ব্যবহারকারী আলাপ:Sudipto Surjo

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:Suborno Sabbir থেকে পুনর্নির্দেশিত)

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০২:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিকে সাহায্য করার আহ্বান[সম্পাদনা]

শুভেচ্ছা নিন, আপনাকে ইংরেজি উইকিতে সক্রিয় দেখতে পাচ্ছি। বাংলা উইকিকে সাহায্য করার জন্য আপনার প্রতি আহ্বান রইল। আপনি হয়তো ভাবতে পারেন, বাংলা উইকিতে বুঝি লক্ষ্য লক্ষ বাঙালি অবদান রাখে, বাস্তবতা একদম উল্টো। বাংলা উইকিতে হাতে গোনা ২০-৩০ জন নিয়মিত অবদান রাখে (যেখানে ইংরেজি উইকিতে সত্যিকার অর্থে কম হলেও ১০ হাজার + জন অবদান রাখে)। যার কারণে বাংলা উইকিতে অনেক পিছিয়ে আছে (দেখুন এখানে। বাংলা উইকিতে নিয়মিত অবদান রাখুন :) ও বিশ্বের বিভিন্ন জিনিস নিয়ে নতুন নতুন নিবন্ধ (ইংরেজি উইকি থেকে অনুবাদের দ্বারা) সৃষ্টি করে, সম্প্রদারণ করে সাহায্য করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৩, ১৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই, নিজের মাতৃভাষাতে তো লিখতেই হবে. আপনাকে অনেক অনেক ধন্যবাদ।--Sudipto Surjo (আলাপ) ০৬:৪৭, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
হঠাত নজরে এল আপনি ইংরেজি উইকিতে বাধাপ্রাপ্ত, দেখে বেশ দুঃখ লাগলো, ইংরেজি উইকিপিডিয়ার জন্য কত কষ্ট করলেন কিন্তু আপনার এক ভুলে তারা আপনাকে বাধা দিল।
যাইহোক, যদি পারেন, নিজের মাতৃভাষাকে সাহায্য করুন। গত বছর বলেছিলেন করবেন কিন্তু পরে আর করেননি। আফতাবুজ্জামান (আলাপ) ০১:০৯, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]