ব্যাডল্যান্ডস গার্ডিয়ান

স্থানাঙ্ক: ৫০°০০′৩৮.২০″ উত্তর ১১০°০৬′৪৮.৩২″ পশ্চিম / ৫০.০১০৬১১১° উত্তর ১১০.১১৩৪২২২° পশ্চিম / 50.0106111; -110.1134222 (ব্যাডল্যান্ডস গার্ডিয়ান)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৩৮ সালে ইয়ারফোনের মতো দেখতে রাস্তা নির্মাণের আগে ব্যাডল্যান্ডস গার্ডিয়ান

ব্যাডল্যান্ডস গার্ডিয়ান হলো কানাডার অ্যালবার্টার দক্ষিণ-পূর্বদিকে মেডিসিন হ্যাটের নিকটে অবস্থিত একটি বিশেষ ভূমিরূপ। লিন হিকক্স নামের এক ব্যক্তি ২০০৫ সালে গুগল আর্থে এটি আবিষ্কার করেন।[১]

বর্ণনা[সম্পাদনা]

আকাশ থেকে দেখতে ভূমিরূপটি দেখতে কানাডার আদিবাসী টুপির অনুরূপ মাথালযুক্ত একটি মহিলার মুখের সদৃশ, যাকে সরাসরি পশ্চিমদিকে মুখ করে থাকতে দেখা যায়। এছাড়া মানবসৃষ্ট কিছু স্থাপনা ভূমিকাঠামোয় মহিলাটির পরিহিত ইয়ারফোনের অনুরূপ কাঠামো গঠন করেছে।[২][৩] একটি রাস্তা ও এর শেষপ্রান্তে একটি তেলের কূপ আপাতদৃষ্টিতে ইয়ারফোনের মতো কাঠামো গঠন করে। এই অবকাঠামো সম্প্রতিই নির্মাণ করা হয়েছে এবং এই তেলখনির প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর এগুলো সরিয়ে নেওয়া হবে।[৪]

প্রতিকৃতির মাথার অংশটি হলো প্রকৃতপক্ষে বায়ুপানির প্রবাহের ফলে কাদামাটি ক্ষয় হয়ে সৃষ্ট প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা।[২][৫] অনুর্বর ব্যাডল্যান্ডস এলাকা বৃষ্টিবিরল কিন্তু ভারি বৃষ্টিপ্রবণ এলাকা। এখানে বিক্ষিপ্ত গাছপালা ও নরম কর্দমাক্ত মাটি বিদ্যমান। খুব স্বল্প সময়ে ভারি বৃষ্টিপাতের ফলে দ্রুত ক্ষয়ীভবনের মাধ্যমে ব্যাডল্যান্ডস গার্ডিয়ানের মাথার কাঠামো গঠিত হয়েছিল। যদিও ছবিতে কাঠামোগুলো উত্তলাকৃতির মনে হলেও প্রকৃতপক্ষে অবতল। অর্থাৎ এখানে উপত্যকা বিদ্যমান।[৬][৭] কর্দমাক্ত মাটির স্তরে ক্ষয়ের ফলে এটি গঠিত হয়েছে।[৭] এটি ফাঁপা-মুখ বিভ্রমের একটি দৃষ্টান্ত। এই ভূমিরূপের বয়স অন্তত কয়েকশ বছর।[৪]

২০০৬ সালে সিবিসিস রেডিও ওয়ানে অ্যাজ ইট হ্যাপেন্স অনুষ্ঠানে এই ভূমিরূপের জন্য একটি নাম প্রস্তাবের আহ্বান করা হয়। ৫০টি নামের মধ্যে সাতটি নাম সাইপ্রেস কাউন্টি পরিষদের নিকট পেশ করা হয়। তারা “গার্ডিয়ান অব দ্য ব্যাডল্যান্ডস” নামটি উলটে “ব্যাডল্যান্ডস গার্ডিয়ান” নামটি নির্বাচন করেন।[৫]

সিডনি মর্নিং হেরাল্ড একে “ইন্টারেন্ট সেনসেশন” হিসেবে বর্ণনা করে।[২] পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন একে “ভূতাত্ত্বিক বিস্ময়” বলে উল্লেখ করে।[৮] টাইম ম্যাগাজিন গুগল আর্থে পাওয়া শীর্ষ দশ বস্তুর তালিকায় একে সপ্তম স্থানে রাখে।[৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Atlas Obscura names Alberta's 'Badlands Guardian' curious, hidden wonder"। সিবিসি নিউজ। 
  2. হাচিওন, স্টিফেন (১৩ নভেম্বর ২০০৬)। "Gran's canyon is a net sensation" (ইংরেজি ভাষায়)। সিডনিউ মর্নিং হেরাল্ড। 
  3. র‍্যান্ডাল স্ট্রস (২৩ সেপ্টেম্বর ২০০৮)। প্ল্যানেট গুগল: ওয়ান কোম্পানি'স অডাশাস প্ল্যান টু অর্গানাইজ এভরিথিং উই নোবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন (ইংরেজি ভাষায়)। ফ্রি প্রেস। পৃষ্ঠা ১৪২আইএসবিএন 978-1-4165-8047-8। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩The Badlands Guardian, for example, a natural geologic formation near Alberta, Canada, was often visited by online aviators. It resembles a human head, wearing Native American headdress—and also appears to be naturally adorned with ... 
  4. "The Badlands Guardian" (ইংরেজি ভাষায়)। কানাডা.কম। ২৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Alberta's Aztec Rocker?"অ্যাজ ইট হ্যাপেনস (ইংরেজি ভাষায়)। সিবিসি রেডিও।  (ভূতত্ত্বের অধ্যাপক ড. ফ্রোইজের ধারণকৃত সাক্ষাৎকার যুক্ত করা আছে।)
  6. As It Happens 3D rendering by CBC Radio[অকার্যকর সংযোগ]
  7. ড্যান ফ্লেচার। "Top 10 Google Earth Finds: A Face in the Clay"টাইম (ইংরেজি ভাষায়)। 
  8. PCWorld In Pictures: The Strangest Sights in Google Earth PC World Staff July 9, 2007 1:00 am

বহিঃসংযোগ[সম্পাদনা]