ব্যবহারকারী আলাপ:ZI Jony/সংগ্রহশালা/২০১৯

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিতে কাজ করার জন্য ধন্যবাদ জানাই। আপনার তৈরি মনিষা সাক্সেনা নিবন্ধটির অনুবাদ যান্ত্রিক। দয়া করে এর অনুবাদ ঠিক করবেন কি? --আফতাব (আলাপ) ১৮:০২, ১৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত কাজ করার অনুরোধ[সম্পাদনা]

শুভেচ্ছা নিবেন ZI Jony, আপনাকে আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত কাজ করার অনুরোধ জানাচ্ছি। বাংলা হল আমাদের মাতৃভাষা, আমরা যদি এতে কাজ না করি তবে এর উন্নয়ন হবে না। আপনি বাংলাভাষী হয়েও ইংরেজি উইকিতে কাজ করছেন, কিন্তু কোন ইংরেজিভাষী বাংলা উইকিতে কাজ করতে যাবে না। তাই বাংলা উইকির উন্নয়ন আমাদের করতে হবে। অতি দুঃখএর বিষয় হল কি, প্রায় ২৮ কোটি বাঙ্গালির মধ্যে মাত্র ২০-৩০ জন বাংলা উইকির সাথে সক্রিয় :( যেখানে ইংরেজি উইকিতে লক্ষ লক্ষ লোক কাজ করে; এমনকি জনসংখ্যার দিক দিয়ে বাঙ্গালির থেকে কম হলেও ফরাসি, স্পেনীয়, জার্মান, ইতালীয় উইকি বাংলা উইকি থেকে হাজার গুণে অগ্রসর। আশা করছি, আপনি অনুরোধটি রাখবেন ও বাংলা উইকিতে নিয়মিত কাজ করবেন। আপনি নিবন্ধ অনুবাদ করে, সম্প্রসারণ করে কাজ করতে পারেন (আপনার কম্পিউটারে বাংলা কীবোর্ড না থাকলেও আপনি বাংলা উইকিতে কাজ করতে পারেন, সাহায্য:বাংলা টাইপ করা দেখুন। মোবাইলে জীবোর্ড, রিদ্মিক ব্যবহার করতে পারেন)। আপনার আশায় থাকলাম। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৫:২০, ২৪ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ছোট নিবন্ধ[সম্পাদনা]

ZI Jony, বাংলা উইকিপিডিয়াতে আমরা মানের দিক দিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সে জন্য বিভিন্ন সময়ে ছোট নিবন্ধ না তৈরি বা তৈরি হলে সেটি বেশ কিছুদিন পরও যদি সম্প্রসারণ না হয় সেক্ষেত্রে অপসারণ করা হয় সাধারণত। সে জন্য আমরাও ব্যবহারকারীকে ছোট কয়েক লাইনের ছোট নিবন্ধ না তৈরির পরামর্শ দিয়ে থাকি। আপনি অনেকগুলো ছোট নিবন্ধ তৈরি করেছেন, দয়া করে সেগুলোতে কমপক্ষে দুই প্যারা লেখা যুক্ত করুন। তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:০১, ৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অধিকারের আবেদন মুছে ফেলা প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, আপনার অধিকারের আবেদনটি আপনি প্রত্যাহার করে মুছে দিয়েছিলেন যা পুনরায় উদ্ধার করা হয়েছে এবং প্রত্যাহার হিসেবে বন্ধ করা হয়েছে। আবেদনটি আপনার নিজের হলেও, আপনি একেবারে মুছে দিতে পারেন না কারণ উক্ত আবেদনে অন্য ব্যবহারকারীর মন্তব্য রয়েছে। যদি আবেদনটিতে কেউ সাড়া দেওয়ার পূর্বে মুছে দিতেন সেক্ষেত্রে অসুবিধা ছিল না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩২, ২৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Ownership/Copyright[সম্পাদনা]

