ব্রুনাইয়ের পাসপোর্ট
ব্রুনাইয়ের পাসপোর্ট | |
---|---|
![]() সমসাময়িক ব্রুনাইয় বায়োমেট্রিক পাসপোর্টের কভার পাতা। | |
প্রচলন শুরুর তারিখ | ৫ মে, ২০০৮ (বায়োমেট্রিক সংস্করণ) |
প্রদানকারী সংস্থা | ![]() |
প্রকার | পাসপোর্ট |
উদ্দেশ্য | শনাক্তকরণ |
প্রদানের যোগ্যতা | ব্রুনাইয়ের নাগরিক |
মেয়াদ | ৫ বছর |
ব্রুনাইয়ের পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের উদ্দেশ্যে ব্রুনাইয়ের নাগরিকদের প্রদান করা হয়।
ব্রুনাই হচ্ছে একমাত্র দেশ যার নাগরিকরা ভিসা ছাড়া চীন, রাশিয়া, সেনজেন এলাকা এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারে।
ভাষা
[সম্পাদনা]উপাত্ত পাতা/তথ্য পাতা মালয় এবং ইংরেজি ভাষায় প্রিন্ট করা থাকে।
বৈধতা
[সম্পাদনা]ব্রুনাইয়ের পাসপোর্টের ৫ বছর সময়সীমা পর্যন্ত বৈধতা থাকে। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয়মাস থাকতে হবে।
বায়োমেট্রিক পাসপোর্ট
[সম্পাদনা]২০০৮ সাল থেকে, ব্রুনাইয়ের প্রতিটি পাসপোর্টে বায়োমেট্রিক বৈশিষ্ট্য সংজোযন করা হয়। এসব বায়োমেট্রিক পাসপোর্টসমূহে একটি চিপ রয়েছে যেখানে একজন নাগরিকের মুখাবয়ব এবং আঙুলেরচাপের চিত্র থাকে।[১]
ভিসা আবশ্যক
[সম্পাদনা]
২০১৮ সালে, ১৫৩টি দেশ এবং অঞ্চলে ব্রুনাইয়ের নাগরিকদের ভিসা-মুক্ত বা আগমনকালে ভিসা নিয়ে প্রবেশাধিকার ছিল, যা ভিসাহীন ভ্রমণের ক্ষেত্রে হেনলী পাসপোর্ট সূচক অনুযায়ী ব্রুনাইয়ের পাসপোর্টকে বিশ্বে ২২তম অবস্থানে অধিষ্ঠিত করে।[২]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ The Brunei Times, [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে, accessed 2 Dec 2015.
- ↑ "Global Ranking - Passport Index 2018" (পিডিএফ)। Henley & Partners। ৮ মার্চ ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৮।