ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো (গানদেন ত্রিপা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: ཚེ་བརྟན་རྒྱ་མཚོওয়াইলি: tshe brtan rgya mtsho) (১৫১৬-১৫৯০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চতুর্বিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো ১৫১৬ খ্রিষ্টাব্দে তিব্বতের ঝোগ্স-গ্রাম-ফু (ওয়াইলি: zhogs gram phu) নামক স্থানে জন্মগ্রহণ করেন। স্তাগ-র্ত্সে-রিন-ছেন-স্গাং (ওয়াইলি: stag rtse rin chen sgang) বৌদ্ধবিহার থেকে ধর্মশিক্ষার পর তিনি গ্যুমে মহাবিদ্যালয়ে ও দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি ১৫৭৫ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চতুর্বিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং আট বছর ঐ পদে থাকেন। ফাগ-মো-গ্রু-পা রাজবংশ দ্বারা স্তাগ-র্ত্সে-রিন-ছেন-স্গাং বৌদ্ধবিহার আক্রান্ত হলে তিনি ঝোগ্স-গুর-স্মোন (ওয়াইলি: zhogs gur smon) নামক স্থানে এক ধর্মবিদ্যালয় স্থাপন করেন। দ্গা'-ল্দান-খ্রি-পা পদ থেকে অবসরের পর তিনি ম্ঙ্গোন-দ্গা' (ওয়াইলি: mngon dga') নামক স্থানে বাকি জীবন বসবাস করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Twenty-Fourth Ganden Tripa, Jampa Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৩ 
পূর্বসূরী
ত্শে-ব্র্তান-র্গ্যা-ম্ত্শো
ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো
চতুর্বিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
দ্পাল-'ব্যোর-র্গ্যা-ম্ত্শো