Hello. In December, you created this, listing yourself as the sole author, when in fact you had nothing to do with it’s writing or development. Obviously, taking credit for other people’s work is against copyright law, so please refrain from doing so in the future. Thank you, Vermont (আলাপ) ১১:২৯, ২০ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Hi Vermont, I was try to do something there, but as you can see currently nothing is there which could be against copyright law. জনি (আলাপ) ১১:৪৩, ২০ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ZI Jony, due credit should be added where required. Copyright law dictates that attribution is required – your reply seems to indicate that you have no knowledge of how copyright works, I'm afraid. Copyright doesn't work by your own rules, despite what you may think. Hiàn (mobile) (আলাপ) ১৫:০৬, ২০ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অনুরোধ[সম্পাদনা]

অনুগ্রহ করে খেয়াল করুন বর্তমানে আমি এই একাউন্ট থেকেই সম্পাদনা করে থাকি তবে এর আগে একাউন্ট ছাড়াই সম্পাদনা করতাম ২০১৫ সালে আমার একটা একাউন্ট ছিল একাউন্ট সম্পর্কে কোনো তথ্য না থাকার কারণে উল্লেখ একাউন্ট দিয়ে আমি আর সম্পাদনা করতে পারচ্ছি না আর এই বেপারে বিষয় টি নিয়ে উইকিপিডিয়ার এক মিট আপে বিস্তারিত ভাবে জানিয়ে ছিলাম যদি এমন কোনো এ কাউন্ট থাকে যা আমার মনে হয় তা মুছে দিতে পারেন। তবে আমি এখন থেকে এই একাউন্ট দিয়েই উইকিপেডিয়াতে সম্পাদনা করতে চাচ্ছি যদি কোনো আপত্তি না থাকে। আর এখন আমি উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন এবং পাসওয়াট ইমেইল এর বেপারে সচেতন। তার পর ও যদি এমন কিছু লক্ষ করেন তবে আমাকে জানাবেন। আর ভুল হলে সংশোধন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ২০১৯ সালে নতুন মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করার কারণে আইপি ঠিকানা নাও মিলতে পারে একটু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করা হল কারণ ঐ সকল একাউন্ট আমার নাও হতে পারে। তাই আর এই ধরনের অভিযোগ না আনার জন্য অনুরোধ রইল TowfiqSultan

আর হা জনি ভাই আমি, আমি আবারও বলছি এই বিষয় নিয়ে এর আগেও বিস্তারিত কথা হয়েছে আর এখন আমি আমার ভুল গুলো সংশোধন করে নিয়েছি।

ভাই জনি ভাই সাহায্য করুন।

ধন্যবাদ

ভাই, আমি বুঝতে পারছি না। আপনি কেন বারিষাব ইউনিয়ন থেকে তথ্য গুলো মুছে ফেলছেন আফতাবুজ্জামান ভাই বল যে এই গুলো যোগ করা যাবে আর আমি যেই তথ্য গুলো যোগ করছি আপনি মুছে ফেলছেন। অনুগ্রহ করে উত্তর দিয়েন। ভাই আমাকে না করলে আমি আর এই তথ্য যোগ করব না। কিন্তু আপনিত মুছেই যাচ্ছেন। যাই হউক আপনি এইভাবে তথ্য মুছে ফেলার কারণ টা উল্লেখ করেবেন।

" ধন্যবাদ "

আমাকে পরামর্শ এবং সাহায্য করার জন্য ধন্যবাদ।

আমি প্রথমে বিস্তারিত পড়ব তার পর সম্পাদনা করব। যদিও এর আগে কয়েক বার পড়েছি। TowfiqSultan (আলাপ) ১৪:১৯, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, যদি কোনো লিখা খারাপ ভাবে লিখে থাকি আপনি কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা চাচ্ছি।

আসলে দেখেন আমার আরও অনেক কিছু শিখার আছে ভাই আমার সম্পাদনায় / নিবন্ধনে যদি কোনো ভুল করে থাকি আমাকে বলবেন আমি সংশোধন করব। কিন্তু আপনি মুছে দিলে সে টা ত আর আমার শিখা বা জানা হল না। আমি নীতিমালা পরেছি এবং বুজেছি তবে এই কাজ টা আপনি চাইলে করতেই পরেন। আমি কিছু দিন উইকিপিডিয়া তে আসছি না। কিছু দিন পর আবার আগের মত সক্রিয় থাকব এবং সঠিক ভাবে সম্পাদনা করব। আমার জন্য দোয়া করবেন। এই কিছু দিন না হয় নীতিমালা সম্পর্কে ধারণা নিলাম...

