ব্লো-ব্জাং-দ্বাং-ফ্যুগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: blo bzang dbang phyug) (১৬৮৯-১৭৫৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় দ্কোন-র্দোর-স্প্রুল-স্কু (ওয়াইলি: dkon rdor sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-দ্বাং-ফ্যুগ ১৬৮৯ খ্রিষ্টাব্দে তিব্বতের নাংচেন নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি র্গ্যাল-বা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: rgyal ba rgya mtsho) নামক পঞ্চম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার ভ্রাতুষ্পুত্র ছিলেন। তিনি লাসা শহরে অবস্থিত সে-রা বৌদ্ধবহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এই সময় পঞ্চম পাঞ্চেন লামা, ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান (ওয়াইলি: ngag dbang mchog ldan) নামক চুয়ান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা, ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog), গ্রুব-খাং-দ্গে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: grub khang dge legs rgya mtsho) প্রভৃতি বিখ্যাত পণ্ডিত তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। এছাড়া সপ্তম দলাই লামা, ষষ্ঠ পাঞ্চেন লামা, ব্লো-ব্জাং-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস (ওয়াইলি: blo bzang bstan 'dzin 'phrin las) নামক চতুর্থ র্গ্যা-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: rgya ra sprul sku), রোল-পা'ই-র্দো-র্জে নামক তৃতীয় ল্চাং-স্ক্যা হো-থোগ-থু (ওয়াইলি: lcang skya hu thog thu) প্রভৃতি বিখ্যাত লামারাও তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করেন। শিক্ষালাভের শেষে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) বসবাস শুরু করেন। তিনি 'ত্শো-গ্ঝেস-বার-গ্যি-ম্দ্জাদ-পা-রাগ-রিম (ওয়াইলি: 'tsho gzhes bar gyi mdzad pa rag rim) নামক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে প্রথম ছয়জন 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার জীবনী বর্ণিত রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (আগস্ট ২০১০)। "The Second Kondor Tulku, Lobzang Wangchuk"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১২ 
পূর্বসূরী
ম্খাস-গ্রুব-শাক্য-ল্হা-দ্বাং
ব্লো-ব্জাং-দ্বাং-ফ্যুগ
দ্বিতীয় দ্কোন-র্দোর-স্প্রুল-স্কু
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ফ্যোগ্স-লাস-র্নাম-র্গ্যাল