ভগ্নহৃদয় (গীতিকাব্য)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ভগ্ন হৃদয় (গীতি কাব্য) থেকে পুনর্নির্দেশিত)
ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা গীতিকাব্য।[১][২] এটি ১৮৮১ সালে প্রকাশিত হয়।[৩][৪] এটি ৩৪-টি সর্গে বিভক্ত।[৫] লন্ডনে ভ্রমণ কালে তিনি এটি রচনা করতে শুরু করেন।[২] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "সূূূচনা পর্ব"-এর অন্তর্গত।[৪] এতে বিহারীলাল চক্রবর্তীর প্রভাব সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়।[৩]

ভূমিকাংশ[সম্পাদনা]

রবীন্দ্রনাথ ভূমিকাংশে বলেছেন, "এই কাব্যটিকে কেহ যেন নাটক মনে না করেন।......"[৬]

পাত্রগণ[সম্পাদনা]

  • কবি
  • অনিল
  • মুরলা
  • ললিতা
  • নলিনী
  • কুমারী চপলা
  • লীলা
  • নলিনীর সখীগণ (সুরুচি, মাধবী প্রভৃতি)
  • সুরেশ
  • বিজয়
  • বিনোদ, প্রভৃতি।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভগ্নহৃদয় - ১ | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ 
  2. "Rabindranath: Timeless echoes"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ 
  3. "কবিগুরুর সাহিত্যকর্ম"risingbd.com। ২০১৪-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ 
  4. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুুলাই ২০০৭, বাণী বিতান।
  5. ভগ্নহৃদয় – রবীন্দ্র রচনাবলী
  6. "ভগ্নহৃদয় - ভূমিকা, ৩ | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ 
  7. "ভগ্নহৃদয় - ২ | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]