আশা করি এখন থেকে আমাকে আমার ভুল গুলো দেখিয়ে দিবেন। মুছতে হলে আমি মুছব তাহলেই ত এই তথ্য গুলো বার বার যোগ করকে হবে না।

আর সহজেই বুঝতে পারব কি যোগ করা যাবে আর কি করা যাবে না। TowfiqSultan (আলাপ) ১৪:০৪, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@TowfiqSultan: প্রথমে আপনি বাংলা উইকিপিডিয়া সম্পর্কে জানুন এবং পরে সম্পাদন করুন। এখানে দেখুন। জনি (আলাপ) ১৪:১৫, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  • মোবাইল দিয়ে লিখার কারণে এই গুলো সমস্যা গুলো হচ্ছে।

"আল্লাহ্ আপনার ভালো করুন " — Preceding unsigned comment added by TowfiqSultan (talkcontribs) 14:44, 5 July 2019 (UTC) TowfiqSultan (আলাপ) ১৪:৫২, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশ পাতায় বাংলাদেশের ক্ষেত্রফল সংশোধন সম্পর্কে[সম্পাদনা]

দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুকে বাংলাদেশের ক্ষেত্রফল ১, ৪৮, ৪৬০ বর্গ কি.মি. দেয়া হয়েছে। (এখানে)
যদিও জাতীয় তথ্য বাতায়নে সেটি দেয়া আছে ১, ৪৭,৫৭০ বর্গ কি.মি.। এখানে উল্লেখ্য যে জাতীয় তথ্য বাতায়ন সর্বশেষ ২রা ডিসেম্বর ২০১৮ তে হালনাগাদ করা হয়েছিল।
সেহেতু দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথটি গ্রহণ করা উচিত নয় কি? কেননা এটি প্রতি সপ্তাহে হালনাগাদ করা হয়। – Jihan (আলাপ) ১০:৪৬, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Rifat Hasan Jihan: আপনি যেই হিসেবে বলেছেন তা সঠিক, তবে আপনাকে উন্মুক্ত প্রমাণ {{ওয়েব উদ্ধৃতি}} অথবা {{সংবাদ উদ্ধৃতি}} ব্যবহার করে তথ্যসুত্র সংযুক্ত করতে হবে। জনি (আলাপ) ১৩:০১, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: আমি তথ্যসূত্র যুক্ত করাতে অতটা পারদর্শী বা অভিজ্ঞ নই। এক্ষেত্র আমি আপনাকে যথাযথ {{ওয়েব উদ্ধৃতি}} অথবা {{সংবাদ উদ্ধৃতি}} ব্যবহার করে তা সংশোধন করতে অনুরোধ করছি।– Jihan (আলাপ) ১৩:০৭, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে জনি (আলাপ) ১৪:১৭, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: পাতাটিতে আরও কিছু গৌণ সম্পাদনা যুক্ত করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে অনুমোদন দেয়ার অনুরোধ করছি। – Jihan (আলাপ) ০১:৩১, ৬ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Rifat Hasan Jihan: এটার জন্য বাংলাদেশের সরকারের তথ্যসূত্র প্রয়োজন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৮, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

দুটি পাতা সম্পর্কে[সম্পাদনা]

@জনী ভাই, নিউ ওয়ার্ল্ড অর্ডার (ষড়যন্ত্র তত্ত্ব) - এটি এবং জেরুজালেমের জনসংখ্যা বিষয়ক ইতিহাস পাতা দুটো কি 'ডিলিট' এর আওতায় আনা যায়? পারভেজ সিরাজি (আলাপ) ১৩:৪৮, ৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অনুরোধ  করা হয়েছে জনি (আলাপ) ১৩:৫৬, ৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

একটি চিত্র প্রসঙ্গে[সম্পাদনা]

@জনী ভাই, এই চিত্রে তে মহীন ভাই ডিলিট ট্যাগ লাগিয়েছিলেন কিন্তু এখনো এটা ডিলিট হচ্ছেনা কেন? পারভেজ সিরাজি (আলাপ) ০৩:৩৩, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@পারভেজ সিরাজি: মহীন ভাই নিজেই এটি অপসারণ করতে পারেন। জনি (আলাপ) ০৪:০৩, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অনুরোধ[সম্পাদনা]

@ZI Jony: ভাই আমি কোনোভাবেই নিবন্ধ এর নাম ইংরাজি থেকে বাংলা করতে পারছি না আমি বিষয়টি বুজতে পারছি না,কিভাবে এটা করতে হয়,যদি আমাকে তথ্য দিয়ে সাহায্য করেন,তাহলে কৃতার্থ হই।এফ আর শুভ (আলাপ) ১৪:৩৩, ১৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Foysalur Rahman Shuvo: আমি সানি দিনশা স্থানান্তর করে দিয়েছি। বিস্তারিত জানতে উইকিপিডিয়া:পাতা স্থানান্তর দেখুন। জনি (আলাপ) ১৪:৫৪, ১৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

একটি চিত্র[সম্পাদনা]

@ZI Jony: এই চিত্রটি সম্পর্কে শক্ত যুক্তি দিন, আমি নাস্তিকতার বিরুদ্ধে নই কিন্তু তাও আমার উইকিপিডিয়াতে এই চিত্রটি পছন্দ হচ্ছেনা, চিত্রটিতে অপসারণ ট্যাগ লাগানো হয়েছে। এইচ রনি (আলাপ) ১১:৪৮, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@এইচ রনি: আপনার পছন্দ নাহলে তাতে অপসারণ ট্যাগ লাগানো যাবেনা। নিয়ম মেনে অপসারণ ট্যাগ লাগানো উচিত, আগে এই সম্পকে জানুন। আপনি উইকিপিডিয়া:স্বাগতম, নবাগত, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়, উইকিপিডিয়া:মুক্ত নয় এমন উপাদান এবং উইকিপিডিয়া নীতিমালা ও নির্দেশাবলী থেকে পড়ার পরে সম্পাদন করলে আপনার জন্য সুভিদে হবে। জনি (আলাপ) ১৩:০৯, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@এইচ রনি: নীতিমালা ও নির্দেশাবলী মেনে কাজ করুণ, নইলে আপনাকে ব্লক করা হতে পারে। জনি (আলাপ) ১৩:২৯, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, স্মল উইকি মনিটরিং টিমের একজন সদস্য হিসেবে কিভাবে ছোট উইকি প্রকল্পগুলোতে ধ্বংসপ্রবণতা রোধ করতে পারি সেই বিষয়ে দয়া করে কি বিস্তারিত জানাতে পারেন? ধন্যবাদ।~ইসমাইল (আলাপ) ০৬:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মাদ ইসমাইল: আপনি এখানে বিস্তাারিত তথ্য পাবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানান। জনি (আলাপ) ০৬:৪৯, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ~ইসমাইল (আলাপ) ০০:০৬, ১৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কিশোর কুমার পাতাটিতে উইকিমিডিয়া কমন্সের চিত্র দেওয়া হয়েছে[সম্পাদনা]

@ZI Jony:, কিশোর কুমার পাতাটিতে ব্যবহৃত এই চিত্রটি (অ-উন্মুক্ত)তে অনুগ্রহ করে অপসারণ ট্যাগ লাগান; কিশোর কুমার একজন নামকরা গায়ক, তার ছবি অ-উন্মুক্ত মানায়না, উইকিমিডিয়া কমন্সের চিত্র কিশোর কুমারের ইংরেজি উইকি পাতাতেও ব্যবহৃত হচ্ছে; আর হ্যাঁ কিশোর কুমারের আগে উইকিমিডিয়া কমন্সে চিত্র ছিলোনা তাই আগে অ-উন্মুক্ত চিত্র আপলোড দেওয়া হতো; আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। বিশাল খানের সকপাপেট (আলাপ) ০৬:১৫, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

যেহেতু ব্যবহিত হচ্ছেনা তাই অনাবশ্যক চিত্র হিসেবে অপসারণের প্রস্তাব করা হয়েছে। জনি (আলাপ) ০৬:২০, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় ZI Jony,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -Suvray (আলাপ), শুক্রবার ১৭:৩০, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

m:VisualEditor/Newsletter/2019/October needs to be translated. Can you help me with that?

