বিষয়বস্তুতে চলুন

ব্যাং-সেম্স-র্গ্যাল-বা-য়ে-শেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যাং-সেম্স-র্গ্যাল-বা-য়ে-শেস (ওয়াইলি: byang sem rgyal ba ye shes) (১২৪৭-১৩২০) কালচক্র বিষয়ক একজন বিখ্যাত তিব্বতী বৌদ্ধ পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

ব্যাং-সেম্স-র্গ্যাল-বা-য়ে-শেস ১২৪৭ খ্রিষ্টাব্দে তিব্বতের ম্দো-খাম্স (ওয়াইলি: mdo khams) জন্মগ্রহণ করেন। তিনি কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর দ্বিতীয় র্গ্যাল-বা-কার্মা-পা কার্মা-পাক্শির নিকট শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর তিনি শার-পা-'জাম-দ্ব্যাংস-ছেন-পো-রিন-ছেন-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: shar pa 'jam dbyangs chen po rin chen rgyal mtshan) ও তার জ্যৈষ্ঠ ভ্রাতা য়ে-শেস-রিন-ছেন নামক দুইজন সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের পণ্ডিতের নিকট এবং জো-নাং বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা কুন-স্পাংস-থুগ্স-র্জে-ব্র্ত্সোন-গ্রুসের নিকট কালচক্র ও বিমলপ্রভা নামক টীকাভাষ্য সম্বন্ধে শিক্ষালাভ করেন। কুন-স্পাংস-থুগ্স-র্জে-ব্র্ত্সোন-গ্রুসের আদেশে তিনি ব্দে-ছেন (ওয়াইলি: bde chen) বৌদ্ধবিহার স্থাপন করেন। ১৩১৩ খ্রিষ্টাব্দে কুন-স্পাংস-থুগ্স-র্জে-ব্র্ত্সোন-গ্রুস তাকে জো-নাং বৌদ্ধবিহারের পরবর্তী প্রধান লামা নির্বাচন করেন। ১৩১৯ খ্রিষ্টাব্দে ব্যাং-সেম্স-র্গ্যাল-বা-য়ে-শেস ঐ বৌদ্ধবিহারের পরবর্তী প্রধান লামা হিসেবে য়োন-তান-র্গ্যা-ম্ত্শোকে নির্বাচন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Jangsem Gyelwa Yeshe"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৮ 
পূর্বসূরী
কুন-স্পাংস-থুগ্স-র্জে-ব্র্ত্সোন-গ্রুস
ব্যাং-সেম্স-র্গ্যাল-বা-য়ে-শেস
জো-নাং বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান
উত্তরসূরী
য়োন-তান-র্গ্যা-ম্ত্শো