ব্যবহারকারী আলাপ:Soroishwarja muhommod

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৬:৪২, ১ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

রেনে মাগরিত্তে[সম্পাদনা]

বেলজিয়ান চিত্রশিল্পী রেনে মাগরিত্তের (১৮৯৮-১৯৬৭)। পরবর্তী প্রজন্মের পপ, মিনিমালিস্ট আর কনসেপচুয়াল আটিস্টদের জন্য অফুরান এক অনুপ্রেরণা তিনি। বুদ্ধিদীপ্ত ও চিন্তার খোরাক জোগানো মানুষ হিসেবে মাগরেত্তির বেশ সুনাম ছিল। সাধারণকে অসাধারণ ব্যঞ্জনা দিতে জানতেন তিনি। বাস্তবতার এমন সব দিক তিনি তুলে ধরতেন যা অন্যদের সহজে হয়ত মাথায়ই আসে না। মাগরিত্তের বিখ্যাত চিত্র ‘মনুষ্যসন্তান’। মাগরিত্তে আসলে ১৯৬৪ সালে পরাবাস্তব এই আত্ম-প্রতিকৃতিতে জন্ম দিয়েছিলেন নিজেকেই। এই চিত্রে একটা নিচু দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। গায়ে ওভারকোট, মাথায় বোলিং হ্যাট। পেছনে সমুদ্র আর মাথার ওপরে মেঘলা আকাশ। চোখের সামনে ঝুলে আছে সবুজ আপেল। এক পাশ দিয়ে একটা চোখ একটু দেখা যাচ্ছে। আরো একটু খেয়াল করলে দেখবেন, বাম হাতটা কনুই থেকে উল্টে আছে। নিজের এই ছবি সম্পর্কে মাগরিত্তে এক রেডিও সাক্ষাৎকারে বলেছিলেন, এই যে আপেল, এটাই মুখ, আবার এটাই মানুষটা মুখটাকে আড়াল করেছে। প্রায়ই যা ঘটে-- আমরা যা দেখি তা আসলে আমাদের কাছ থেকে অন্য কিছু আড়াল করে রাখে। যা দেখছি, তা আসলে কী আড়াল করে রাখছে, তা আমরা দেখতে চাই। এটা আমাদের মধ্যে একটা চরম অনুভূতির জন্ম দেয়, জন্ম দেয় একটা সাংঘাতিক পরিস্থিতির। (হুবহু না হলেও এরকমই বলেছিলেন মাগরিত্তে।)

চিত্র:Magritte
বেলজিয়ান চিত্রশিল্পী রেনে মাগরিত্তের চিত্রকর্ম ‘মনুষ্যসন্তান’