ভাউটার হানেগ্রাফ
ভাউটার হানেগ্রাফ | |
|---|---|
| জন্ম | ভাউটার ইয়াকোবাস হানেগ্রাফ ১০ এপ্রিল ১৯৬১ |
| শিক্ষা | উত্রেখট বিশ্ববিদ্যালয় |
| পেশা | ইতিহাসবিদ |
| নিয়োগকারী | আমস্টারডাম বিশ্ববিদ্যালয় |
ভাউটার ইয়াকোবাস হানেগ্রাফ (Wouter Hanegraaff) (জন্ম: ১০ এপ্রিল ১৯৬১) নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে হারমেটিক দর্শন ও সংশ্লিষ্ট ধারা-উপধারার ইতিহাসের অধ্যাপক।[১] তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইউরোপীয় পশ্চিমা গুপ্তদর্শন অধ্যয়ন সমিতির (ESSWE) প্রথম সভাপতি ছিলেন।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হানেগ্রাফের জন্ম আমস্টারডামে এবং তিনি একজন ধর্মতত্ত্ববিদ পিতার সন্তান ছিলেন।[৩] তিনি ১৯৮২ থেকে ১৯৮৭ পর্যন্ত জ্ভোলের পৌরসংগীতবিদ্যালয়ে ক্লাসিক্যাল গিটার এবং ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত উত্রেখট বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ইতিহাস অধ্যয়ন করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি উত্রেখট বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় অধ্যয়ন বিভাগে গবেষণা ফেলো ছিলেন এবং ১৯৯৬–১৯৯৯ সাল পর্যন্ত তিনি নেদারল্যান্ডস বিজ্ঞান গবেষণা সংস্থা (NWO)-এর পোস্টডক্টোরাল ফেলো হিসেবে প্যারিসেও কাজ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
১৯৯৯ সালে তিনি আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে হারমেটিক দর্শন ও সংশ্লিষ্ট ধারা-উপধারার ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হন। তিনি ২০০২–২০০৬ সাল পর্যন্ত নেদারল্যান্ডস ধর্মতত্ত্ব সমিতির সভাপতি ছিলেন এবং ২০০৫–২০১৩ পর্যন্ত ESSWE-এর সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি নেদারল্যান্ডস রয়্যাল অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্য নির্বাচিত হন।[৪]
নির্বাচিত গ্রন্থ
[সম্পাদনা]স্বরচিত গ্রন্থ
[সম্পাদনা]- New Age Religion and Western Culture: Esotericism in the Mirror of Secular Thought (১৯৯৬)
- Esotericism and the Academy: Rejected Knowledge in Western Culture (২০১২)
- Western Esotericism: A Guide for the Perplexed (২০১৩)
- Hermetic Spirituality and the Historical Imagination (২০২২)
সম্পাদিত গ্রন্থ
[সম্পাদনা]- Dictionary of Gnosis and Western Esotericism (২০০৫)
- Hidden Intercourse: Eros and Sexuality in the History of Western Esotericism (২০০৮)
- Hermes in the Academy (২০০৯)
- Hermes Explains: Thirty Questions about Western Esotericism (২০১৯)
আরও দেখুন
[সম্পাদনা]সূত্র
[সম্পাদনা]- ↑ Hanegraaff, Wouter (২২ অক্টোবর ২০১২)। "Wouter Hanegraaff on Western Esotericism"। The Religious Studies Project podcast (সাক্ষাৎকার)। সাক্ষাৎকার গ্রহণ করেন Knut Melvær। Religious Studies Project Association। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "dhr. prof. dr. W.J. (Wouter) Hanegraaff"। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭।
- ↑ Hanegraaff 1998, পৃ. vii।
- ↑ "Wouter Hanegraaff"। Royal Netherlands Academy of Arts and Sciences। ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬।