ব্ল্যাক বিউটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্ল্যাক বিউটি
প্রথম সংস্করণ, জারোল্ড অ্যান্ড সন্স, লন্ডন
লেখকঅ্যানা সি ওয়াল
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
ধরনশিশুসাহিত্য
প্রকাশকজারোল্ড অ্যান্ড সন্স
প্রকাশনার তারিখ
২৪ নভেম্বর ১৮৭৭
পৃষ্ঠাসংখ্যা২৫৫

ব্ল্যাক বিউটি হলো ১৮৭৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত ইংরেজ লেখিকা অ্যানা সি ওয়ালের অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস। অ্যানা সি ওয়াল তার শেষ জীবনের পঙ্গু হয়ে বাড়িতে শয্যাশায়ী অবস্থায় এই উপন্যাসটি রচনা করেন। লেখিকার মৃত্যুর পাঁচ মাস পরেই বইটি “বেস্টসেলার” নির্বাচিত হয়। প্রায় পাঁচ কোটি কপি বিক্রি হওয়া এই বইটিকে “সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বই” হিসেবেও গণ্য করা হয়।[১] বইটিতে প্রত্যক্ষভাবে প্রাণীদের কল্যাণের বিষয়টি শেখানো হলেও মানুষের প্রতি সদাচরণ, দয়া, সহানুভূতি ও সম্মান প্রদর্শনের শিক্ষাও প্রদান করা হয়েছে। ২০০৩ সালে বিবিসি পরিচালিত “দ্য বিগ রিড” জরিপে বইটির অবস্থান ছিল ৫৩তম।[২]

পটভূমি[সম্পাদনা]

অ্যানা সেওেল ইংল্যান্ডের গ্রেট ইয়ারমউথ জন্ম গ্রহণ করেন। ১৪ বছর বয়সে স্কুল থেকে আসার পথে তিনি পড়ে গিয়ে গোড়ালিতে আঘাত পান এবং ভুল চিকিৎসার কারণে বাকি জীবনে হাঁটতে সক্ষমতা হারান। হাঁটতে না পারলেও তিনি ঘোড়ার উপর ঘণ্টার পর ঘণ্টা নানা গবেষণা করেন এমনকি নিজের পিতাকেও কর্মস্থল থেকে আনা-নেওয়ার কাজ করতে শুরু করেন। ঘোড়ার সাহায্যে চলাচল করায় তার ঘোড়ার প্রতি কৃতজ্ঞতাবোধও জন্মেছিলো।

বিশ্লেষণ[সম্পাদনা]

বইটি ভিক্টোরিয়া যুগে ঘোড়াদের প্রতি আচরণ এর চিত্র প্রকাশ করে। তখন কার সময়ে মানুষ ঘোড়াদের সাথে অনেক কষ্টদায়ক আচরণ করতো। ঘোড়াদের বাহক লাগাম, চোখের ঠুলি প্রভৃতি দিয়ে আটকে রাখা হত। উপন্যাস এ লেখিকা ঘোড়াদের সাথে করা আচরণের প্রতিবাদ জানান যা পরবর্তীতে ব্যাপক সাড়া ফেলে এবং মানুষ ঘোড়াদের প্রতি আর সদয় হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Times on Black Beauty: "Fifty million copies of Black Beauty have been sold in the years since Anna Sewell's publisher paid her £20 for the story." (29 February 2008)
  2. "BBC – The Big Read".
  3. Coslett, pg. 69.