ভাইনামেরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস্তোনিয়ায় ভিনামারির অবস্থান।

ভাইনামেরি(Väinameri) ( এস্তোনীয় - প্রণালী সাগর বা প্রণালীর সাগর) অথবা ভাইনামেরি সাগর (Väinameri Sea) হল বাল্টিক সাগরের একটি প্রণালী এবং উপ-উপসাগর, যা পশ্চিম এস্তোনিয়াপশ্চিম এস্তোনীয় দ্বীপমালা এবং এস্তোনীয়ার মূল ভূখন্ড মধ্যে অবস্থিত।

এটি হল রিগা উপসাগরের উত্তর অংশ, যা উত্তর থেকে পূর্ব বাল্টিক সাগর পর্যন্ত প্রসারিত হয়।

ভাইনামেরি সাগরের কালি হল প্রায় ২,২০০ বর্গকিলোমিটার (৮৫০ মা)।[১]

ভিনামারিতে ছোট ছোট দ্বীপ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Väinameri Sea"Estonica। Eesti Instituut। ২৩ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