ব্যাঙ্ক অব বোম্বাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যাঙ্ক অফ বোম্বাই থেকে পুনর্নির্দেশিত)
ব্যাঙ্ক অব বোম্বাইয়ের ১০ রুপির নোট

ব্যাঙ্ক অফ বোম্বাই হল ব্রিটিশ ভারতের তিনটি প্রেসিডেন্সি ব্যাঙ্কের অন্যতম (অপর দুটি ব্যাঙ্ক হল ব্যাঙ্ক অফ ক্যালকাটাব্যাঙ্ক অফ মাদ্রাজ)। ১৮৪০ সালের ১৫ এপ্রিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সনদ বলে এই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাঙ্কের সদর দফতর ছিল বোম্বাই (অধুনা মুম্বই) শহরে। ব্যাঙ্ক অফ বোম্বাই একটি বাণিজ্যিক ব্যাঙ্ক হিসেবে কাজ করত। সেই সময় ভারতে কোনো কেন্দ্রীয় ব্যাঙ্ক না থাকায় ব্যাঙ্ক অফ মাদ্রাজ কেন্দ্রীয় ব্যাঙ্কের কোনো কোনো দায়িত্ব পালন করত।

১৯২১ সালের ২৭ জানুয়ারি ব্যাঙ্ক অফ বোম্বাইয়ের সঙ্গে ভারতের অপর দুটি প্রেসিডেন্সি ব্যাঙ্ক (ব্যাঙ্ক অফ ক্যালকাটা ও ব্যাঙ্ক অফ মাদ্রাজ) সংযুক্ত করে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়। ১৯৫৫ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্ব গ্রহণ করলে উক্ত ব্যাঙ্ক ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অধিগ্রহণ করে। ১৯৫৫ সালের ৩০ এপ্রিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম বদলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাখা হয়।

আরও পড়ুন[সম্পাদনা]

  • THE EVOLUTION OF THE STATE BANK OF INDIA, Volume 1 — The Roots 1806-1876 by Amiya Kumar Bagchi [১]

তথ্যসূত্র[সম্পাদনা]