাহাবাদ হাইকোর্ট, ভারতের প্রথম চারটি হাইকোর্টের মধ্যে একটি
কেরালা হাইকোর্ট কোচি-এর কর্মদিবসের দৃশ্য
তেলেঙ্গানা হাইকোর্ট হায়দরাবাদ। ১৯১৯ সালে নির্মিত এটি প্রাচীনতম উচ্চ আদালতগুলির মধ্যে একটি।
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট হল চন্ডিগড় ক্যাপিটল কমপ্লেক্স, একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অমরাবতীতে অন্ধ্র প্রদেশের নতুন হাইকোর্ট ভবন
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল আদালত প্রধান আসন বেঞ্ছ
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্ট
পোর্ট ব্লেয়ার[]
অরুণাচল প্রদেশ গৌহাটি উচ্চ আদালত
ইটানগর[]
অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উচ্চ আদালত অমরাবতী
আসাম গৌহাটি উচ্চ আদালত গৌহাটি
বিহার পাটনা উচ্চ আদালত পাটনা
চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালত চণ্ডীগড়
ছত্তিশগড় ছত্তিশগড় উচ্চ আদালত বিলাসপুর
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ বোম্বে উচ্চ আদালত মুম্বাই
দিল্লি দিল্লি উচ্চ আদালত New Delhi
গোয়া বোম্বে উচ্চ আদালত
পানাজি[]
গুজরাত গুজরাত উচ্চ আদালত আহমেদাবাদ
হরিয়ানা পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালত চণ্ডীগড়
হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ উচ্চ আদালত সিমলা
জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর উচ্চ আদালত শ্রীনগর/জম্মু[]
ঝাড়খণ্ড ঝাড়খণ্ড উচ্চ আদালত রাঁচি
কর্ণাটক কর্ণাটক উচ্চ আদালত ব্যাঙ্গালোর ধারওয়াড়[] and গুলবর্গা[]
কেরল কেরল উচ্চ আদালত কোচি
লাদাখ Jammu and Kashmir উচ্চ আদালত শ্রীনগর/জম্মু[]
লাক্ষাদ্বীপ কেরল উচ্চ আদালত কোচি
মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ উচ্চ আদালত জবলপুর গোয়ালিয়র[] and Indore[]
মহারাষ্ট্র বোম্বে উচ্চ আদালত মুম্বাই ঔরঙ্গাবাদ[] এবং নাগপুর[]
মণিপুর মণিপুর উচ্চ আদালত ইম্ফল
মেঘালয় মেঘালয় উচ্চ আদালত শিলং
মিজোরাম গৌহাটি উচ্চ আদালত
আইজল[]
নাগাল্যান্ড গৌহাটি উচ্চ আদালত
কোহিমা[]
ওড়িশা ওড়িশা উচ্চ আদালত Cuttack
পুদুচেরি মাদ্রাজ উচ্চ আদালত চেন্নাই
পাঞ্জাব পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালত চণ্ডীগড়
রাজস্থান রাজস্থান উচ্চ আদালত যোধপুর জয়পুর[]
সিকিম সিকিম উচ্চ আদালত গ্যাংটক
তামিলনাড়ু মাদ্রাজ উচ্চ আদালত চেন্নাই মাদুরাই[]
তেলেঙ্গানা তেলেঙ্গানা হাইকোর্ট হায়দ্রাবাদ
ত্রিপুরা ত্রিপুরা হাইকোর্ট আগরতলা
উত্তরপ্রদেশ এলাহাবাদ হাইকোর্ট এলাহাবাদ লখনউ[]
উত্তরাখণ্ড উত্তরাঞ্চল হাইকোর্ট নৈনিতাল
পশ্চিমবঙ্গ কলকাতা উচ্চ আদালত কলকাতা জলপাইগুড়ি[]
Notes
  1. সার্কিট বেঞ্চ।
  2. স্থায়ী বেঞ্চ.
  3. শ্রীনগর গ্রীষ্মকালীন রাজধানী; জম্মু শীতের রাজধানী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মূলত আগ্রায় স্থাপন করা হয়। ১৮৭৫ সালে স্থানান্তরিত
  2. ত্রিবাঙ্কুর- কোচিন আদালতের স্থাপনা করা হয় ৭ জুলাই ১৯৪১ খৃষ্টাব্দে। পরে ১৯৫৬ সালে তার নাম পরিবর্তন করা হয়।
  3. ১৯৭৩ সালে মহীষূর উচ্চ আদালত থেকে কর্ণাটক উচ্চ আদালত করা হয়
  4. আগের নাম 'অসাম ও নাগাল্যান্ড উচ্চ ন্যায়ালয়'। ১৯৭১ সালে রাজ্য পুনর্গঠন আইনের বলে ১৯৭১এর পর নাম পরিবর্তন করা হয়
  5. মূলত ১৯৬৬ খৃস্টাব্দে পাঞ্জাব উচ্চ আদালতের নাম পরিবর্তন করে পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালত করা হয়।
  6. ভারত সরকার আইনএর বলে মধ্যপ্রদেশের জন্যে নাগপুরে স্থাপন করা হয়।