বিষয়বস্তুতে চলুন

ব্রজেন দাস সুইমিংপুল

স্থানাঙ্ক: ২৩°৪৩′৪৫″ উত্তর ৯০°২৪′৫১″ পূর্ব / ২৩.৭২৯১৯৯° উত্তর ৯০.৪১৪০২৯° পূর্ব / 23.729199; 90.414029
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রজেন দাস সুইমিংপুল
২৩°৪৩′৪৫″ উত্তর ৯০°২৪′৫১″ পূর্ব / ২৩.৭২৯১৯৯° উত্তর ৯০.৪১৪০২৯° পূর্ব / 23.729199; 90.414029
ঠিকানাঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স, পুরানা পল্টন
ডাককোডঢাকা - ১০০০
পরিচালনায়বাংলাদেশ সুইমিং ফেডারেশন
মালিকানাধীনজাতীয় ক্রীড়া পরিষদ
পূর্বতন নামপল্টন সুইমিংপুল
মোশাররফ হোসেন জাতীয় সুইমিং কমপ্লেক্স
বঙ্গবন্ধু স্টেডিয়াম সুইমিং কমপ্লেক্স
আইভি রহমান সুইমিংপুল
অবস্থাপ্রশিক্ষণের জন্য সক্রীয়
বৈশিষ্ট্য
৮ লেনের সুইমিংপুল

ব্রজেন দাস সুইমিংপুল বাংলাদেশের প্রথম সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল[][] ১৯৭০-এর দশকে নির্মিত ক্রীড়া স্থাপনাটি ঢাকা মহানগরীর পল্টনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের অন্তর্গত।[] ঢাকা মহানগরীতে অবস্থিত তিনটি সরকারী সুইমিংপুলের অন্যতম। পল্টন সুইমিংপুল নামেও পরিচিত,[] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত।[] বাংলাদেশ সুইমিং ফেডারেশন পুলটির দেখভাল করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশের প্রথম সুইমিং কমপ্লেক্স হিসেবে ১৯৭০ দশকে উদ্বোধন ও চালু করা হয়।[][] ১৯৯৩ সালে মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্স প্রতিষ্ঠার আগে[] এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা হতো।[] এটি ছিল ১৯৮৫ সালে আয়োজিত দ্বিতীয় দক্ষিণ এশীয় গেমসে সাঁতার ক্রীড়ার সকল ইভেন্টের আয়োজস্থল।[] ক্রীড়ার বাইরে স্থাপনাটি সঙ্গীতজ্ঞ আজম খানের স্মৃতি বিজরিত। তিনি এখানকার নিয়মিত প্রশিক্ষক ছিলেন।[]

পল্টন সুইমিংপুল নামে পরিচিত স্থাপনাটির আনুষ্ঠানিক নাম বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। প্রথমবার এটির নাম স্বাধীনতা পুরস্কার জয়ী কৃতি সাঁতারু মোশাররফ হোসেনের নামে 'মোশাররফ হোসেন জাতীয় সুইমিং কমপ্লেক্স" করা হয়েছিল।[] দীর্ঘদিন দিন এটি 'বঙ্গবন্ধু স্টেডিয়াম সুইমিং কমপ্লেক্স' হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের নথিভূক্ত শিরোনামে অভিহিত হয়েছে।[] অতপর আইভি রহমানের মরনোত্তর সম্মানে নাম পরিবর্তন করা হয়।[১০] ২০২৫ সালের ২৩ এপ্রিল ছয়বার ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু ব্রজেন দাসের নামে নামকরণ হয়েছে।[১১]

কাঠামো

[সম্পাদনা]

এটি খোলা আকাশের নিচে উন্মুক্ত ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল। পুলটির দুইপাশে ৫ ধাপ বিশিষ্ট সহস্রাধিক দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি আছে।[]

আয়োজন

[সম্পাদনা]

