ব্যবহারকারী আলাপ:YOGAMAYEE

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১২:৩৩, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

তর্পণ দ্রুত অপসারণ[সম্পাদনা]

তর্পণ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মৌলিক গবেষণা?

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ১৭:২০, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শবদাহ দ্রুত অপসারণ[সম্পাদনা]

শবদাহ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মৌলিক গবেষণা, একমাত্র উৎস হলো একটি ব্লগসাইট

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ১৭:৫১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শাঁখা দ্রুত অপসারণ[সম্পাদনা]

শাঁখা নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মৌলিক গবেষণা, একমাত্র উৎস একটি ব্লগসাইট

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ • ১৭:৫৩, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি) আমার তৈরি 'শাঁখা' শিরোনামের পাতাটি অপসারণ করা হয়েছে বলা হলেও প্রকৃতপক্ষে পাতাটি অন্য নামে প্রকাশিত হয়েছে। আমি এই বিষয়টির জোর আপত্তি জানাচ্ছি। YOGAMAYEE (আলাপ) ০৬:৫০, ২৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

একাদশী (হিন্দু আচার) শিরোনাম পুনর্নির্দেশিত হয়েছে[সম্পাদনা]

সুধী, আপনার তৈরিকৃত "একাদশী (হিন্দু আচার)" নিবন্ধটি একাদশী শিরোনামে পুনর্নির্দেশিত হয়েছে। কারণ দুইটিই একই বিষয়ে লেখা এবং এদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। আপনার যেকোনো মতামত আমার আলাপ পাতায় জানান। অথবা অন্য কোথাও মন্তব্য করে আমাকে উল্লেখ করতে {{ping|Meghmollar2017}} কোডটি ব্যবহার করুন। ধন্যবাদ। — আদিভাইআলাপ১০:৪৩, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

একাদশী পাতায় আমার তৈরি 'উৎপন্না একাদশী' ও 'মোক্ষদা একাদশী' লেখা দুটি অপসারণ করা হয়েছে। রেফারেন্স হিসেবে একটি ধর্মীয় সাইটের নাম দেয়া ছিল সেখানে। শুধুমাত্র তথ্যসূত্রের কারণে এত দ্রুত লেখা অপসারণ করলে আমরা নিরুৎসাহিত হয়ে যাব। দয়া করে বিষয় বিশেষজ্ঞ দিয়ে যাচাই করুন যে লেখায় কোন ত্রুটি আছে কিনা। ত্রুটিহীন লেখার উৎস যাই থাকুক, আমি মনে করি সেটা প্রকাশিত হওয়া উচিত। YOGAMAYEE (আলাপ) ০৭:১৪, ২৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

==সংক্রান্তি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা==

উইকিপিডিয়ার সংক্রান্তি পাতাটি দ্রুত অপসারণের জন্য একটি নোটিশ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার উপর ভিত্তি করে এই নোটিশ সংযোজন করা হয়েছে, এই পাতায় পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন -শাকিল হোসেন আলাপ ১৩:২৮, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]