ভবন দত্ত গণ উচ্চ বিদ্যালয়

স্থানাঙ্ক: ২৪°২৯′০৫″ উত্তর ৮৯°২৮′২৯″ পশ্চিম / ২৪.৪৮৪৭৯১° উত্তর ৮৯.৪৭৪৭০৫° পশ্চিম / 24.484791; -89.474705
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভবন দত্ত গণ উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র


স্থানাঙ্ক২৪°২৯′০৫″ উত্তর ৮৯°২৮′২৯″ পশ্চিম / ২৪.৪৮৪৭৯১° উত্তর ৮৯.৪৭৪৭০৫° পশ্চিম / 24.484791; -89.474705
তথ্য
ধরনমাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৬৯ (1969)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা
কর্মকর্তা৪ জন
শ্রেণীষষ্ঠ থেকে দশম
ভাষাবাংলা

ভবন দত্ত গণ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটি বিদ্যালয়।[১]

পরিচিতি[সম্পাদনা]

১৯৬৯ সালে নিভৃত পল্লীর অভ্যন্তরে অত্র এলাকার দরিদ্র জন সাধারণের আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে বিদ্যালটির অগ্রযাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে স্থানীয় কর্তৃপক্ষের উদার মনোভাব ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে তৎকালীন এম.পি মহোদয় জনাব মোঃ শামছুর রহমান খান (সাজাহান) সাহেব বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অবশেষে ১৯৭৫ সালে অত্র বিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রীরা এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে আশানুরূপ ফল লাভ করতে সক্ষম হয়। বিদ্যালয়টির উন্নয়ন কর্মকাণ্ড দিনদিন বৃদ্ধি পাচ্ছে। টাঙ্গাইল শহর থেকে ৪০ কি.মি. উত্তর পূর্বে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক থেকে ৭ কি.মি. পূর্বে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।[২] বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে রয়েছে বৃক্ষ বেষ্টিত নয়নাভিরাম পুকুর যা বিদ্যালয়ের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। বিদ্যালয়ের সামনে রয়েছে প্রধান শিক্ষক কক্ষ ১টি, শিক্ষক/শিক্ষিকা কক্ষ ১টি, অফিস কক্ষ ১টি, নামাজ ঘর ১টি, লাইব্রেরী কক্ষ ১টি, বিজ্ঞানাগার কক্ষ ১টি, ছাত্রী কমনরুম ১টি, এবং ১৫টি শ্রেণি কক্ষ।

বর্তমান অবস্থা[সম্পাদনা]

বর্তমানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালেব।

অর্জন[সম্পাদনা]

  • বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা আন্তক্রিড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভবন দত্ত গণ উচ্চ বিদ্যালয়"deoparaup.tangail.gov.bd। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়"tangail.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]