এটি বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা আয়োজনের ভেন্যু।[১২] বাংলাদেশ সুইমিং ফেডারেশন এখানে সাঁতার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে।[][১৩] ঢাকা মহানগরের সরকারী সুইমিংপুল গুলোর মধ্যে সাঁতার শেখার জন্য এটি, ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্স সবচেয়ে বেশি ব্যবহার হয়।[১৪] এছাড়া বেসরকারী উদ্যোগতারাও প্রশিক্ষণের জন্য পুলটি ব্যবহার করে।[১৫] ২০০৫ থেকে পুলটিতে পানি শোধনাগার ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই,[] তাই কোন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা না করে, বরং শিক্ষানবিশ সাঁতারুদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে।[১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রওশন, শরীফ (২০২৪-০১-২৬)। "অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল"এখন টিভি। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯ 
  2. "ব্রজেন দাসের নামে সুইমিং পুল"জাগো নিউজ। ২০২৫-০৪-২৪। ২০২৫-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-৩০ 
  3. নাফি, তাছওয়ার (২০২৫-০৫-০৪)। "দুই দশক ধরে অকেজো পল্টনের সুইমিং কমপ্লেক্স"এখন টিভি। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০২ 
  4. "সুইমিংপুল (ঢাকা মহানগরীর অভ্যন্তরে)"জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৪-০৬-৩০। ২০১৯-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯ 
  5. "অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল"স্পোর্টসমেইল২৪। ২০১৭-১০-৩১। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯ 
  6. "পুরোনো সুইমিং কমপ্লেক্সের নতুন শুরু"জাগো নিউজ। ২০২০-০১-০২। ২০২০-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০২ 
  7. মাহমুদ, দুলাল (২০২১-০৭-০৫)। "ঢাকায় সাফ গেমসের প্রথম উৎসব"উৎপল শুভ্র ডট কম। ২০২৫-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০২ 
  8. "মুক্তিযোদ্ধা-পপগুরু আজম খান, ভোলা কি যায়!"চ্যানেল আই। ২০১৮-০২-২৮। ২০২০-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫ 
  9. "Structures Under NSC"জাতীয় ক্রীড়া পরিষদ (ইংরেজি ভাষায়)। ২০১৫-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০৫ 
  10. "৭ দিনের মধ্যে স্কোরবোর্ডের অবস্থা জানতে চান পাপন"ঢাকা পোস্ট। ২০২৪-০৫-২৮। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯ 
  11. "চট্টগ্রাম ও ময়মনসিংহের স্টেডিয়ামের নাম পরিবর্তন করলো জাতীয় ক্রীড়া পরিষদ"সময় টিভি। ২০২৫-০৪-২৪। ২০২৫-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-৩০ 
  12. "সাঁতারে চ্যাম্পিয়ন মিদুল হাসান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২৪-০৫-১৭। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯ 
  13. "সাঁতার শেখার ও অনুশীলনের নিয়মাবলী"বাংলাদেশ সুইমিং ফেডারেশন। ২০২০-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯ 
  14. পারভিন, শাহনাজ (২০০৮-০৭-২১)। "Swimming fast gaining in popularity"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১০ 
  15. "সুইমিংপুলে শিশুদের মহানন্দ"জাগো নিউজ। ২০১৬-০৪-০১। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯ 
  16. ইসলাম, রফিকুল (২০২৫-০২-২৫)। "'জেলা সুইমিংপুলগুলো ফেডারেশনের অনুকূলে বরাদ্দ চাইবো'"জাগো নিউজ। ২০২৫-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০১এখানে কেবল নবীশ সাঁতারু আছে, স্কুল-কলেজের শিক্ষার্থী যারা সাঁতার জানেন না তাদের সার্ভিস দেওয়ার জন্যই পুলটা চালু রেখেছি। অন্য কিছু এখানে করা যাচ্ছে না। - মাহবুবুর রহমান শাহীন