ব্রিট ডিলম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রিট ডিলম্যান
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলজার্মানি
জন্ম (1963-04-04) ৪ এপ্রিল ১৯৬৩ (বয়স ৬০)
ক্রীড়া
দেশজার্মানি
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল১৯৮৮ গ্রীষ্মের প্যারালিম্পিক,
২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিক

ব্রিট ডিলম্যান (ইংরেজি: Britt Dillmann; জন্ম:এপ্রিল ১৯৬৩) একজন ১.০ পয়েন্ট জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

তিনি জার্মান হুইলচেয়ার বাস্কেটবল লীগে আরএসভি লাহন-ডিলের হয়ে খেলতেন এবং বহুবার তাঁর দেশের হয়ে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্বব করেছেন, ১৯৮৮ সালে, সিওলে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে রৌপ্যপদক জিতেছিলেন [১] এবং লন্ডনে ২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিকে স্বর্ণপদক জয়[২]। এই উল্লেখ সফলতার জন্য জার্মানির রাষ্ট্রপতি জোয়াচিম গৌক জার্মানি দলকে জার্মানের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, সিলবারনেস লরবার্ব্লাট (সিলভার লরেল লিফ) দিয়ে ভূষিত করেছিলেন।

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Strohkendl, Horst। The 50th Anniversary of Wheelchair Basketball: A History। পৃষ্ঠা 33। আইএসবিএন 9783830954415। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩ 
  2. "Britt Dillmann - Athletics | Paralympic Athlete Profile"International Paralympic Committee (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