The newsletter contains a request from the mw:Editing team about the new mw:Talk pages project. They want examples of useful discussions. Could you please give an example, or ask people to share an example? Thanks, Whatamidoing (WMF) (আলাপ) ১৭:৪২, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Whatamidoing (WMF): I'm so tired and I've to sleep, I've told one of my colleagues to do the rest of work, if he doesn't do that then I'll complete by tomorrow. Sorry! জনি (আলাপ) ১৮:৫৫, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
Thank you! It's okay if it takes longer. It's a long newsletter. I really appreciate your help. Sleep well, Whatamidoing (WMF) (আলাপ) ১৯:৩৭, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Whatamidoing (WMF): Aftab and myself has completed the translation of Bangla language. জনি (আলাপ) ১৫:৪৮, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে ধন্যবাদ Whatamidoing (WMF) (আলাপ) ২১:০৯, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মোহাম্মদ রফি[সম্পাদনা]

@ZI Jony:, মোহাম্মদ রফি নিবন্ধটিতে এই চিত্রটি ব্যবহৃত হয়ে আসছিলো, উইকিমিডিয়া কমন্সে চিত্র পাওয়া গিয়েছে বিধায় এটা এখন দ্রুত অপসারণের আওতায় পড়ে, আপনি তালিকাভুক্ত করুন। StaniF (আলাপ) ০৮:৪১, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণ তালিকাভুক্তকরণ[সম্পাদনা]

@ZI Jony:, রূপবান ম্যাগাজিনের প্রথম সংস্করণের প্রচ্ছদ অপসারণ তালিকাভুক্ত করুন কারণ আমি নিবন্ধটিতে (রূপবান (ম্যাগাজিন)) ম্যাগাজিনটির সর্বশেষ সংস্করণের চিত্র আপলোড করেছি। StaniF (আলাপ) ১০:৪৭, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

একটি চিত্র[সম্পাদনা]

@ZI Jony:, এই চিত্রটি একবার একজন প্রশাসক কর্তৃক অপসারিত হয়েছিলো এবং বিশাল খানের সকপাপেট (ব্যবহারকারী:Bishal Khan) এটি পুনরায় তৈরি করেন, এটি অপসারণতালিকাভুক্ত করুন। হাসান নাজমুল খান (আলাপ) ০৫:৪২, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

স্বয়ংক্রিয় পরীক্ষণ[সম্পাদনা]

হ্যালো ZI Jony, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৯, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আহমদ খান জামিল নিবন্ধের পর্যালোচনা বিষয়ে![সম্পাদনা]

সুপ্রিয় ZI Jony!
আমি আপনার আহমদ খান জামিল নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনার আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার আহমদ খান জামিল নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:আহমদ খান জামিল পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশি অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৯:০২, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

একটি বিষয়[সম্পাদনা]

@ZI Jony:, @জনি ভাই, চিত্র:হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪).jpg চিত্রটি হুমায়ুন আজাদ নিবন্ধটিতে আর ব্যবহৃত হচ্ছেনা কারণ পাতাটিতে এখন উইকিমিডিয়া কমন্সের চিত্র ব্যবহৃত হচ্ছে তাই চিত্র:হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪).jpg দ্রুত অপসারণ তালিকাভুক্ত করুন (কারণ এটি একটি অ-উন্মুক্ত যথার্থ ব্যবহার চিত্র)। বিশাল ক্সান (আলাপ) ০২:৩৪, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@বিশাল ক্সান: আফতাব ভাই অপসারণ করে দিয়েছে। জনি (আলাপ) ০২:৪৬, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]